নিশ মার্কেটিং সম্পর্কে জানুন, নিশ মার্কেটিং করে আয় করুন হাজার ডলার!

অনলাইন মার্কেটার যারা তাদের নিশ বা নিশ মার্কেটিং ইদানিং কালের পরিচিত একটা নাম। আমাজন এফিলিয়েশান বা এফিলিয়েট মার্কেটিং এ যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য নিশ বা নিশ মার্কেটিং এর উপর অভিজ্ঞ হওয়া অনেক জরুরী একটা বিষয়। নিশ বলতে আসলে কি বুঝায়? নিশ একটা নির্দিষ্ট লোকজনের গ্রুপ কে বুঝায়। এটা হতে পারে তাদের একই পছন্দের কিংবা সমস্যার ভিত্তিতে, কিংবা একই ভাষার কারনে অথবা একই লোকেশান এর ভিত্তিতে। যেমন, এসএসসি কিংবা এইচএসসি রেজাল্ট দেবার দিন আমরা অনেকেই ইন্টারনেটে রেজাল্ট সার্চ করি। কেউ হয়তো লেখি, ssc result  কেউবা ssc result bd লিখে সার্চ করে। এখানে কিওয়ার্ডগুলো যারা সার্চ করছেন তাদের সবার আগ্রহ একই তাই সবাই একটা নিশ এর কাতারে এবং কিওয়ার্ডগুলো বা রিলেটেড অন্যান্য কিওয়ার্ডগুলো নিশ মার্কেটিং এর জন্য আমাদের এনালাইসিস করতে হয় যাতে এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট গুগলের প্রথম পেইজে চলে আসে। ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে র‍্যাঙ্ক করানোর জন্য নিশ নিয়ে গবেষনা করে আমাদের কম প্রতিযোগিতা আছে এমন কিওয়ার্ড খুঁজে বের করতে হয় যাতে এই নিশে সাইটের র‍্যাংক ভালো করা যায়। কিভাবে শুরু করবেন এই নিশ মার্কেটিং?

নিশ মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটিং

নিশ মার্কেটিং এর খুঁটিনাটি

  • নিশ মার্কেটিং করতে হলে আপনার প্রথমেই দরকার একটি প্রোডাক্ট আপনার নিজের কিংবা আপনি যদি অন্যদের প্রোডাক্টগুলো যেমন আমাজন এর প্রোডাক্টগুলো বিক্রি করে কমিশন নিতে চান সেখান থেকে নিশ কিওয়ার্ড এনালাইসিস করে কম প্রতিযোগিতা আছে এমন প্রোডাক্ট খুঁজে বের করা। অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিতে চাইলে সবচেয়ে ভাল উপায় হচ্ছে আমাজন এর প্রোডাক্ট নিয়ে কাজ করা।
  • এর পরের ধাপ একটি ওয়েবসাইট বানানো। ভাল মানে কোয়ালিটি হোস্টিং এবং সুন্দর/রিলেটেড ডোমেইন নাম পছন্দ করে আপনার ওয়েবসাইট অপটিমাইজ করুন ইউজার ফ্রেন্ডলি এবং ইউনিক আর্টিকেল দিয়ে। মনে রাখবেন গুগলে ওয়েবসাইট র‍্যাংক করাতে হলে ইউনিক আর্টিকেল বা কন্টেন্টের গুরুত্ব তাই আপনি যদি কপিপেষ্ট কন্টেন্ট দিয়ে ওয়েবসাইট র‍্যাঙ্ক করাতে চান তাহলে আপনি ভুল করবেন। হোস্টপেয়ার এই এমাজন এফিলিয়েট মার্কেটারদের জন্য অপটিমাইজ সার্ভার এর শেয়ার্ড/ডেডিকেটেড/ভিপিএস হোস্টিং দিচ্ছে সাধ্যের মধ্যে বাজেটে। হোস্টিং প্ল্যানগুলো দেখতে এই লিংকে ক্লিক করুন
  • নিস প্রোডাক্ট সিলেক্ট এবং হোস্টিং ডোমেইন কিনে ওয়েবসাইট প্রস্তুত করা হয়ে গেলে এবার প্রোডাক্ট রিলেটেড ইউনিক কন্টেন্ট লেখা শুরু করুন ওয়েবসাইটে। কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখবেন সেটি জানতে এই লেখাটি পড়ে আসুন।
  • কন্টেন্ট দিয়ে মোটামুটি ওয়েবসাইট সাজানোর পর এবার ওয়েবসাইটের এসইও শুরু করুন। ভাল মানের ব্যাকলিংক তৈরি শুরু করুন। বাংলাদেশের একটা টপ লেভেল অনলাইন মার্কেটার আবুল কাশেম ভাই এর এই লিংক বিল্ডিং লেখাটি পড়ে আসুন। তাহলে কিভাবে কোয়ালিটি লিংক বিল্ডিং করবেন সেটি জানতে পারবেন।
  • এছাড়াও নিশ মার্কেটিং সফল হতে হলে আরো অনেক বিষয়ে পড়ালেখা ও নিয়মিত প্র্যাকটিস করার জরুরী। এই টিউনে আমরা শুধু কিছু গাইডলাইন দিলাম এছাড়া আগ্রহীরা এই বাংলাদেশী গ্রুপে জয়েন করতে পারেন বাংলাদেশী যারা এফিলিয়েট মার্কেটার আছেন তাদের থেকে শেখার জন্য।

    নিশ মার্কেটিং করে সফল হওয়া কিছু উদাহরণঃ

Top 12 Affiliate Marketers (with highest earning) of The Year 2014

Courtesy of: Dekh.com via TechGYD

 

Level 0

আমি এক্সনহোস্ট হোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বমানের SSD শেয়ার্ড, রিসেলার, ভিপিএস ও ডেডিকেটেড সার্ভারের হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোস্টিং সেবা প্রতিষ্ঠান ExonHost। সুলভমূল্যে হোস্টিং, ডোমেইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইটঃ https://www.exonhost.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ I আপনার পোষ্টটি পড়লাম I আমি বিষয়টি শিখতে চাই I আপনি যদি সত্যিকারে শিখাতে পারেন ইনকাম করা পর্যন্ত তাহলে আমাকে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন I