বাংলাদেশ থেকে পেজার মাস্টার কার্ড নিয়ে নিন আর বুড়ো আঙ্গুল দেখান পেপালকে সাথে একাউন্ট খোলা ও ভেরিফিকেশন করার নিয়ম

আমরা সবাই জানি যে অনলাইনে আয়কৃত টাকা উঠানোর ক্ষেত্রে পেপাল একটি শ্রেষ্ট কম্পানি কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে পেপাল নেই কিন্তু বাংলার দামাল ছেলেরা কারো উপর বরশা করে বসে থাকেনা। তারা পেপালকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে  । বর্তমানে  পেপালের অনেকগুলো বিকল্প রয়েছে কিন্তু আমার মতে পেজা একটি সেরা বিকল্প কারণ পেইজা আপনাকে যে সুবিধা দিচ্ছে অন্য কোনো কম্পানি আপনাকে এত সুবিধা দিবে না। তাছাড়া অন্যান্য কম্পানির তুলনায় পেজাতে সাশ্রয় রয়েছে।  payza তে খরছ অনেক কম।

Payza account থাকার সুবিধাঃ 

  • অনালাইনে আয়কৃত টাকা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন।
  • অনালাইনে আয়কৃত টাকা ATM  বুথের মাধ্যমে তুলতে পারবেন। (মাস্টার কার্ড দিয়ে)
  • একটি ইন্টারন্যাশনাল মাস্টার  কার্ড পাচ্ছেন।
  • Payza থেকে  Payza  তে টাকা পাঠাতে পারবেন।
  • Bkash দিয়ে টাকা  যোগ করতে পারবেন।
  • Bangladesh Comercial Bank  দিয়ে টাকা  যোগ করতে পারবেন।
  • ডলারকে টাকা হিসেবে তুলতে পারবেন ব্যাংকের মাধ্যমে।
  • ডলারকে টাকা হিসেবে ATM  বুথের মাধ্যমে তুলতে পারবেন।
  • মাস্টার কার্ডের মাসিক ও বার্ষিক কোনো চার্জ নেই।
  • মাস্টার কার্ড দিয়ে ফেসবুকে ও গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন।
  • অনালাইনে শপিং করতে পারবেন।
  • আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য Godaddy,namecheap etc থেকে ডোমাইন নিতে পারবেন।
  • এডনেট ওয়ার্ক থেকে আয়কৃত টাকা সহজে তুলতে পারবেন

পেইজা একাউন্ট খোলার নিয়মঃ

ধাপ ১।  প্রথমে এই লিঙ্কে যান। তারপরে Sign Up অথবা Get your Personal Account Now তে ক্লিক                  করুন একদম নিচের ছবির মত Mouse ফলো করেন।


ধাপ ২। তারপরে Country বাংলাদেশ দিয়ে  personal এ ক্লিক করুন
ধাপ ৩। তারপরে নিচের মত একটা ইন্টারফেস আসবে  । salutation মানে উপাধি,আপনার   salutation যেটা সেটা দিবেন। First Name এ আপনার নামের প্রথম অংশ। Last Name এ  আপনার নামের  দ্বিতীয় অংশ। তারপরে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিন।
Note : আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযাই সবটা দিতে হবে,না হয় আপনার payza Verification    হবে না
ধাপ ৪।  তারপরে আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠাবে,লিঙ্কে ক্লিক করে ইমেইলটা ভেরিফাই করে নিবেন

ধাপ ৫। ইমেইল Verify হলে নিচের মত একটা ইন্টারফেস আসবে  , তারপর বাম পাশ থেকে Complete Profile এ ক্লিক করে  আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিবেন  ,আমি জানি             আপনারা   পারবেন তাই আর বিস্তারিত বললাম না।

পেইজা একাউন্ট ভেরিফাই করার নিয়ম (How To verify Payza Account)

আপনার নামের পাশে একটা এরো চিহ্ন দেখতে পাবেন ওটাতে ক্লিক করলে একটা ফ্লাট মেনু দেখতে পাবেন তারপরে Verification এ ক্লিক করুন  >Document Validation  এ ক্লিক করুন।
National Id Card বা passport যেটা আপনার জন্য সুবিধা সেটা সিলেক্ট করুন। ওইটার নাম্বার দিন।
তারপরে NID এর পেছনের অংশ আপ্লোড করতে হবে। ফটোশপ দিয়ে ইডিট করতে পারেন।
তারপরে আপনার ছবি আপ্লোড করতে হবে,তবে সাবধান যার আইডি তার ছবি হতে হবে। সাবমিট করলে ২-৩ দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে।

ভেরিফাই না হওয়ার কিছু কারণঃ
  • অস্পষ্ট ডকুমেন্ট বা ছবি আপ্লোড করলে
  • একাউন্টের নামের সাথে ডকুমেন্টের নাম মিল না থাকলে
  • ভুল তথ্য বা ইনফরমেশান  দিলে

পেইজা প্রিপেইড কার্ড (Payza prepaid card)

পেইজা আপনাকে অসাধারণ একটা সুবিধা দিচ্ছে। এই প্রিপেড কার্ডের মাধ্যমে অনলাইন উদ্যোক্তাদের ঝামেলার অবসান ঘটলো। মাত্র ১৬০০ টাকা খরছ করে আপনি একটি কার্ড পেতে পারেন। তাছাড়া মাসিক ও বাৎসরিক কোনো ফী নেই। কার্ডটি পেতে Wallet এ ক্লিক করুন, prepaid card এ ক্লিক করুন তবে তার আগে একাউন্টে $19.95 বা ১৬০০ টাকা এড করুন তারপরে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। আপনার বাসার ঠিকানায় কার্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

নিচের টিউটোরিয়াল গুলো দেখেন কাজে লাগতে পারে ঃ

নোটঃ অনেকে বলবে পুরান কথা, ভাই আপনি যদি জেনে থাকেন টিউনটি আপনার জন্য না। আর এখানে আমি রেফার লিংক দিনাই যে উদ্দ্যেশ্য রেফার নেওয়া।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো। আমার টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান।আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।অনলাইনে আয় বিষয়ক সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজে লাইকদিন। অথবা ফেসবুকে আমাকে জানাতে পারেন

সুযোগ পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন। মুক্ত আইটি

Level 0

আমি মোঃ আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে ইনকাম করতে চান শুধু ফ্রি রেজিঃ করলেই পাচ্ছেন ৩ ইউরো ।ইউরো উঠানো যাবে Paypal বা Payza দিয়ে।
http://brainbux.com/?ref=Rashidulislam

Free bangla ebooks paben -www.ebookstallbd.blogspot.com