
বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা বাইনারি অপশন ট্রেডিং এর সাথে খুব বেশি পরিচিত নন। বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব। বাইনারি অপশন ট্রেডিং বাংলাদেশে খুব একটা পরিচিত না। বিশ্বে বাইনারি অপশন ট্রেডিং এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। বাইনারি অপশনের সাথে ফরেক্স এর হুবহু মিল। ২ টা মার্কেটে কারেন্সি ট্রেডিং হয়। কিন্তু প্লাটফর্ম আলাদা। নিয়ম কানুন আলাদা। ফরেক্স এ যেখানে লট ভিত্তিতে কারেন্সি বাই সেল করে পিপ প্রফিট করা যায়। কিন্তু বাইনারিতে একটি নির্দিষ্ট সময় ট্রেড করে ৭০ থেকে ৯০ পারসেন্ট প্রফিট করা যায়। তবে রেগুলেটেড ব্রোকার এ আকাউন্ট করে ট্রেড করা ভাল। এনালাইসিস করে ট্রেড করলে ভাল প্রফিট করা সম্ভব। কিন্তু নিজস্ব ভাল একটা স্ট্রাটেজি বানিয়ে মানি ম্যানেজমেন্ট এর সাথে ট্রেড করলে ধারাবাহিক ভাবে প্রফিট করা সম্ভব।
বাইনারি অপশন চেয়ে আমরা ফরেক্স করতেই বেশি আগ্রহী। কিন্তু ফরেক্সে মাসের পর মাস লস করেও আমরা ফরেক্স ছাড়তে পারি না। প্রধান কারন আমরা ট্রেডাররা অনেকেই বাইনারি অপশন বুঝি না। বা বুঝলেও লস এর আশঙ্কা করি।অথচ অনেক অভিজ্ঞ ট্রেডার বাইনারি ট্রেড করেই বেশি ইনকাম করছেন। শুধু মাত্র কয়েকটি স্ট্রাটেজি ফলো করলেই আমরা বাইনারিতে সফল হতে পারি। বাইনারি ট্রেড এর কয়েকটি প্রকারভেদ
ওয়ান টাচ (২০০% থেকে ৫০০% প্রফিট)
নো টাচ (২০০% থেকে ৫০০% প্রফিট)
৬০ সেকেন্ড (৭০% থেকে ৯০% প্রফিট)
ল্যাডার (৫% থকে ১৫০০%)
বাউন্ডারি (৭০% থেকে ৯০%)
বাইনারি অপশন (৬০% থেকে ৭০% প্রফিট)
ব্রোকার ভেদে আরও অনেক ধরনের ট্রেডিং আছে।
১। ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার অগাধ জ্ঞান থাকতে হবে।
২। মাইক্রো এবং ম্যাক্রো অর্থনীতি সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।
৩। পিভট পয়েন্ট, রেঞ্জ ট্রেডিং, ফিবনক্কি, প্রাইস অ্যাকশন জানতে হবে।
৪। নিজস্ব কয়েকটি স্ট্রাটেজি বানাতে হবে এবং ডেমো তে খাটিয়ে সেগুলার কার্যকারিতা যাচাই করতে হবে।
৫। ফরেক্স এর মত এখানেও মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলতে হবে।
৬। মুল ব্যাল্যান্স এর ৩০ ভাগের ১ ভাগ এর বেশি প্রতি ট্রেড এ রিস্ক না নেয়াই ভাল।
৭। এনালাইসিস ছাড়া আন্দাজ এ ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
৮। বাইনারি অপশন এর জন্য বিশ্বস্ত ব্রোকার খুজে বের করতে হবে।
৯। ঝোঁকের মাথায় বা অধিক আত্মবিশ্বাসের সাথে কোন ট্রেড দেয়া যাবে না।
১০। ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
মার্কেটে অনেক সময় আপনি সহজে বুঝতে পারবেন না প্রাইস রাইজ হবে না ফল করবে। আবার নিয়মিত প্র্যাকটিস করলে আপনি অনেক গুলা ট্রেড করার উপযুক্ত সময় পাবেন। তবে কিছু কিছু সময় এড়িয়ে চলা উচিত। কারন এই সময় গুলো আপনাকে বার বার লস খাওয়াতে পারে।
নিউজ পাবলিশ হওয়ার কিছু আগে বা পরে বাইনারি ট্রেড করা উচিত নয়। কারন আপনার টার্গেট একটা নির্দিষ্ট সময় এ প্রফিট করা। আপনি যদি ১ পিপেটস ও প্রফিট করেন তাহলে আপনি উইন হবেন। বেশি মার্কেট ভলাটিলিটি তে লস করার সম্ভাবনা বেশি। তাই নিউজের সময় বাইনারি ট্রেড না করাই ভাল।
শুধু আমরা ট্রেডার রা না। অনেক বাইনারি ব্রোকারও CHF পেয়ার এ ট্রেড করতে দেয় না। আবার কিছু কিছু ব্রোকার CHF পেয়ার এ ট্রেড করার সুযোগ দেয়। ব্রোকার সুযোগ দিলেও CHF পেয়ার এ ট্রেড করা থেকে বিরত থাকা ভাল।
ইয়েন ক্রস পেয়ার বলতে আমরা বুঝি GBP/JPY, EUR/JPY,CAD/JPY ETC.।এই সমস্ত পেয়ার এ ট্রেড না করাই ভাল। কারন এই পেয়ার গুলা প্রচুর উঠা নামা করে। তাই আপনি একটা ট্রেড দিয়ে প্রফিট নিয়ে বের হয়ে আশার সম্ভাবনা খুব কম।
পরবর্তীতে আমরা আলোচনা করবো কখন কখন বাইনারি অপশন ট্রেড করা সুবিধাজনক।
টিউনটি সর্ব প্রথম প্রকাশিত এখানে
পরবর্তীতে বাইনারি অপশন ট্রেডিং এর সবগুলো অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আমি মিরাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কয়েক হাজার সাইট থেকে বাছাই করা,৩টা সাইট,সাইট টির ১টি বিসেশ গুন হলো আপনি রেজিস্ট্রেসান করার সাথে ১মাসের জন্য প্রিমিয়াম মেম্বারে পরিনত হবেন,আয় করতে চান ? আমার কথা গুলো মন দিয়ে পরুন … (1) viw add ০.9000ডলার হবে প্রাই, ৫মিনিট পর পর ৫=৬টা করে আবার এড দিবে , (2) PLAYadd grid ৫০টা ক্লিক করুন ২ ডলার পেতে পারেন,buxbonus এ যান 0.2000 পাবেন,(৩)microjobs এ যান দেখুন ২ডলার ১ডলার ।০.৮ করে অনেক দেয়া আছে, সাইন আপ করুন আর ইঙ্কাম করুন, 2+3 ডলার বা বেসিও হতে পারে add funds থেকে ডলার পারচেছ করেন……ফেফার কিনুন আয় বারান, http://www.bux666.com/?ref=arafinaraf R E G করার সাথে সাথে Standart মেম্বার হয়ে জাবেন । আপগ্রেড করতে মাত্র ১ডলার লাগে……। ১ ডলার হলে পে আউট করেন, ভুল হলে ক্ষমা করবেন,২য় সাইট ১কই নিয়ম, http://www.buxmega.com/?ref=arafinaraf ৩য় সাইট সুধু R E G করার পর কেপছা পুরন করুন ১০০ এড ১ ডলার http://getcaptcha.com/?ref=29352 আল্লাহ হাফেজ…