ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যে ভুল গুলো করবেন না।

আচ্ছালামুআলাইকুম।

ফ্রিল্যান্সিং মার্কেটিং কাজে ভুল করেন। অনেক সময় এই ভুল পেশার জন্য হুমকির কারন হতে পারে। কোন কাজগুলি ক্ষতিকর সেগুলো জানলে অবশ্যই তা থেকে সাবধান থাকা সম্ভব। সাধারন ভাবে যে ভুল গুলি ফ্রিল্যান্সাররা করে থাকেন সেগুলো একসাথে করলে এমন হতে পারেঃ-

১) সক্রিয় ভুমিকা না দেওয়াঃ-
অনেকে মার্কেটিং কে দুভাগে ভাগ করেন, একটিভ এবং প্যাসিভ। একটিতে আপনি নিজে উদ্যোগ নিয়ে প্রচার করতে পারেন অন্যটিতে আপনি আশা করতে পারেন আপনার পরিচিত কোন ভাবে বাড়বে। ফ্রিল্যান্সিং কাজে একটিভ মার্কেটিং প্রয়োজন। বিশেষ কাজের ধরনে হয়তো কাজ থেকে পরিচিত বাড়তে পারে। যতবেশি কাজ করবেন পরিচিত তত বাড়তে পারে। এক্ষেত্রে হয়তো প্রচার প্রয়োজন হয়না। তারপরও সাধারনভাবে মার্কেটিং বিষয়টি পৃথকভাবে দেখে সেদিকে দৃষ্টি না দেওয়াকে বিশেষজ্ঞরা ভুল পদক্ষেপ বিবেচনা করেন। খুব বেশি না হোক একেবারে নিষ্ক্রিয় না থেকে সক্রিয়ভাবে কিছুটা হলেও প্রচারের ব্যাবস্থা করুন।

২) পর্যাপ্ত তথ্য প্রদর্শন না করাঃ-
ফ্রিল্যান্সারের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রকাশ করে এধরনের যতবেশি তথ্য প্রকাশ করা যায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ পাওয়ার সুযোগ তত বেশি। এমনকি ভালো কাজের সাথে তুলনা মুলক সস্তা কাজ ও নমুনা হিসেবে রেখে উপকার পাওয়া যায়। ক্লায়েন্টদের একেকজনের চাহিদা একেক রকম। পেশাদার হিসেবে ফ্রিল্যান্সারের দায়িত্ব সব ধরনের ক্লায়েন্টের চাহিদা পুরন করা।

৩) যোগাযোগের সুত্র না রাখাঃ-
যেখানে আপনার পরিচিত বা প্রসঙ্গ সেখানেই যোগাযোগের ঠিকানা, এটাই মার্কেটিং এর নিয়ম। হয়তো কোন ক্লায়েন্ট আপনার কোন কাজ দেখে সেই মুহুর্তেই ফোন করতে চান। এজন্য ফোন নাম্বার রাখা প্রয়োজন হয়। নিতান্ত কারন না থাকলে সব রকমের যোগাযোগের ব্যাবস্থার উল্লেখ না রাখাটা মার্কেটিং এর ভুল হিসেবে বিবেচনা করা হয়।

৪) ভাষা এবং আচরনে পেশাদারিত্ব না দেখানোঃ-
বড় কোন কোম্পানীর মার্কেটিং কাজে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের বৈশিষ্ট্য লক্ষ করতে পারেন। তাদেরকে পরিপাটি পোষাক পরতে হয়। সুন্দর করে কথা বলতে হয়। কেউ সমালোচনা করলে হাসতে হয়, গালাগালি করলেও হাসতে হয়। একজন ফ্রিল্যান্সার নিশ্চই গালাগালি শুনতে বাধ্য নয়। আবার বিরুপ পরিস্থিতিতে সংযত আচরন না করা তার ক্ষতির কারন হতে পারে। ফ্রিল্যান্সার ইচ্ছে করলেই তার বিশেষ ক্লায়েন্ট এর কাজ নাও করতে পারে। এমন পরিস্থিতিতে ভদ্রভাবে না বলে দিন। খারাপ ভাষা ব্যবহার করলে একজন ক্লায়েন্ট এর প্রভাব অন্য ক্লায়েন্ট এর উপর পড়তে পারে। খারাপ আচরনে পরিচিত ফ্রিল্যান্সারের জন্য অত্যান্ত ক্ষতিকর।

৫) ভুল বানান ব্যবহার করাঃ-
ফ্রিল্যান্সারদের অনেকের ভুল বানান একটি বড় সমস্যা হিসেবে দেখা হয়। বিশেষ করে যোগাযোগের সময় ইমেইল বা ফ্রিল্যান্সিং সাইটে মেসেজ বোর্ডে। ভুল বানান থেকে নেওয়া হয় ফ্রিল্যান্সার অমনোযোগী। সব সময় স্পেল চেকার ব্যবহার করুন।

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন

Mahmudul Hasan Manik

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস