প্রতিদিন YRoo থেকে ১০ ডলার বা আরো বেশি উপার্যন করুন

প্রতিদিন YRoo   থেকে ১০ ডলার বা আরো বেশি উপার্যন করুন

এখান থেকে নতুন একাউন্ট ক্রেট করুন

অনলাইনে আয় নিয়ে আগ্রহের শেষ নেই। বিশেষ করে তরুণদের মাঝে এ নিয়ে যেন উৎকণ্ঠা বেড়েই চলেছে। কিন্তু সমস্যা বাধে এ নিয়ে তেমন কোন ধারাবাহিক বা সঠিক তথ্য সম্বলিত কোন টিউন বা বই পাওয়া যায় না বললেই চলে। আর তাই, শুরুতেই অনেক কষ্ট করতে হয় এই পেশায় নবাগতদের। এমন সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন তাহলে আজকের লিখাটি বিশেষভাবে আপনার জন্যই তৈরি। এখানে আপনি অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অতি সংক্ষেপে কিন্তু ভালভাবে জানতে পারবেন। এর পাশাপাশি আপনি কিভাবে সামনের দিকে এগুবেন সেটিও জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

তাহলে চলুন দেখি অনলাইন থেকে ব্যাবসা করে কিভাবে আয় করা যায়ঃ

অনলাইন থেকে অনেকেই বিভিন্ন ভাবে ব্যাবসা করে আয় করে থাকেন। যেমন- এর মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে। আমরা জানি এখন অনলাইনে হাত ঘড়ি থেকে শুরু করে মোবাইলও ইন্টারনেট থেকে কেন যায়। আর অনলাইনে প্রোডাক্ট বিক্রির এই ব্যাবসাকে বলা হয় ই-কমার্স বিজনেস। এছাড়াও অনলাইনের অন্যান্য ব্যাবসার মধ্যে রয়েছে- ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। এখানে, ব্লগিং হচ্ছে এমন এক ধরনের ব্যাবসা যেখানে আপনাকে আগে ভাল মানের তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং সেখানে এই তথ্য পড়ার বা জানার জন্য যখন বিভিন্ন লোকজন আপনার ওয়েবসাইটে আসতে থাকবে তখন সেখানে আপনি বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন।

যেমন ধরুন- আপনার একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি নিয়মিত বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে লিখালিখি করেন। আর আপনার এই লিখা পড়ার জন্য এক জন দুজন করে রোজ আপনার সাইটে বিভিন্ন লোক আসে, কারন আপনার লিখাগুলো মানসম্মত এবং এখান থেকে মানুষেরা উপকৃত হয়। তো এমন এক সময় আসবে যখন একজন দুইজন করতে করতে প্রচুর লোক আপনার লিখা পড়ার জন্য নিয়মিত আপনার ওয়েবসাইটে আসবে। এখন যেহেতু আপনার সাইটে প্রতিদিন অনেকেই আসেন আপনার লিখা পড়ার জন্য তাই আপনি ভাবলেন, ” আচ্ছা যেহেতু অনেকেই আমার সাইটে আসে প্রতিদিন তাই আমি যদি শিখা বিষয়ক আমার একটি বই বা কোন পণ্যের বিজ্ঞাপন আমার লিখার সাথে দিয়ে দেই তাহলে তো কিছু বিক্রি করা সম্ভব! ” হ্যাঁ, যেই কথা সেই কাজ, আপনি আপনার লিখার পাশাপাশি কোন পণ্যের বিজ্ঞাপন দিয়ে দিলেন। ব্যাস এতে করে ওই বিজ্ঞাপন থেকে আপনার কিছু আয়ও হয়ে যাবে। মূলত এই থিমকে কাজে লাগিয়েই গোটা পৃথিবীতে কোটি কোটি টাকার ব্লগিং মার্কেট গড়ে উঠেছে।
এবার দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে কিভাবে ব্যাবসা করা যায় অনলাইনে-

