
মুভিং এভারেজ কনভারজেন্স- ডাইভারজেন্স বা সংক্ষেপে এমএসিডি হচ্ছে সর্বদা ট্রেন্ডকে ফ্ল করে এমন একটি মোমেনটাম ইন্ডিকেটর। এটা মূলত দুটি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বা ইএমএ এর ডিফারেন্স নির্ণয় করে থাকে।

সাধারণত কনভারজেন্স হয়ে থাকে যখন দুটি ইএমএ মুভ করে নিজেদের কাছাকাছি চলে আসতে শুরু করে। অর্থাৎ চার্টে দেখা যায় যে তাদের মধ্যে গ্যাপটুকু ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে ধীরে ধীরে।
বিপরীত চিত্র যখন ঘটে যখন এর উল্টোটা হয়। অর্থাৎ যখন দুটো ইএমএ এর মদ্ধে পার্থক্য বাড়তে থাকে আর তারা ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, তাকে বলা চলে ডাইভারজেন্স।
একটি এমএসিডি ইন্ডিকেটর এর মূলত তিনটি আলাদা পার্ট থাকে, এমএসিডি শিখার জন্য আপনার যা যা জানা লাগবেঃ
জিরোলাইনটি হচ্ছে মূলত নিরপেক্ষ একটা লাইন যা এমএসিডি ইন্ডিকেটর এর বুলিশ(আপার) ও বিয়ারিশ(লোয়ার) জোন এর মাঝখানে অবস্থিত।
হিস্টোগ্রাম মূলত দ্রুতগতির ইএমএ এবং ধীরগতির ইএমএ এর মধ্যে দূরত্বকে রিপ্রেজেন্ট করে থাকে।
একটি সিগন্যাল লাইন বা এমএসিডি এসএমএ হচ্ছে ৯ পিরিয়ডে স্লো ইএমএ (26 EMA) এবং ফাস্ট ইএমএ (12 EMA) এর মুভিং এভারেজ।
তবে আমি মূলত ট্রেন্ড এর ডিরেকশন বুঝার কাজে এটি ব্যবহার করে থাকি।
আগেই বলেছি, এমএসিডি এর আছে দুটি জোন।
১. বুলিশ জোন (আপার জোন)
২. বিয়ারিশ জোন (লোয়ার জোন)
এই দুটি জোন বিভক্ত থাকে জিরো লাইন দ্বারা।
বেসিক্যালি যখন প্রাইস বাড়তে থাকে, জিরো লাইনের উপরে একটা হিস্টোগ্রাম তৈরি হয়। একে বলা হয়ে থাকে আপট্রেন্ড। কিন্তু প্রাইস যখন কমতে থাকে তখন জিরো লাইনের নিচে একটা হিস্টোগ্রাম তৈরি হয়, এর মানে হচ্ছে ডাউনট্রেন্ড।
প্রাইস রিভারস করার একটা পূর্ব- সিগন্যাল পাওয়া যায় যখন দেখা যায় যে হিস্টোগ্রাম আর সিগন্যাল লাইন পাশাপাশি অবস্থান করছে।
কোন বিয়ারিশ কিংবা নেগেটিভ জোন থেকে হিস্টগ্রামের নিচে সিগন্যাল লাইনের ক্রসওভার মানে একটা প্রাইসের উপরের দিকে রিভার্স করার সিগন্যাল পাচ্ছি আমরা। আর এই ক্রসওভার যদি হিস্টোগ্রামের উপরে হয়, তাহলে সেটা বুলিশ মার্কেট এর কনফার্মেশন দিচ্ছে।
অন্যদিকে, কোন বুলিশ বা পজিটিভ জোন থেকে সিগন্যাল লাইন যদি হিস্টোগ্রামের উপরে ক্রসওভার হয় তাহলে প্রাইস এর একটা ডাউনরিভার্স আশা করা যায়। এটা সম্পর্কে কনফার্ম হওয়া যায় যখন হিস্টোগ্রাম ক্রস হয় জিরো লাইনের নিচে।
আমি সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম......
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks vai