বিট কয়েন আয় করুন, আয়ের অর্থ মোবাইলে রিচার্জ করুন এবং বিট কয়েন সাইট সম্পর্কে আরো কিছু স্পেশাল রিভিউ!!

সুপ্রিয় টেকটিউনস কমিউনীটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।  আজকের টিউনে আপনাদেরকে  অন্য বিষয় নিয়ে আলোচনা করব যা টিউনের শিরোনামে উল্লেখ করেছি।  যাইহোক আলোচনার সার সংক্ষেপ হচ্ছে- বিট কয়েন সাইট, বিট কয়েন সাইট হতে আয় এবং বিট কয়েনের টাকা নিজের মোবাইলে রিচার্জ করা।

বিট কয়েন সাইট ও বিট কয়েন আয়

আসলে বিট কয়েন কি,বিট কয়েন কিভাবে আয় করা যায় এবং বিট কয়েনের আয়কে  কিভাবে পেইজাতে কিংবা ব্যাংক ফান্ডে যোগ করবেন  তা পূর্বে টিটিতে আমি ব্যাখ্যামূলক টিউন করেছিলাম। এমনিতে বিট কয়েন অনেকটা পূরাতন বিষয়, এই বিষয়টার সাথে সম্প্রতি কম-বেশী অনেকেই পরিচিত। সুতরাং এই বিষয়ে নতুন করে রিপিট করতে চাচ্ছি না। যারা টিউনগুলো দেখতে মিস করেছেন তারা নিম্নোক্ত লিংক গুলোতে ক্লিক করলেই রিভিউ পাবেন।

 

জ্ঞাতব্য বিষয়:

১। বিট কয়েন আয়ের শুধুমাত্র ২ টি সাইটের লিংক আপনাদের সাথে শেয়ার করেছিলাম।  কারন, সাইট দুটি ট্রাস্টেড, ইউজার রেটিং সবচেয়ে বেশী এবং নিজে কাজের পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে টিউনটি পাবলিশ করি।

২। এর পরেও বেশ কিছু সাইট আছে যেখানে বিট কয়েন আয় করা যায়। কিন্তু সেই গুলো কতটুকু ট্রাস্টেড তা নিজেও জানি না। অবশ্য নিজে বেশ কিছু সাইট পর্যবেক্ষনে আছি। রিভিউ ভাল পেলে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।

৩। টিটিতে অনেকেরই দেখছি বিশেষ করে নবীন টিউনারেরা বিট কয়েন সাইটের একাধিক লিংক শেয়ার করছেন। কিন্তু তাদের প্রেরিত ঐ সাইটগুলো কতটুকু কার্যকর তা প্রশ্নবিদ্ধ! কারন অনেকেই নিজের রেফারেল সংগ্রহ করাতে ব্যস্ত, আবার যে সব পেমেন্ট প্রুফ দেখাচ্ছেন তা নিজে এডিট করা কিংবা তৈরি করেছেন।

৪। কথা হল রেফারেল সংগ্রহ করুন তাতে কোন দোষ দেখছিনা। কিন্তু অযথা ভূয়া সাইট শেয়ার করে অন্যকে ভোগান্তিতে ফেলানো নিশ্চয় দোষের! সুতরাং যারা অনুগ্রহ করে নিজে কাজের মান, প্রুফ, পর্যবেক্ষন করে সাইট গুলো শেয়ার করার অনুরোধ রাখছি।

৫। যেমন: টিটিতে ইচ্ছা করলে আমিও হয়ত পর্যবেক্ষণ না করে অনেক লিংক শেয়ার করতে পারতাম। তাতে একদিকে টিটির নীতিমালা পরিপন্থি হত অপরদিকে অনেক টিউনার/টিউমেন্টকারীরা আমাকে গালি দিবেন কিংবা ভাবতে থাকবেন ফেরীওয়ালা একজন  স্ক্যামার! ঠকবাজ আরো কত কি!!

৬। বিট কয়েন সম্পর্কে টিটিতে প্রকাশিত আমার  টিউনগুলো অনেকেই বিভিন্ন ব্লগ সাইটে হুবুহু কপি করে নিজের নামে চালিয়েছেন। যা তাদের টিউন ও চিত্র গুলো দেখলেই ভেরিফাই সম্ভব।

কিভাবে বিট কয়েন হতে হতে আয় বৃদ্ধি করবেন?

আপনি যেখানেই কাজ করুন না কেন আপনাকে দেখতে হবে প্রথমত সাইটটি কতটুকু ট্রাস্টেড। সেখানে নিয়মিত কাজ করতে হবে যেমন: ক্যাপচা, রেফারেল, লটারী, রিভিউ ইত্যাদি। তারপরেও হয়ত আরো কিছু সাইট আছে যে বিষয়গুলো উপরের পয়েন্টে উল্লেখ করেছি। সেখানে আপনি কাজ করলে নিজ দ্বায়িত্বে করবেন। তবে আমার অভিজ্ঞাতে বলছি- নিয়মিত কাজ ও রিভিউয়ের মাধ্যমে কাজ করলে আশানুরুপ ফল পাওয়া যায়। তাছাড়া অনেক পিটিসি সাইট হতে বোধ হয় এখানে কাজ করাটা ইজি। তার কিছু কারন আছে-

১। পিটিসি সাইটে যারা কাজ করেন তাদেরও নিয়মিত ক্লিক করতে হয়। সেখানে দেখা যাচ্ছে মিনিমাম ২৫ টি এডে ক্লিক করতে  প্রায় ১৩ মিনিট সময় পার করতে হয়। কিন্তু বিট কয়েন সাইটে শুধু ক্যাপচা পূরন করতেই ১ মিনিটের কম সময় লাগে।

২। পিটিসি সাইটে কাজ করতে ইন্টারনেটের ব্যান্ডউইথ ও এমবির অপচয় ঘটে অ্যাডে ক্লিক করতে একের পর এক বিজ্ঞাপন ও লিংক। কিন্তু বিট কয়েন সাইটে অতটা নই।

৩। এই ভাবে যারা একের অধিক পিটিসি সাইটে কাজ করছেন নিশ্চয় তাদের প্রতিদিন ৩০-১ ঘন্টা সময় দিতে হয়। কিন্তু আপনি যদি একাধিক বিট কয়েন সাইটেও কাজ করেন তাহলে বোধ হয় ১০ মিনিটের বেশী সময় ব্যয় হবে না।

৪। পিটিসি সাইটে প্রতিদিনে একবারই কাজ করা যায়। কিন্তু বিট কয়েন সাইটে প্রতি মিনিট, ঘন্টা, যখন ইচ্ছা তখন কাজ করতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পিটিসি হতে বেশী বিট/পয়েন্ট অর্জন করা সম্ভব।

৫। অনেকে বলবেন পিটিসি সাইটে রেফারেলের মাধ্যমে ইনকাম বেশী বৃদ্ধি করা যায়। আরে বাবা, সেটা বিট কয়েন সাইটেও। তাহলে এবার পরিমাপ করুন সময় সাশ্রয় ও বেশী বিট কোথা হতে পাচ্ছেন??

দৃষ্টি আকর্ষণ

আপনারা কিন্তু এই কথা ভেবে ভূল করবেন না যেন, আমি ইনকামের জন্য আপনাদেরকে অন্য সাইটের প্রমোট করছি। সোজা কথা হল এবং আবারো রিপিট করছি আপনাকে ভাল ইনকামে আত্ন বিশ্বাসী হতে হলে সর্বপ্রথম ফ্রিল্যান্স যেমন ওডেস্ক, ইল্যান্স, ফাইভবার সম্পর্কে জানতে হবে, শিখতে হবে ও কাজ শুরু করতে হবে। অবশ্য বর্তমানে নতুন একটি সিস্টেম যোগ হয়েছে তা হল ইংরাজী ব্লগিং। হ্যা এখানে যদি নিজে ক্যারিয়ার শুরু করতে পারেন তাহলে অ্যাডসেন্স কিংবা অন্য কোন পাবলিশারের মাধ্যমে ভাল আয়ের পথ খুজে পাবেন। একটি কথা অবশ্যই মনে রাখবেন দুনিয়াতে কোন ইনকামের পথ অতটা সোজা নই। এখানে আপনাকে কঠোর পরিশ্রম, আত্নত্যাগ করতে হবে।  অপরদিকে আপনি যতই পিটিসি ও বিট কয়েন সাইটে আয় করুন না কেন তা ব্লগ কিংবা ফ্রিল্যান্স সাইটের সমকক্ষ হতে পারবে না। অবশ্য যাদের ফ্রিল্যান্স সম্পর্কে কোন ধারনা নাই, কিন্তু নিয়মিত নেট ব্রাউজিং করেন সেখানে হয়ত পিটিসি কিংবা বিট কয়েন সাইটে কাজ করে মামুলি কিছু আয় করতে পারবনে যা নেটের খরচ জুগাবে।

