আসলেই টাকা দেয় এমন পিটিসি সাইটের লিস্ট ও পিটিসি থেকে আয় করার গোপন সূত্র।

বর্তমান যুগে অনেকেই অনলাইন থেকে আয় করার জন্য আগ্রহী। এর কারণটাও যথেষ্ট যুক্তিসঙ্গত। আপনার একটি কম্পিউটার আছে। আপনি কমপক্ষে ১ জিবি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, যার মূল্য কয়েকশ টাকা। আপনি ইচ্ছা করলেই এই টাকাটা অনলাইন থেকেই কামিয়ে নিতে পারেন। এর জন্য কাজ জানা থাকলেও হবে, না থাকলেও হবে। ভাবছেন, কাজ না জানলে টাকা কীভাবে ইনকাম করবেন, তাই তো? ক্লিক করাও কিন্তু একটা কাজ। আর পৃথিবীতে অনেক ওয়েবসাইট আছে, যারা আপনাকে তাদের ভিজিটর হিসেবে পাওয়ার জন্য টাকা দিবে। অর্থাৎ, আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করবেন, বিনিময়ে টাকা পাবেন। এর নামই পিটিসি অর্থাৎ পেইড টু ক্লিক।

যারা অন্যান্য কাজ পারেন, তারাও পিটিসি থেকে ইনকাম করতে পারেন। অনেকেই পিটিসি থেকে আয় করার গোপন সূত্র জানেন না বলে কিছুদিন কাজ করার পরে লাভের মুখ না দেখতে পেরে কাজ করা বাদ দেন। তবে যারা এই সূত্র জানেন, তারা খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখেন। যাহোক, এই টিউনটি আমি কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে থাকবে এমন কিছু পিটিসি সাইটের ঠিকানা, যারা আসলেই টাকা দেয়। আপনি ইচ্ছা করলে তাদের ফোরামে গিয়ে অনেকের দেয়া পেমেন্ট প্রুফ দেখতে পারবেন, তাদের সাথে টিউমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতেও পারবেন। তবে সবার আগে জেনে নিন, কোন সেই সাইটগুলো, যেগুলো থেকে অনেক বাংলাদেশী আয় করছেঃ

আসলেই টাকা আয় করা যায় এমন পিটিসি সাইটের লিস্টঃ

১। নিওবাক্স

২। ইউজক্লিক্স

৩। ক্লিক্সসেন্স

৪। এডফিভার

আপনি যদি এই জগতে একেবারে নতুন হন, আপাতত এই ৪ টি সাইটে একসাথে কাজ শুরু করুন। আর যদি এর আগে এসব সাইটে কাজ করার অভিজ্ঞতা থাকে, তবে এই টিউনের পরবর্তী অংশে আপনাকে স্বাগতম।

 

পিটিসি থেকে আয় করার গোপন সূত্রঃ

উপরে যে ৪ টি সাইটের কথা বললাম, সেগুলোর মধ্যে ৩ নাম্বারটা ছাড়া বাকী সবাই ডাইরেক্ট রেফারেল ও রেন্টেড রেফারেল সাপোর্ট করে। অর্থাৎ, আপনি আরও অনেক মেম্বারকে ভাড়া করতে পারবেন, যারা ক্লিক করলে আপনি সেই ক্লিকের জন্য টাকা পাবেন। সাথে আপনার নিজের ক্লিকের জন্য তো টাকা পাবেনই। শুধু ৩ নাম্বার সাইটটা (ক্লিক্সসেন্স) শুধুমাত্র ডাইরেক্ট রেফারেল সাপোর্ট করে। অর্থাৎ, আপনার রেফারেল লিংকে যারা ক্লিক করে সাইন আপ করবে, তারাই হবে আপনার রেফারেল। এখানে আপনার ইচ্ছামত রেফারেল কেনার সুযোগ নেই।

ডাইরেক্ট রেফারেল পেয়ে ইনকাম করার আশা করা আকাশ কুসুম কল্পনা। কারণ, পৃথিবী এখন এত এগিয়ে গেছে, ক্লাস ওয়ান এ পড়া বাচ্চাও এসব সাইটে একাউন্ট করে আয় করে। তাই, রেন্টেড রেফারেল হচ্ছে আসল উপায়। তবে এখানেই আসল ট্রিক। সবাই রেন্টেড রেফারেল ম্যানেজ করতে পারে না। আর ধরাটা খায় এখানেই। রেন্টেড রেফারেল প্রতি ৭ দিন পর পর কেনা যায়। তবে আপনি যদি ৭ দিন পর পর কিনতেই থাকেন, তবে আপনি ভুল করবেন। আপনার উচিত হবে প্রথমে ৩টি রেন্টেড রেফারেল কেনা। তারপরে তাদের থেকে প্রাপ্ত আয় ও আপনার আয় জমা করে ১টা ১টা করে ৩টাই ২৪০দিন পর্যন্ত এক্সটেনশন করে নেওয়া। এতে লাভ হচ্ছে, আপনার ৩০% পর্যন্ত টাকা বাঁচবে। যদি আপনি ৩০ দিন বা ১ মাসের জন্য একজন রেন্টেড রেফারেল কিনেন, তবে আপনাকে দিতে হবে ০.২ ডলার। আর যদি ২৪০ দিন বা ৮ মাসের জন্য কিনেন, তবে ০.২x৮=১.৬ ডলার এর পরিবর্তে আপনাকে দিতে হবে ১.১ ডলার। বাঁচবে ০.৫ ডলার প্রতি রেফারেল এ। আর এটাই পিটিসি থেকে আয় করার গোপন সূত্র। অনলাইনের কোথাও এই সূত্র পাবেন না। সবাই বলবে গণহারে রেন্টেড রেফারেল কিনতে। কিন্তু ৩০ দিন পর পর এক্সটেনশন করার টাকা আর উঠবে না, লাভের কথা না হয় বাদই দিলাম! কারণ, সব রেন্টেড রেফারেল প্রতিদিন ক্লিক করে না, এটাই স্বাভাবিক।

আপনি হয়ত ভাবছেন, ২৪০ দিন এর জন্য যে এক্সটেনশন করব, যদি কিছুদিন পরে সে ক্লিক করা বন্ধ করে দেয়?

হ্যাঁ, হতেই পারে। তবে আপনি ইচ্ছা করলে একটানা গত ৭-১০ দিন পর্যন্ত ক্লিক না করা রেফারেলদেরকে পরিবর্তন করতে পারবেন ০.০৭ ডলার দিয়ে। তবে এখানেও একটা ট্রিক আছে। আমার মতে আপনার উচিত হবে না পরিবর্তন করা। কারণ ১৫ দিন কেউ কাজ না করলে এসব সাইট ফ্রি এসব রেফারেল পরিবর্তন করে নতুন রেফারেল দিবে। তাই, অযথা এই কাজ করে টাকা নষ্ট করবেন না।

যারা একেবারেই নতুন, তাদের হয়ত মাথার উপর দিয়ে যাচ্ছে! অপেক্ষা করুন, কাজ করা শুরু করুন আর গুগল সার্চ করে আরো অনেক লেখা পড়ুন। সব বুঝতে পারবেন। তবে শুরু করাটা জরুরী। আর তার চেয়েও বেশী জরুরী নিয়মিত প্রতিদিন কাজ করা।

আর এপর্যন্তই। কোন প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট করুন। ধন্যবাদ।

পিটিসি সম্পর্কে আরো জানতে এখানে দেখতে পারেন

SUJONHERA.COM এ আপনাকে স্বাগতম।

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইন ডেসটিনি ।