ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর, সেইরকম এক কাস্টম ইন্ডিকেটর!!!!

ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর কি?

একটা জিনিস লক্ষ করেছি আমি- একটা ইন্ডিকেটর যত ভাল ফল দেখাক না কেন, সাধারণত অভিজ্ঞ ট্রেডাররা সেই ইন্ডিকেটর এর রেজাল্ট থেকে খুব একটা সন্তুষ্ট হন না। কিন্তু আমার মনে হয় ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর এর কথা আলাদা। এটি হচ্ছে এমনই এক ইন্ডিকেটর যা আপনাকে নিঃসন্দেহে সন্তুষ্ট করবে। বেশ কয়েক ধরনের ইন্ডিকেটর এর কম্বিনেশন রয়েছে এর মাঝে। যার ফলে এই ইন্ডিকেটর এর ব্যবহারের মাধ্যমে আপনার জন্য টেকনিক্যাল এনালাইসিস করাটা বেশ সহজ হয়ে যাবে।

ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর এর সুবিধা কি?

ইন্ডিকেটরটি ব্যবহার করে একজন অভিজ্ঞ ট্রেডার যেমন সফল হতে পারবেন ঠিক তেমনই যেকোনো নতুন ট্রেডার যার মার্কেট সম্পর্কে জ্ঞান কম, সেও ল্ভবান হতে পারবেন। এবং ইতিমধ্যে অনেক বড় বড় ট্রেডাররা এই ইন্ডিকেটর প্রসংশা করেছেন। কারন এর প্রেডিকশন ক্ষমতা অনেক বেশি একিউরেট হয়ে থাকে। এমনকি আপনি যদি পার্ট টাইম ট্রেডার হন, দিনে মাত্র কয়েক মিনিটের জন্য ট্রেড করতে বসেন, সেক্ষেত্রেও ছোট খাট একটা দুই ট্রেড সিদ্ধান্ত আপনাকে অনেক লাভের মুখ দেখাবে।

ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর ব্যবহারের জন্য কি প্রয়োজন?

এই ইন্ডিকেটর ব্যবহারের জন্য আপনার কোন ট্রেডিং অভিজ্ঞতা লাগবে না। অর্থাৎ আপনি যদি ফরেক্স এর টেকনিক্যাল তেমন কোন জ্ঞান নাও রাখেন তাতেও সমস্যা নেই। আপনি এই ইন্ডিকেটর এর সাহায্যে সহজেই প্রফিট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব ইন্ডিকেটরটি ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই কিছু টেকনিক্যাল জ্ঞান অর্জনের চেষ্টা করবেন।

ফোরবি প্রেডিক্টর ইন্ডিকেটর কীভাবে কাজ করে?

এটি এমন একটি কাস্টম ইন্ডিকেটর যা ওপেন করলে আপনার চার্টের নিচে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এবং বোনাস হিসেবে সাথে থাকছে ফোরবি এরো ইন্ডিকেটর যা আপনার জন্য ট্রেড বুঝা আরও সহজ করে দেবে।

এখান থেকে ডাউনলড করুণ

 

কীভাবে এটি ব্যবহার করবেন?

আপনি চাইলে বাই সিগন্যালের সময় বাই, সেল সিগন্যালের সময় সেল- এইভাবে এই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। আবার এই ইন্ডিকেটর এর প্রচুর ফিচার আছে যা আপনি কাস্টমাইজড করে নিতে পারেন। আপনি চাইলে আপনার যেকোনো ট্রেডিং স্ট্রাটেজিতে এটি ইনক্লুড করে নিতে পারেন খুব সহজেই।

কোন টাইমফ্রেমে কাজ করে?

প্রায় সকল টাইমফ্রেমে ভাল কাজ করবে। তবে ১ ঘন্টার টাইমফ্রেমে সবচেয়ে ভাল কাজ হয়। স্ক্যাল্পাররাও উপকৃত হবেন।

কোন মার্কেট এ কাজ করে?

সব ধরনের মার্কেট এর পরিস্থিতিতে ভাল কাজ করে। তবে আমি রিকমেন্ড করব সাইডওয়ে ট্রেন্ড চলাকালীন একটু সাবধানে কাজ করবেন।

কোন কারেন্সিতে কাজ করবে?

সব মেজর কারেন্সিতে ভাল কাজ দেবে।

বিশেষ ফিচার কি আছে?

এই ইনডিকেটর যেকোনো সিগন্যাল এর সময় হলেই সাউন্ড করবে, এবং সেই সাথে ইমেইল এলারট পাঠাবে।

আর হা এই রকম হাজার হাজার ইনডিকেটর ফ্রিতে পেতে ঘুরে আসুন এখান থেকে

আমি সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম......

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফরেক্স কি কেউ কইলনা