ফরেক্স থেকে আয় করুণ এমএসিডি ইন্ডিকেটর দিয়ে ডাউনলড লিঙ্ক সহ!!!!

আনেকেই আছি যারা ফরেক্স ট্রেডিং করি আনেক দিন ধরে কিন্তু প্রফিট

পাই না আসেন আজকে দেখাব কেমনে প্রফিট না হয়...। একটা ভালো

ইনডিকেটর নিয়া লিখছি...।

এমএসিডি ইন্ডিকেটর কি?

মুভিং এভারেজ কনভারজেন্স- ডাইভারজেন্স বা সংক্ষেপে এমএসিডি হচ্ছে সর্বদা ট্রেন্ডকে ফ্ল করে এমন একটি মোমেনটাম ইন্ডিকেটর। এটা মূলত দুটি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বা ইএমএ এর ডিফারেন্স নির্ণয় করে থাকে।

এখান থেকে ডাউনলড করুণ

 

কনভারজেন্স কখন হয়?

সাধারণত কনভারজেন্স হয়ে থাকে যখন দুটি ইএমএ মুভ করে নিজেদের কাছাকাছি চলে আসতে শুরু করে। অর্থাৎ চার্টে দেখা যায় যে তাদের মধ্যে গ্যাপটুকু ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে ধীরে ধীরে।

ডাইভারজেন্স কখন হয়?

বিপরীত চিত্র যখন ঘটে যখন এর উল্টোটা হয়। অর্থাৎ যখন দুটো ইএমএ এর মদ্ধে পার্থক্য বাড়তে থাকে আর তারা ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, তাকে বলা চলে ডাইভারজেন্স।

 

 

এমএসিডি এর কয়টি অংশ থাকে?

একটি এমএসিডি ইন্ডিকেটর এর মূলত তিনটি আলাদা পার্ট থাকে, এমএসিডি শিখার জন্য আপনার যা যা জানা লাগবেঃ

জিরোলাইনঃ

জিরোলাইনটি হচ্ছে মূলত নিরপেক্ষ একটা লাইন যা এমএসিডি ইন্ডিকেটর এর বুলিশ(আপার) ও বিয়ারিশ(লোয়ার) জোন এর মাঝখানে অবস্থিত।

হিস্টোগ্রামঃ

হিস্টোগ্রাম মূলত দ্রুতগতির ইএমএ এবং ধীরগতির ইএমএ এর মধ্যে দূরত্বকে রিপ্রেজেন্ট করে থাকে।

সিগন্যাল লাইনঃ

একটি সিগন্যাল লাইন বা এমএসিডি এসএমএ হচ্ছে ৯ পিরিয়ডে স্লো ইএমএ (26 EMA) এবং ফাস্ট ইএমএ (12 EMA) এর মুভিং এভারেজ।

এমএসিডি ব্যবহার হয় কেন?

  1. মার্কেট এ ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য,
  2. ট্রেড ডাইভারজেন্স বুঝার জন্য
  3. মার্কেট এর ওভারবথ বা ওভার সোল্ড কন্ডিশনটি বুঝার জন্য

তবে আমি মূলত ট্রেন্ড এর ডিরেকশন বুঝার কাজে এটি ব্যবহার করে থাকি।

 

আগেই বলেছি, এমএসিডি এর আছে দুটি জোন।

১. বুলিশ জোন (আপার জোন)

২. বিয়ারিশ জোন (লোয়ার জোন)

এই দুটি জোন বিভক্ত থাকে জিরো লাইন দ্বারা।

 

কিভাবে সিগন্যাল পাওয়া যাবে?

বেসিক্যালি যখন প্রাইস বাড়তে থাকে, জিরো লাইনের উপরে একটা হিস্টোগ্রাম তৈরি হয়। একে বলা হয়ে থাকে আপট্রেন্ড। কিন্তু প্রাইস যখন কমতে থাকে তখন জিরো লাইনের নিচে একটা হিস্টোগ্রাম তৈরি হয়, এর মানে হচ্ছে ডাউনট্রেন্ড।

প্রাইস রিভারস করার একটা পূর্ব- সিগন্যাল পাওয়া যায় যখন দেখা যায় যে হিস্টোগ্রাম আর সিগন্যাল লাইন পাশাপাশি অবস্থান করছে।

কোন বিয়ারিশ কিংবা নেগেটিভ জোন থেকে হিস্টগ্রামের নিচে সিগন্যাল লাইনের ক্রসওভার মানে একটা প্রাইসের উপরের দিকে রিভার্স করার সিগন্যাল পাচ্ছি আমরা। আর এই ক্রসওভার যদি হিস্টোগ্রামের উপরে হয়, তাহলে সেটা বুলিশ মার্কেট এর কনফার্মেশন দিচ্ছে।

অন্যদিকে, কোন বুলিশ বা পজিটিভ জোন থেকে সিগন্যাল লাইন যদি হিস্টোগ্রামের উপরে ক্রসওভার হয় তাহলে প্রাইস এর একটা ডাউনরিভার্স আশা করা যায়। এটা সম্পর্কে কনফার্ম হওয়া যায় যখন হিস্টোগ্রাম ক্রস হয় জিরো লাইনের নিচে।

আর হা এই রকম হাজার হাজার ইনডিকেটর ফ্রিতে পেতে ঘুরে আসুন এখান থেকে

আমি সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম......

 

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks vai

you are most welcome zillurmzr its so profitable things if you are in forex then you can use it….

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

আমি স্ক্যালপিং করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এ রিক্স মনে করি। Reverse হয় যদি।