ফরেক্স লাভ করার এক অভিনব উপায় ইউজ করুণ ফরেক্স ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর ফ্রি!!!!

ফরেক্স ম্যাজিক ফর্মুলা কি?

সাধারণত অভিজ্ঞ ট্রেডাররা ইন্ডিকেটর এর রেজাল্ট থেকে খুব একটা সন্তুষ্ট হন না। কিন্তু ফরেক্স ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর হচ্ছে এমনই এক ইন্ডিকেটর যা আপনাকে নিঃসন্দেহে সন্তুষ্ট করবে। বেশ কয়েক ধরনের ইন্ডিকেটর এর কম্বিনেশন রয়েছে এর মাঝে। যার ফলে এই ইন্ডিকেটর এর ব্যবহারের মাধ্যমে আপনার জন্য টেকনিক্যাল এনালাইসিস করাটা বেশ সহজ হয়ে যাবে।

ফরেক্স ম্যাজিক ফর্মুলার সুবিধা কি?

ইন্ডিকেটরটি তৈরি করেছেন একজন অভিজ্ঞ ট্রেডার এবং ইতিমধ্যে অনেক বড় বড় ট্রেডাররা এই ইন্ডিকেটর প্রসংশা করেছেন। কারন এর প্রেডিকশন ক্ষমতা অনেক বেশি একিউরেট হয়ে থাকে। তাদের ভাষ্যমতে এটি খুবই হাইলি প্রফিটেবল একটা সিস্টেম যার সাহায্যে অল্প সময়ে প্রচুর মুনাফা করা সম্ভব। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে একটা ট্রেন্ডিং মার্কেটে কোন ট্রেডার চাইলে হাজার ডলারের বেশি মুনাফা করতে পারবেন!
এমনকি আপনি যদি পার্ট টাইম ট্রেডার হন, দিনে মাত্র কয়েক মিনিটের জন্য ট্রেড করতে বসেন, সেক্ষেত্রেও ছোট খাট একটা দুই ট্রেড সিদ্দনাত নিয়ে আপনি লাভ করতে পারবেন। কারন এই ইন্ডিকেটরের সিগন্যালে ভুল হয় খুবই কম।

ব্যবহারের জন্য কি প্রয়োজন?

এই ইন্ডিকেটর ব্যবহারের জন্য আপনার কোন ট্রেডিং অভিজ্ঞতা লাগবে না। অর্থাৎ আপনি যদি ফরেক্স এর টেকনিক্যাল তেমন কোন জ্ঞান নাও রাখেন তাতেও সমস্যা নেই। আপনি এই ইন্ডিকেটর এর সাহায্যে সহজেই প্রফিট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আসলেও যদি টেকনিক্যাল নলেজ না থাকে তাহলে ট্রেড করবেন না। যত ভাল ইন্ডিকেটর হোক, একটা ইন্ডিকেটর এর উপর অন্ধের মত ভরসা করাটা ঠিক হবেনা। ইন্ডিকেটরটি ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই কিছু টেকনিক্যাল জ্ঞান অর্জনের চেষ্টা করবেন।

কীভাবে সিগন্যাল বুঝবেন?

সেল সিগন্যালঃ

ইন্ডিকেটর যখন লাল রঙের বিন্দু দ্বারা সেল সিগন্যাল বুঝাবে তখন সেল করবেন।

বাই সিগন্যালঃ

ইন্ডিকেটর যখন সবুজ রঙের বিন্দু দ্বারা বাই সিগন্যাল বুঝাবে তখন বাই করবেন।

রিয়েল ট্রেড স্ক্রিন সটঃ

এখান থেকে ডাউনলড করুণ

 

কোন টাইমফ্রেমে কাজ করে?

প্রায় সকল টাইমফ্রেমে ভাল কাজ করবে। তবে ১ ঘন্টার টাইমফ্রেমে সবচেয়ে ভাল কাজ হয়। স্ক্যাল্পাররাও উপকৃত হবেন।

কোন মার্কেট এ কাজ করে?

সব ধরনের মার্কেট এর পরিস্থিতিতে ভাল কাজ করে। তবে আমি রিকমেন্ড করব সাইডওয়ে ট্রেন্ড চলাকালীন একটু সাবধানে কাজ করবেন।

কোন কারেন্সিতে কাজ করবে?

সব মেজর কারেন্সিতে ভাল কাজ দেবে।

বিশেষ ফিচার কি আছে?

এই ইনডিকেটর যেকোনো সিগন্যাল এর সময় হলেই সাউন্ড করবে, এবং সেই সাথে ইমেইল এলারট পাঠাবে।

আর হা এই রকম হাজার হাজার ইনডিকেটর ফ্রিতে পেতে ঘুরে আসুন এখান থেকে

আমি সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম......

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোষ্