মেটাট্রেডারে ফরেক্স রোবট (EA) সেটআপ এবং রোবট ডাউনলড লিঙ্ক!!!!!

রোবট কি ফাইল ফরমেট

EA বা ফরেক্স রোবট Mt4 টার্মিনালের একটি ট্রেডিং টুলস। অনেকে ভাল ভাল ট্রেডার নিজেদের স্ট্রাটেজিকে কোডিং করে অটো ট্রেড করে থাকেন। অনেকেরই রোবট সম্পর্কে আগ্রহ আছে। অনেকে ডেমো একাউন্টে সেট করে রোবট টেষ্ট করে থাকেন। প্রায় সময় অনেকে রোবট কিভাবে সেট করতে হয় সেটা জিজ্ঞেস করে থাকেন।
আজ আপনাদের মেটাট্রেডারে কিভাবে রোবট সেট করতে হয় সেটা দেখাব।
রোবট মুলত একটি সফটওয়্যার। MQL প্রোগ্রামিং এ কোডিং করা একটি সফটওয়ার। এটা দুরকমের ফরমেটে হয়ে থাকে।
১.   MQL4  File
২.   EX4 File

কিভাবে ইন্সটল করবেন

Mql ফাইল মেটা এডিটরে এডিট করা যায়।  Ex4 এডিট করা যায়না।
যদি বিভিন্ন ডিকম্পাইল সফটওয়ার ব্যবহার করে EX4 কে Mql বানানো যায়।
প্রথমে আমাদের রোবট প্রোগ্রাম EA (Expert Advisor) টি আপনাকে সংগ্রহ করতে হবে।
মুলত ভালো রোবটগুলা সহজে পাওয়া যায়না। তারপরো বিভিন্ন ফোরাম বা সাইটে অনেক রোবট ফ্রি পাওয়া যায় সেগুলা দিয়ে টেষ্ট করতে পারেন।
আপনি EA ফাইলটিকে কপি করে প্রথমে
C:\Program Files\Fx pro MetaTrader 4\experts
পেষ্ট করতে হবে।

ফ্রিতে হাজার হাজার EA  ডাউনলড করুণ এখান থেকে

আপনার mt4 টার্মিনাল যদি অন থাকে তাহলে সেটাকে রিস্টার্ট করতে হবে।

এরপর mt4 টার্মিনালের Navigator বাটনটিতে ক্লিক করতে হবে।

এবার লিষ্টে আপনার রোবট বা (EA) টা খুজে পাবেন সেটাতে ডাবল ক্লিক করুন
এরপর Allow Live Trading এ টিক চিহ্ন দিন।
আর উপরের বক্সে আপনি বাই-সেল দুটিই অন অথবা শুধু বাই বা শুধু সেল সিলেক্ট করে নিতে পারবেন।

এর পর ইনপুটে গিয়ে আপনার সেটিংগুলো কাষ্টমাইজ করে নিন।

তেমনি আপনি যদি চান আপনার যে ইনপুট সেটিং এ ভাল প্রফিট দেয় সেটাকে সেট করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে সেম ফাইলটি দিয়েই আপনি চাইলে সেটা দিয়ে আবার কোথাও সেটাপ করতে পারবেন।
সেটিং সেভ করতে Save বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করে রাখুন।

ব্যাস এবার OK দিয়ে বের হয়ে আসুন।
এবার টুলবার থেকে Expert Advisor এ ক্লিক করে রোবট অন-অফ করতে পারবেন।
অন করলে টার্মিনালের ডান পাশেEA এর নামসহ একটা স্মাইলি সিম্বল দেখতে পাবেন।
আর অফ করলে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন।

আমাদের ফোরাম থেকে ঘুরে আসুন এখান থেকে

আমি সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম......

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস