ফ্রী বিটকয়েন আয়ের সকল পদ্ধতি

বিটকয়েন কি? কেন ও বিটকয়েনের কাজ কি এই নিয়ে টেকটিউনসে আগেও অনেক টিউন হয়েছে। কিন্তু খুব সহজেই ক্যাপচা পূরণের মাধ্যমে কিভাবে বিটকয়েন আয় করা যায় আমি আজকে আপনাদের দেখাবো।

শুরুতে একটু বিটকয়েন সম্পর্কে ধারনা দেওয়া ভালো। বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অবিহিত করেন। এ ক্ষেত্রে সকল বিটকয়েন ব্যবহারকারি নিজ নিজ বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস ব্যবহার করে বিটকয়েন লেনদেন করে থাকেন। মাত্র ২৪ ডলার দিয়ে বিটকয়েন কিনে ৫ লাখ ইউরোর মালিক হয়ে যাওয়া নিয়ে ডিডাব্লিওর একটি মজার আর্টিকেল পড়ে আসতে পারেন এই লিঙ্ক থেকে।  🙄

বিটকয়েন লগো

কিভাবে আপনি বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস পাবেন?

বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস পাওয়ার জন্যে বর্তমানে বিভিন্ন ধরনের সাইট আছে যারা আপনাকে বিটকয়েন লেনদেনের জন্যে বিটকয়েন ওয়ালেট খোলার সুযোগ দিয়ে থাকে। এমনই একটি সাইট হলো কয়েনবেস। আপনি এখানে ক্লিক করে আপনার নাম এবং ইমেইল আইডি ব্যবহার করে কয়েনবেসে আপনার জন্যে একটি বিটকয়েন ওয়ালেট খুলে ফেলতে পারেন। অ্যাকাউন্ট খুলার পর অ্যাকাউন্টি ব্যবহার করার জন্যে আপনাকে অবশ্যই ইমেইল আইডি ও মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। যদি আপনার আগে থেকেই বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস থেকে থাকে তাহলে সরাসরি নিচের ধাপে চলে আসুন।

বিটকয়েন আয় - আসলে অনেক সাইট আছে যারা আপনাকে তাদের সাইটের অ্যাড দেখার বিনিময়ে আপনাকে বিটকয়েন দিয়ে থাকে। এইসব সাইটে গিয়ে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে ক্যাপচা পূরণের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন আয় করতে পারেন। আমি এখন আমার দেখা সবচেয়ে নির্ভরযোগ্য কিছু সাইটের কথা এখানে আলোচনা করবো 😀

প্রথমেই বলতে হয় গোল্ডস-ডে সাইটটি সম্পর্কে, প্রথমে সাইটটি ওপেন করুন। এরপর বিটকয়েন অ্যাড্রেসে আপনার বিটকয়েন আড্রেসটি পেস্ট করে স্পিন করুন। ভাগ্য ভালো থাকলে আপনি জ্যাকপটও পেয়ে যেতে পারেন এখানে  😆
স্পিন শেষ হলে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই আপনার ইপে.ইনফো অ্যাকাউন্টে সাথে সাথেই বিটকয়েন জমা হয়ে যাবে। একবার বিটকয়েন পাওয়ার ১০মিনিট পর আবার স্পিন করে বিটকয়েন পাওয়া যাবে এখানে।

গোল্ডস-ডে

এই ধরনের স্পিন করে বিটকয়েন পাওয়ার অন্য একটি সাইট হলো স্টারসবিট

স্টারসবিট

স্পিন করার আরও একটি সাইট হলো ফ্রীবিটকয়েন.ওআরজি ।

ফ্রীবিটকয়েন.ওআরজি

 

এছাড়াও বিটকয়েন অ্যাড্রেস দিয়ে স্ক্যার্চ করার পর ক্যাপচা পূরণ করে বিটকয়েন আয়ের একটি সাইট হলো কয়েনকালেক্ট ।

কালেক্টকয়েন

বিটকয়েন আড্রেস দিয়ে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই পেয়ে যাবেন আপনার বিটকয়েন Crownfaucet সাইটটি থেকে।

Crownfaucet

ক্যাপচা পূরণ করে বিটকয়েন পাওয়ার অন্য একটি কিছু সাইট Coinfaucet ।

coinfaucet

Goldfaucet থেকেও ক্যাপচা পূরণ করে ১০ মিনিট পর পর বিটকয়েন পাওয়া যাবে।

Goldfaucet

DreamFaucet থেকে ক্যাপচা পূরণ করে বিটকয়েন আয় করা যায়।

DreamFaucet

এই ধরনের আরও কিছু জনপ্রিয় সাইট আছে যেমন,  freecryptocoin SpinandwinonlinemilionsatoshiSurprizes ।
এইসব সাইট থেকে বিটকয়েন ক্লেইম করার পর তা আপনার ইপে.ইনফো সাইটের অ্যাকাউন্টে জমা হবে এবং ১৩০০০ Satoshi হলেই ১ সপ্তাহের মধ্যেই আপনার বিটকয়েন আপনার ওয়ালেটে চলে আসবে। 🙂

CoinAd সাইটে রেজিস্ট্রেশান করে প্রতিদিন নির্দিষ্ট কিছু অ্যাড ক্লিক করে বিটকয়েন পাওয়া যায়।

 

 

 

 

এ ছাড়াও ল্যান্ড অফ বিটকয়েন সাইটের ইন্সট্যান্ট রেজিস্ট্রেশান করে অসংখ্য সাইট পাওয়া যাবে যে সব সাইটে ক্যাপচা পূরণ অথবা অ্যাড ক্লিক করার মাধ্যমে বিটকয়েন আয় করা যাবে।

ল্যান্ড অফ বিটকয়েন

 

ল্যান্ড অফ বিটকয়েন

বিটকয়েন তো অনেক আয় করলেন, এখন বিটকয়েনের টাকা হাতে পাবেন কি করে? বিটকয়েন আপনার কয়েনবেস অ্যাকাউন্টে জমা হয়ে গেলে আপনি সরাসরি নেটেলারে আপনার বিটকয়েন ডিপোজিট করতে পারবেন।

বিটকয়েন ডিপোজিট

এ ছাড়াও আপনি বিটকয়েন দিয়ে ভার্চুয়াল অনেক কিছুই কিনতে পারবেন যেমন ডোমেইন, হোস্টিং সার্ভার, গুগুল প্লে প্রোডাক্ট ইত্যাদি।

আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো।

ভালো থাকবেন।  🙂

Level 0

আমি প্রীতম বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা কম্পিউটারে কয়টা আইডি খোলা যাবে

আইডি খোলার তো কোন লিমিট নেই 🙂

    Level New

    limited only 1account for 1pc

ভাইয়া কাজটা কি মোবাইল দিয়ে করা যাবে?

    আমি কখনো মোবাইল থেকে চেষ্টা করি নাই, তবে মোবাইলের গুগুল ক্রোম বা ইউসি ব্রাওজার দিয়ে চেষ্টা করে দেখতে পারেন 🙂

আজ আমার জীবনের একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। আমি অনলাইন আর্নের সাথে জড়িত প্রায় ৬-৭ বছর। কিন্তু এমন ঘটনা কখনো হয়নি।

আজ টেকটিউনস-এ পিটিসি নিয়ে একটি পোষ্ট হয়েছিল সেখানে সাইটের বর্ণনা দেওয়া ছিল এইরূপঃ প্রতিদিন ১ ডলার ইনকাম করা যায় ২০টি এ্যাড দেখে এবং ২ ডলার হলে ক্যাশআউট করা যায়। ভাবলাম এইরকম ভাওতাবাজি বহুত দেখছি সব ভোগাবাজি। আবার ভাবলাম ২ ডলার হতে যেহেতু ২দিন লাগে তাহলে দুই সময় নষ্ট করে দেখি কি হয়। ক্যাশআউট না করলে কাজ করবো না।

কিন্তু আমি সাইটে জয়েন করে ২০টির মত এ্যাড ক্লিক করে ২.১২৫০ ডলার হয়। আমি একটু চিন্তায় পড়ে গেলাম ভাবলাম বলা ছিল ১ দিনে ১ ডলার হয় আমার দেখি ২.১২৫০ ডলার হয়েছে। পরে ভাবলাম ২ ডলার যেহেতু হয়েছে ক্যাশআউট করে দেখি এবং ক্যাশআউট রিকোইস্ট করি। বিশ্বাস করবেন কিনা জানিনা ১০ মিনিটের মধ্যে তারা পেমেন্ট করে দিল।

কেউ আমারে মাইরালা ……………………….

