রিভিনিউহিট ফেক নাকি সত্যি!!!! প্রমাণ সহ

আসসলামু আলাইকুম,

টেকটিউনস অনেক টিউন দেখলাম রিভিনিউহিট নিয়া। জানি না কে কতটুকু সফল হয়েছেন? আজ দেখবে এই এড কোম্পানী কতটুকু সাফল্য এনে দেয়। তাছাড়া টেকটিউনস দেখলাম এটা নাকি এডসেন্স চেয়ে সেরা। আজ আপনারা প্রমাণ করবেন রিভিনিউহিট ফেক নাকি এডসেন্স চেয়ে বেটার।

এডসেন্স সাথে তাদের কেমন মিল:

১। আমাদেরকে ইউনিক কন্টেন্ট, ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে 134 টা শর্ত  মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয়। যদি গুগলের দয়া হয় তাহলে আমাদের বা আমাকে এডসেন্স দেয়।

কিন্তু রিভিনিউ হিট এসব লাগে না।

২। এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে। রিভিনিউহিট  একই কাজের জন্য পে করে।

৩। এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না। রিভিনিউহিট সবকিছুই সাপোর্ট করে।

৪। এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর এপ্লাই করতে। রিভিনিউহিট নতুন সাইট বা যে কোন ব্লগসাইট বা ওয়েবসাইটে 30 সেকেন্ড মধ্যে এপ্রুভ করে।

৫। এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। রিভিনিউহিট চেক, পেপাল, পেওনার মাস্টার কার্ড, ব্যাংক ওয়ার সাপোর্ট করে।

৬। এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে, রিভিনিউহিট ২০ ডলার হলে উইথড্র করতে পারবে।

৭। এডসেন্স পিন বা ঠিকানা যাচাইয়ের জন্য 45-60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, রিভিনিউহিট এসব কিছুই নাই।

৮। এডসেন্স আনভেলিড ক্লিকের বন্ধ করে দে, রিভিনিউহিট করে না।

৯। এডসেন্স আনভেলিড বা ফেক ভিজিটর এর জন্য টাকা পে করে না, রিভিনিউহিট পে করে।

১০। এডসেন্স ভূল খুজে আপনার একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য, রিভিনিউহিট করে না।

১১। এডসেন্স রিভিনিউ শেয়ার 68%, রিভিনিউহিট রিভিনিউ শেয়ার 75%।

১২। এডসেন্স পাশাপাশি অন্য কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ, রিভিনিউহিট ব্যবহার করার অনুমতি আছে।

১৩। এডসেন্স পেমেন্ট করে 23-30 তারিখে মধ্যে, রিভিনিউহিট যে কোন সময় পেমেন্ট করে যদি ২০ ডলার থাকে।

১৪। এডসেন্স এড সাইজ অনুযায়ী রিভিনিউহিট এডস সাইজ আছে।

আমার এই সপ্তাহের Daily স্টেটমেন্ট

 

পেমেন্ট প্রুফ

 

এইবার আপনি ভেবে দেখুন  রিভিনিউহিট ফেক নাকি সত্যি।

 

কিভাবে জয়েন বা একাউন্ট করবেন।

প্রথমে রিভিনিউহিট ক্লিক করে বা চিত্রে ক্লিক করুন। নিচে এই রকম ছবি আসবে, এবং  Join Now বাটনে ক্লিক করুন

ক্লিক করার পর একটা ফরম আছে, আপনার নিজের তথ্যগুলো দেন যেমন আপনার নাম, সাইটের নাম, সাইটের ঠিকানা, সাইটের ধরণ, সাইটের বিষয় কি? এরপর  NEXT Step বাটন ক্লিক করুন

এরপর আপনার পছন্দমতো ইউজার নেম, শক্তিশালী পার্সওয়ার্ড, ইমেইল টিকানা, অংক পূরণ, মোবাইল নাম্বার দিয়ে Accept ক্লিক করে Submit ক্লিক করুন।

 

এরপর আপনাকে বলবে ইমেইলে গিয়ে ভেরিফিকেশন করার জন্য।

তাহলে দেরী না করে, ইমেইল ভেরিফিকেশন করে ফেলুন।

ইমেইল ভেরিফিকেশন করার পর লগইন করুন।

 

আপনার Dashboard ঢুকার পর Placement ক্লিক করুন এবং New Placement ক্লিক করুন।

 

New Placement ক্লিক করার সাথে সাথে একটা মেনু আসবে:

 

আপনার পছন্দের এডস সিস্টেম নিয়ে নেন এবং আপনার সাইটে এডস বসিয়ে নেন। বাকীটা আপনার পারবেন কারণ এর আগেও আপনার বিভিন্ন এডস কোম্পানী এডস ব্যবহার করেছেন। শুরু করুন আপনার কষ্টে বানানো ওয়েবসাইটের ইনকাম।

Level 0

আমি mazbah11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ব্যবহার করছি, সত্যিই এডসেন্স এর চেয়ে অসাধারণ। পরিপূর্ণ বিশাল টিউনস করার জন্য।

vi bangla site ki approve kore?

    Level 0

    জি , সব ধরণের ভাষার সাইট সাপোর্ট করে।

সুবিশাল পার্থক্য বিবরন সমেত দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার বক্তব্য একদম সঠিক। আমিও রিভিনিউহিট-এর এ্যড ব্যবহার করি, এরা সত্যিই ভালো পেমেন্ট দেয়।

    Level 0

    আপনাকে ধন্যবাদ। কন্টেন্ট লেখা স্বার্থক হয়েছে।

    Level 0

    জ্বি সত্যি কাজ করে।

কত হলে পেমেন্টে উইথড্র করা যায়?

    Level 0

    20 ডলার হলেই উইড্র করা যায়।

Level New

virus attack kre ad gulu……so don’t use.

Level 0

কেরে, আন্নে কি আন্নে এডস ক্লিক করে বুঝি ভাই

যা দেখলাম তাতে এটা বলতেই হয় যে এডসেন্সের থেকে ভালো। এটা আমার মত, টিউনার ভাই কি বলেন

    Level 0

    জ্বি ভাই, এডসেন্স থেকে অনেক ভালো।

ভাই আপনার যে হারে ইম্প্রেশন আর ক্লিক দেখতাছি দিনে , আপনি গুগল এডসেন্স ইউজ করলে এর থেকে ৩ ডাবল আয় হবে।সিয়োর।আর এটা যদি ডাউনলোড সাইট হয়ে থাকে তাহলে রিভিনিউহিট ঠিক আছে।আপনার সাইট কোন টপিক্সের উপর সেটা জানার আগ্রহ প্রকাশ করলাম….আর টিউনটির জন্য অনেক ধন্যবাদ।আশা করি যারা গুগল এডসেন্স পাচ্ছেন না তাদের কাজে আসবে

    Level 0

    গুগলো ৩ গুণ আয় হবে সেটা ঠিক আছে কিন্তু আমাকে যে বিনা কারণে ব্যান করে, সেটাই তো মুশকিল।

Vai apnar website er address ta ektu janaben kindly..

Level 2

ভাই আমি রেজিষ্ট্রেশন করেছি। এ্যাডসেন্স-এ যেভাবে এ্যাড কোড সেট করি ঠিক একই ভাবে রেভিনিউহিটস্ এর এ্যাড সেট করেছি, কিন্তু আমার সাইট-এ কোন এ্যাড দেখতে পাচ্ছি না।কারণটা বুঝতে পারছিনা। একটু সাহায্য করবেন?

পেমেন্ট প্রুফটা তো মনে হচ্ছে আপনার নই। তাছাড়া এই সাইটটি কতদিন চলবে কে জানে?? অামার তো মনে হয় এর হতে ইনফোলিংক কিংবা ইয়ালিক্স মিডিয়া ব্যবহার করাটা শ্রেয়।-ধন্যবাদ

ভাই, এটাকি এডসেন্স এর পাশাপাশি ব্যবহার করা যায়?

    Level 0

    অন্যান্য এডস কোম্পানীর পাশাপাশি ব্যবহার করা যায় কিন্তু এডসেন্স এর ক্ষেত্রে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না। তবে প্রথম আলো’র পত্রিকায় এডসেন্স পাশাপাশি অনেক কোম্পানীর এডস সহ নিজের এডস বসাতে দেখছি।

ভাই আমি কিছুদিন হল http://24banglanewssite.blogspot.com/ এই সাইটটি করেছি।
আমি এখানে রিভিনিউ এর এড ও বসিয়েছি । সাইট টির ভিজিটর বাড়ানো ও আয় কিভাবে
বাড়ানো যায় যদি একটু পরামর্শ দেন তবে আমার অনেক উপকার হয়।
[email protected] এই টা আমার ইমেল ।