
রোবট!!! নাম শুনলেই শরীরে রোমাঞ্চ জেগে উঠে, প্রফিটের হাতছানিতে শিহরিত হয় মন প্রাণ। কে না চায় এমন একটি রোবট, শুধু একাউন্ট এ লোড করে দিলাম আর সে রূপকথার মত প্রফিট এনে দিতে থাকবে। আমিও চাই, পেয়েছি কি?
আলো দেখলেই পতঙ্গ দল বেধে ছুটে যায়, সে পরোয়া করে না জীবনের, শুধু এক অজানা লোভ ভর করে তার চোখে মুখে। কপাল ভালো থাকলে আধুনিক সভ্যতার কল্যানে স্টিক লাইট এর গায়ে এসে পরে, হয়ত সেই রাতে বেচে যায়।
বছরের যে সময়টায় পোকা মাকড় বেশী থাকে সেই সময় ঘর পোকামুক্ত করতে আমি একটা কাজ করি। গামলার মাঝে পানি ভরে তার উপর একটা টেবিল ল্যাম্প ঝুলিয়ে দেই। তারপর রুমের লাইট অফ করে দেই। পোকার দল টেবিল ল্যাম্প এর আলো দেখে ছুটে যায়, আনন্দে কিছুক্ষন লাফায়, তারপর সোজা পানিতে গিয়ে পরে।
তখনই খুজে পাবেন যখন আমার জায়গায় কল্পনা করে নেন রোবট বিক্রেতাদের। “আমি তার ছলনায় ভূলব না” যতই গানটি গুনগুন করেন না কেন রোবটওয়ালাদের হাতে পরেননি এমন ট্রেডার খুজে পাওয়া যাবে না। আপনি যতই পন্ডিত হন না কেন হ্যামিলনের বাশিওয়ালার সুরের মত রোবটওয়ালাদের মিষ্টি কথায় আর ছলনায় আপনি বিচ্যূত হবেন। আপনার একাউন্ট ও হারিয়ে যাবে, এমন কোনো ফরেক্স ট্রেডার নেই যাদের এই অভিজ্ঞতা হয়নি, যারা বলবেন হয়নি তাদের বলব ফরেক্স এমন একটা পথ যার শুরু দেখে শেষ আন্দাজ করা যায় না, নতুন ট্রেড করছেন তাই সামনে এই অভিজ্ঞতা আপনার ও হবে।
কিছু সময়ের জন্য ফরেক্স রোবট থেকে বার হয়ে মেকানিক্যাল রোবট এর কথা চিন্তা করেন তো, রোবট কি পারবে মাতৃস্নেহে একটি শিশুকে লালন করতে? পারবে কি মোনালিসার মত আর একটি মাস্টারপিস তৈরী করতে? হতে পারবে সক্রেটিস-২?
কখনই পারবে না । রোবট শুধুমাত্র একটি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরী করা হয়ে থাকে যা আপনি করতে পারছেন না। উদাহরনস্বরূপ আগ্নিকান্ড থেকে ঊদ্ধার করা, দূর্গম অঞ্চলে অভিযান করা যে মনটা হয়ে থাকে চন্দ্রাভিযান কিংবা মঙ্গলে অনুসন্ধান, সূক্ষ যন্ত্র তৈরী ইত্যাদি ইত্যাদি।

রোবট এর কাজ সম্পর্কে আপনাকে জ্ঞান দিচ্ছি না শুধু একটি দিক তুলে ধরছি যে চন্দ্রাভিযান এর জন্য তৈরী রোবট কে যদি যাত্রাবাড়ি না হয় ফার্মগেট এ ছেড়ে দেন আহ!! কি হাল হবে বেচারার আমি ভেবে পাচ্ছি না। বেচারা তো গান ও গাইতে পারবে না “আমি ফাইসা গেছি মাইনকার চিপায়”
ফরেক্স রোবট তৈরী করা হয় সুনির্দিষ্ট মার্কেট কন্ডিশনে সুনির্দিষ্ট আচরন করার জন্য। মার্কেট এর একটি বিশেষ পিরিয়ড সাপেক্ষে এনালাইসিস করে শুধুমাত্র কিছু নির্দিষ্ট লজিক দিয়ে একটা ফর্মূলা সাজানো হয়। মার্কেট যদি কোনোভাবে ঐ কন্ডিশন পরিবর্তন করে তাহলে রোবট সেই অবস্থায় নতুন কিছু করতে পারবে না, কারন তার মধ্যে সেই লজিক দেওয়া হয় নাই।
ধরেন আপনি দেখছেন যে এশিয়ান সেশন এ মার্কেট অল্প রেঞ্জ এর মধ্যে থাকে, আপনি এই রেঞ্জিং মার্কেট কে টারগেট করে একটি গ্রীড রোবট বানালেন। কোনো কারনে এটি লন্ডন সেশনে রান করলেন। তখন যদি মার্কেট যথেষ্ঠ রিট্রাসমেন্ট না করে রোবট গ্রীড করতেই থাকবে, ফলাফল আপনার একাউন্ট এ হিউজ ড্রডাউন না হয় মার্জিন কল।
ফরেক্স রোবটের আরো ব্যবহার আছে, যেমন ধরেন আপনাকে বিশেষ একটা কাজে বাইরে যেতে হবে কিন্তু আপনার ট্রেড ওপেন আছে, আপনি চান একটি বিশেষ কন্ডিশন তৈরী হলে ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে অথবা নতুন ট্রেড নিবে, তাহলে আপনি সেই লজিক দিয়ে একটি রোবট তৈরী করুন এবং সেটি আপনার অবর্তমানে ট্রেডটি নিয়ে নিবে। তারপর আপনি আবার যখন পিসিতে বসবেন তখন রোবট বন্ধ করে ট্রেডগুলো ম্যানুয়ালি পর্যবেক্ষন করলেন। আরো নানাবিধ কাজে রোবটগুলো ব্যবহৃত হয়। এখন আপনি যদি নিজে পর্বেক্ষন না করে শুধু রোবট লাগিয়ে রাখেন তাহলে আপনি কি চন্দ্রাভিজান এর জন্য তৈরী রোবটটিকে ফার্মগেট এ ছেড়ে দিলেন না?
আল্লাহপাক এত সুন্দর করে আপনার মস্তিষ্ক বানিয়ে দিয়েছেন তাকে ব্যবহার করার জন্য। এই মস্তিষ্কের অনেক ক্ষমতা দিয়েছেন যার সিকিভাগ ক্ষমতা সম্পন্ন রোবট তৈরী করা সম্ভব নয়। রোবট আপনার ম্যানুয়াল ট্রেডিং এ সাহায্য করতে পারে কিন্তু কখনই আপনি তাকে ম্যানূয়্যাল ট্রেডিং এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশের প্রথম ইএ প্রোগ্রামার হিসাবে আমার অভিজ্ঞতার ঝুলি থেকে এইটুকু বলার অধিকার আমি রাখি।
আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমি শুধু দিক নির্দেশনা দিতে পারি। মনে রাখবেন “Nothing Is More Powerful Than An Idea”
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।