সাইটে জয়েন করুন আর আজই ক্যাশআউট করুন- http://www.clicknbux.com/?ref=aminatikah

বিঃ দ্রঃ সাইটি একেবারে নতুন, তাদের অফার চলছে প্রথম ৫০০০ জন প্রিমিয়াম মেম্বার হিসাবে থাকবে।

ভাই আগে হাগু করে আসেন 😀 😀 @ https://www.techtunes.io/tuner/aatikah

kaka valo post

আমিনুর ইসলাম ভাই টেকটিউনস ভাওতাভাজির জায়গা না। নিজের রেফারেল বাড়ানোর জন্য ভালো গল্প তৈরী করেছেন।
প্রীতম বিশ্বাস ভাই ইপে থেকে ক্যাশআউট কিভাবে করব। আপনি যে সব সাইট দিলেন তাতে ক্যাপচা পূরণ করে visit করলে ইপে তে বিট জমা হয়। coinbase তে হয় না কেন????
আর ইপে তে একটা prossege বার দেখলাম ঔটা কিসের …..
আপনাকে ধন্যবাদ পোষ্টের জন্য

    প্রিন্স@ ভাইজান ভালো করে চেক না করেই ভাওতাবাজির গপ্পো বলে ফেললেন? আমি পোস্টেই বলছি ৫৮০০ Satoshi আপনার ইপে আকাউন্টে জমা হলেই এক সপ্তাহের মধ্যে আপনি আপনার কয়েনবেইস আকাউন্টে ক্যাশআউট হবে, ইপে এইসব Faucet এর ওনার ইপে, তাই ইপে তে জমা হয় । ভাই এমন অনেক সাইট আছে, microwallet লিখে গুগুলে একটা সার্চ করেন, দেখেন ওদের অনেক Faucet আছে। ওইসব সাইট থেকে Satoshi প্রথমে microwallet এ জমা হবে এবং নির্দিষ্ট Satoshi হলেই আপনার বিটকয়েন ওয়ালেটে জমা হবে , এটাই নিয়ম।

      ১৩০০০ Satoshi হবে ৫৮০০ নয় ভাই দুঃখিত, আর আপনি দয়া করে btcsatoshi.com সাইট টা চেক করুন বিটকয়েনের হিসাবপত্র চেক করতে 🙂

আর ভাইয়া 1 bit= কত sotoshi
আর 1btc = কত bit

    Level New

    epay te apnar coinbase address ta bosiye registration kre nin @ইনোসেন্ট প্রিন্স

Level New

epay te apnar coinbase address ta bosiye registration kre nin @ইনোসেন্ট প্রিন্স

ইনোসেন্ট প্রিন্স ভাই হাত দিয়ে ইশারা দিয়ে চাঁদ দেখালে কেউ চাঁদ দেখে কেউ দেখে হাতের আঙ্গুল। টেকটিউনে আমি ভাওতাবাজি করতে আসিনি, আমি যা সত্যি তাই শেয়ার করেছি।

আর আমার দ্বারা কারো যদি আয় করার সুযোগ হয় তাহলে রেফারেল পাওয়ার হকদার। আমি তো কাউকে জোর করছি না, যার ভালো লাগবে এবং আয় করতে পারবে সে যদি সন্তুষ্ট হয়ে আমার রেফারেল হয় তাতে কি কোন ক্ষতি আছে?

    LoL তো হকারের মত সব কমেন্টে এরকম চিল্লাইয়ে বেড়াচ্ছেন ক্যান?

Level 2

পিটিসি সাইটের রাজা
> http://goo.gl/76MQRy
> http://goo.gl/vgPzUn

PTC এর বস http://www.neobux.com/?r=arfilv এখানে ১৫ দিন টানা কাজ করার পর আপনি আপনার আয়
অনেকটা বাড়াতে পারবেন। ইচ্ছা থাকলে জয়েন করে কাজ করেন এর ১৫ দিন পর ও যদি কাজ করার আগ্রহ থাকে তবে আমাকে ইমেইল করেন হেল্প করব। [email protected]

Hi friends,
If you want to earn free bitcoin , you can go to the site here you find best bitcoin earning sites and video tutorials how to work:
http://www.jlbtcptc.com