গুগল এডসেন্স এর টাকা যখন হাতে আসে কাজের গতি তখন ১০০ ভাগ ভারে তা আবার ২৬৬ ডলার।গুগল থেকে আয় কীভাবে।

এই নিয়ে আমার ২য় টাকা আসল। প্রথম বা পেলাম ২৬৬ ডলার যার জন্য অনেক নিয়ম পালন করতে হয়েছিল। ২য় বার আসল ১০০.১৪ ডলার যা অতি সহজে হাতে আসে। আর ৩য় বার রানিং আসবে ২১৪ ডলার। আমি সবাই কে বলছি আমরা যদি ঠিক মত নিয়েম মেনে গুগল এ কাজ করি তাহলে আমবা সবাই প্রচুর আয় করতে পারব গুগল থেকে। সবার প্রশ্ন কী ভাবে ? একটু ভুল বললাম আমার থেকে যারা ভাল আয় করে তারা এই প্রশ্ন করবে না তবে হ্যা নতুনরা ১০০ ভাগ এই প্রশ্ন টি করবে আমি যানি।
বলছি। এক কথায় আমি বলছি কী আয় করবেন ?

১. সুন্দর একটি ওয়েব সাইটের নাম ঠিক করুন।
২. টাকা ব্যয় করে সুন্দর একটি সাইট তৈরী করুন।
৩. আপনার সাইটে নিয়মিত যে কোন ধরণের নতুন নতুন টিউন করুন। (সাধারণ ইংরেজীতে)

৪. আমি বলছি অন্যের সাইট থেকে ২০ ভাগ কপি করতে পারেন তবে না করলে ভাল।
৫. কী ভাবে বেশি ভিজিটর পাওয়া যায় তা চিন্তা করুন। যেমন: পেইজ বুক থেকে, অন্য আরো ১০০ টি উপায় আছে।
আপনার যদি আরো প্রশ্ন থাকে তাহলে এখানে টিউমেন্ট করতে পারেন তবে পরামর্শ করতে পারেন আমার নাম্বার: 01921512249.  আয় না হলে আমাকে বলবেন কিন্তু। আসা করি হবে ইনশাআল্লাহ্।


সত্যি কথা বললাম কাজ শেষ। আপনি ও পারবেন ইন্টারনেট থেকে সহজে আয় করতে।

সহায়তা মূলক কিছু লিংক।
আমার নিজের সাইট : http://www.doctorshelp24.com
প্রথম বাংলায় প্রকাশিত হয় http://www.shobkeso.com শিক্ষা মূলক সাইট

 

Level 0

আমি বাদন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Work from Home. Top Paying Trusted PTC Site 2016 …. http://bit.ly/1Lvg8oh

    ভাই দয়া করে PTC মত বাজে কাজের কথা বলবেন না ………
    ভাল কিছু বলেন । না পারলে এই খানে দেখুন ভাল কাজ কাকে বলে ।
    http://www.shobkeso.com

আমার কিছু প্রশ্ন ছিল

    জি করুন আমি সঠিক ভাবে পারলে উত্তর দিব । না পারলে বলব পারবো না । আপনার প্রশ্ন করুন ।।
    আমার বাংলা সাইট http://www.shobkeso.com

ভাইয়া আপনার সাইডে প্রবেশ করে অনেক ভাল লাগল। কিন্তু আপনার কাছে একটা কথা জানতে চাই, তা হল আপনার সাইডে ডাউনলোড অথবা বিনোদনে ক্লিক করলে তার নিচ দিয়ে কয়েকটা অপশন অর্থাৎ বাংলা গান, মুভি, টেলিভিশন ইত্যাদি। এই অপশন গুলো কিভাবে তৈরি করা যায় যদি এই বিষয়ে একটা টিউন করতেন। তাহলে আমার মত নতুনদের উপকার হত।

mehade hasan@ vai nice akta profile pic desen.but ptc affiliate korlen !!!!!! valo……….

1:youtube a usa verified adsense theke koto earn hoy??
2:site,blog a ki only click a payment kore naki pop up o ase??