ইউটিউব মার্কেটিং ভিডিও আপলোড করা কিছু টিপস

Youtube মার্কেটিং নিয়ে ধারাবাহিক ভাবে টিউন লিখছি। আজ আপনাদের সাথে Youtube মার্কেটিং এর জন্য ভিডিও আপলোড এর কিছু টিপস শেয়ার করব।

Youtube মার্কেটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন যেই বিষয়টি সেটি হচ্ছে চ্যনেলের ভিডিও গুলো। ইউনিক ভিডিও ছাড়া মার্কেটিং ত দূরের কথা এর ধারে কাছেও যাওয়া সম্ভব নয়। তাই Youtube এ ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউনিক এবং ভাল মানের ভিডিও আপলোড করতে হবে।

youtube-upload

আগেই বলেছিলাম Youtube থেকে আয় করতে হলে ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করতে হয়।ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করলে চ্যনেলে ভাল Viewer এবং সাবস্ক্রাইবার পাওয়া যায়। আর চ্যনেলের প্রতি ইউজারদের একরকম ভক্তি চলে আসে। Facebook মার্কেটিং নিয়ে আমার টিউন

ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু কথা

 

ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেই সকল বিষয়ে নজর রাখবেনঃ

  • নিজের ক্যামেরা বা ফোন থেকে করা ভিডিও।
  • সম্পূর্ন ইউনিক এমন ভিডিও যেটি কেউ সত্ত্বাধিকারী বা দাবীদার নয়।
  • সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য।
  • সঠিক অডিও স্ট্রিম।
  • সঠিক ভিডিও বিট-রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট-রেট।
  • কমিডি টাইপের কিছু হলে বেশ ভাল এবং তা চ্যনেলের জন্য খুবই কার্যকর।
  • ৪-৬ মিনিট লেংথ এর ভিডিও। লেংথ বেশী হলে ইউজারের বিরক্তি চলে আসে।
  • ভিডিওতে আপনার চ্যনেলের লগো ব্যবহার করেন। এতে চ্যনেলের প্রতি ইউজারের বিশ্বাস দৃঢ় হবে।
  • ভিডিও এর শেষের দিকে এমন কিছু ফান বা আকর্ষনীয় টাইপের কথা বা লিখা দিয়ে আপনার চ্যনেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন।

যে সকল ভিডিও আপলোড না করাই ভালঃ

  • অন্য কোন চ্যনেল/কোম্পানির ভিডিও যেমনঃ মিউজিক ভিডিও, টিউটরিয়াল, মজার ভিডিও সহ অন্যান্য ভিডিও সমূহ। এতে Youtube এর কাছে চ্যনেলের রেপুটেশন কমে যায়।
  • আগেই থেকেই কপিরাইট করা কোন ভিডিও অবশ্য এমন ভিডিও পাবলিশ করার সুযোগ Youtube দেয় না।
  • কোন চ্যনেল/কোম্পানির লোগো লাগানো এমন ভিডিও যেটি দ্বারা সেই কোম্পানির নিজস্ব সত্ব প্রকাশ পায়।
  • কাউকে হয়রানি বা  হেয় প্রতিপন্ন করা এমন ভিডিও।
  • এমন ভিডিও যার ব্যাকগ্রাউন্ডে অন্য কোন কোম্পানির মিউজিক রয়েছে।
  • Youtube এ নেই কিন্তু ইন্টারনেটে আগেই আপলোড হয়েছে এমন ভিডিও ভুলেও আপলোড করবেন না।

মোটামোটি উপরেউল্লেখিত বিষয় গুলো মাথায় রেখে ভিডিও আপলোড করলে আমার মনে হয় না কেউ Youtube মার্কেটিং এ সফলতার মুখ দেখবেন না।

আগের টিউনেই বলেছি Youtube মার্কেটিং তাদের দ্বারাই সম্ভব যারা ধৈর্য্য এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারবেন।

Level 0

আমি মেহাদী হাসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

other site theke jekhane youtube link nai সেখান থেকে download করা video eidit করে upload করলে কোন problem হবে?

আমার কামেরা নাই.তাহলে কিভাবে video তৈরি করব? আর কামেরা দিয়ে যে video তৈরি করব.তা সবার ভাল নাও লাগতে পারে.তবে কি আয় হবে না? ami movie trailer আপলোড করি.but copyrights notice পাইনি.তবে কি chanel stop করে দিবে? অনেক দেখেছি other site theke jekhane youtube link nai সেখান থেকে download করা video eidit করে upload করতেছে.তাদের video veiw ভাল.youtube search দিয়ে দেখন একটা video সবাই আপলোড করছে.আমার কথা হলো সবাই কি কামেরা দিয়ে video তৈরি করছে?

Thanks for sharing it with us. Bangla blog