আপনার বিট কয়েন আয়কে মোবাইলে রিচার্জ করুন

শিরোনাম দেখে নিশ্চয় চমকে উঠলেন! হ্যা এবার আপনিও আপনার বিট কয়েন আয়কে মোবাইলে রিচার্জ করতে পারবেন। আসলে সম্প্রতি বেশ কয়েকটি সাইট এই সুবিধা যোগ করেছে। তার মধ্যে এমন একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাব যারা বাংলাদেশকে সাপোর্ট করছে যেখানে আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন। অবশ্য আপনি সেখানে সর্বনিম্ন বিশেষ করে রবিতে ১০ টাকা রিচার্জ করতে পারবেন।

বাংলাদেশের যে সকল মোবাইল অপারেটর সাপোর্ট করছে

  • গ্রামীনফোন
  • এয়ারটেল
  • সিটিসেল
  • টেলিটক
  • রবি
  • বাংলালিংক

কাজের প্রক্রিয়া:

১। প্রথমে এই লিংকে ক্লিক করুন এখানে এবং সেই সাথে নতুন ট্যাব ওপেন করে কয়েন বেইজ সাইটে লগইন করুন

২। এবার বাম পাশের প্যানেল হতে Supported Country হতে Bangladesh নির্বাচন করুন > যে  কোন একটি অপারেটর লোগে নির্বাচন করুন যেমন: রবি

৩। নতুন একটি প্যানেল ওপেন হবে > সেখানে কত টাকা রিচার্জ  করতে চান তা সিলেক্ট করুন > অতপর ডানপাশে আপনার মোবাইল নং ও ইমেইল ঠিকানা  ইনপুট করে চেক বাটনে ক্লিক করুন

৪। এর পর একটি অর্ডার কনফারমেশন আসবে সেখানে বিট কয়েন সংখ্যা এবং বিট কয়েন এড্রেস দেওয়া হবে। সেই ঠিকানাতে আপনাকে বিট কয়েন সেন্ড করতে হবে। সুতরাং প্রেরিত ঠিকানাটি কপি করুন

৫। এবার কয়েন বেইজ সাইটে যান> সেখানে সেন্ড অংশে প্রেরিত বিট কয়েনের পরিমান এবং ঠিকানা উল্লেখ করে সেন্ড করুন। প্রায় ১ মিনিটের মধ্যই আপনার মোবাইলে রিচার্জ পেয়ে যাবেন। এবং সেই সাথে মোবাইলে ও মেইল বার্তা পাবেন।

ক।

খ।

পরিশেষে আরেকটি কথা নিশ্চিত হয়ে যাবতীয় ডাটা/তথ্য ইনপুট করবেন। এবং প্রাথমিকভাবে রিচার্জ করতে গিয়ে সবচেয়ে ছোট এমাউন্ট সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যাইহোক অনেকেই আসলে দুশ্চিন্তাতে ছিলেন বিট কয়েনকে কোথায় কিভাবে কাজে লাগাবেন! অপরদিকে আমি একটি টিউনে বলেছিলাম পেইজাতে কনভার্ট করা যাবে কিন্তু সেখানে একাউন্টে প্রায় ৫০ ডলারের মত হতে হবে। কিন্তু যারা অল্প পরিমানে আয় করেছেন তারা অন্তত হলেও মোবাইল খরচটা মিটাতে পারছেন যা অনেকটা সাধে ঘোল মিটানোর মত। আসল কথা  কয়েন বেইজ সাইটে আপনার আপনার বিট কয়েন এমাউন্টের পরিমান যদি ০.৮০ ডলারের মত হয় তাহলেই মোবাইলে রিচার্জ করতে পারবেন। আমি নিজেই গতকালকে প্রায় ১০ ডলারের মত বিভিন্ন অপারেটরে রিচার্জ করেছি, প্রমাণ পেয়েছি ও বিষয়টা বেশ ভাল লাগলো। টিউনের কলেবর অনেক বড় হয়ে গেল। তারপরেও কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন।

Save

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস