
আস-সালামু আলাইকুম।
আমার টিউনটা মুলত JVEMPIRE.COM এর কার্যকলাপ নিয়ে লেখা। দেখলাম টেকটিউনস-এ জেভি এমপেয়ারের স্পন্সরড টিউন।
টেকটিউনস টিউন লিঙ্ক- এইখানে
তো যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। জেভি এমপেয়ার আসলে বাংলাদেশী স্ক্যাম সাইট। তারা স্কাইপ ইন্টারভিউ এর নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
আপনারা আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি যদি কিছু প্রমাণ দেয় তাহলে অবশ্যই বিশ্বাস করবেন তাই না?
আরে ভাই আমরা বাংলাদেশী তো তাই খুব সহজেই যেকোন কিছু বিশ্বাস করে ফেলি। যেমনটা করেছিলেন জেভি এমপেয়ারের কথা। অনেক কথা হলো এখন প্রমাণগুলো দেখুন।
প্রমাণ-১ঃ তাদের স্কাইপ একাউন্টটা বাংলাদেশ থেকে লগিন করা। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ২ নং প্রমাণ দেখুন।

প্রমাণ-২ঃ তাদের সাপোর্ট এর কম্পিউটার এর আইপি ডিটেইলস।

প্রমাণ-৩ঃ আমার কাছে টাকা চেয়ে বসলো।

প্রমাণ-৪ঃ আমি তাকে জিগাইলাম টাকা কেন দিব? আপনি কোন দেশ থেকে বলছেন? আপনি বাংলাদেশি কিনা?

প্রমাণ-৫ঃ আরে ভাই চুরি করবেন করেন। নো প্রবলেম, বাট একটু সচেতন হয়ে করেন।আমার মত একটা ক্ষুদে ছেলের হাতে যদি ধরা খান তাইলে আপনাদের দিয়ে কিছু হবে? নিচে লাল চিহ্নিত অংশটুকু দেখুন, তাদের ডোমেইন এর নেম সার্ভার webhostbd.net এর। আর তাদের ওয়েবসাইটটি ২০-০৭-২০১৬ তৈরি করা।
প্রমাণ-৬ঃ উপরোক্ত প্রমান গুলি তাদের সাপোর্ট মহোদয়কে দেয়ার পর তিনি আমার স্কাইপ এ (?) জিজ্ঞাসা চিহ্ন উঠাই দিলেন মানে আমারে ব্লক কইরা দিলেন।

আজকের মত এই পর্যন্ত। কথা হবে টিউমেন্টে।
আমাকে কেউ ফেবুতে খুজতে চাইলে এইখানে যান।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hmm, Oder Site er Logo Ta Non HD, Free Logo Create korce 😀