ধরুন আপনার জ্বর আসল। আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে দেখে বললেন অমুক হাসপাতাল থেকে আপনাকে এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসতে হবে। এখন, ভাবুন তো, ডাক্তার আপনাকে অমুক হাসপাতালের কথা কেন বললেন? টেস্ট তো যে কোন হাসপাতাল থেকেই করানো যেত! হ্যাঁ, ডাক্তার আপনাকে অমুক হাসপাতালের কথা এই জন্যই বলেছেন কারন সেই হাসপাতাল থেকে টেস্ট করালে আপনার টেস্ট এ যা টাকা আপনি হাসপাতালকে দিবেন তার কিছু অংশ ওই ডাক্তার পাবেন। এর মানে হচ্ছে ডাক্তার ওই হাসপাতালের একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেছেন। ঠিক এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এখানে, আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য অনলাইনে প্রচার চালিয়ে বিক্রি করে দিতে হয়। প্রতি বিক্রিতে ওই কোম্পানি আপনাকে কিছু কমিশন দেয়।
এইভাবে ব্যবসা করেও অনেকে অনলাইন থেকে উপার্জন করছেন।

এখান থেকে নতুন একাউন্ট ক্রেট করুন

টাকা উঠানোর শর্তও খুব সহজ,৮ ডলার জমা হলেই টাকা পাওয়া যায়।

  • এর অর্থ দিনে ৮ ডলার আয় হলেই টাকা উঠানোর জন্য অপেক্ষা করতে হয় না।
  • আপিন আপনার  paypal দিয়ে টাকা আপনার হাতে আনেত পারেন।

যদি আপনাদের ভাল লাগে তাহলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন

Level 0

আমি রাফসান হাবীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের জন্য সহজেই বেশি পরিমাণ আয় করার পিটিসি সাইট- http://www.clicknbux.com/?ref=aminatikah

সাইটি ইন্সট্যান্ট পেমেন্ট করে। দৃঢ় ইচ্ছা থাকলে আপনি এখান থেকে সহজেই মাসে ১০০-৩০০ ডলার ইনকাম করতে পারবেন।

    আমার মতে একটা সাইট আছে জা আপনি প্রতিদিন সুধু এড দেখে ১৪ডলার ইঙ্কাম করতে পারেন…কথাটা অবাস্তবের মত কিন্তু সত্যি , প্রতি এডের জন্য ২সেন্ট ১০সেন্টে ১ডলার আপনি অনেক এড পাবেন , আমার কথা বিসশাস না হলে এক বার সাইট টিতে গুরে দেখে আসুন… এই হল ঠিকানা…http://www.buxproof.com/?ref=arafinaraf যেনে শুনে তারপর মন্তব্ব করুন সমসসা নাই…। আরেকটা কথা ২দিনে আপনার ৪০ডলার প্রাই হয়ে যাবে ঠিক তখনি আপনি add fundes থেকে ডলার পারচেছ করিয়ে নিন…এখন আপনি রেফার কিনতে পারেন অথবা আপনি পে আউট করতে পারেন।।

      ভুয়া সাইট পে করে না। আর কমেন্টে এসে রেফার ভিক্ষা করা বাদ দিন।

      @রাফিন আরা vai upni ki paid paisen paile ektu screen shoot dan to akhane dekhi

good tune

eta kiser site !! esb aje baje tune ase ktha theke

বিট কয়েন সম্পর্কিত আয় নিয়ে টিউন করেছিলাম এখানে
https://www.techtunes.io/freelancing/tune-id/344775

বুঝিনা টিটি মোডারেটরা কি ঘুমায়

সরি ভাই আমার এক্টু ভুল হইছে তবে দুই এক দিনের ভিতর আপ্নারা যেনো সবাই কাজ বুঝতে পারেন তাই ভিডিও সহ টিইন করবো

তাহলে তাই করেন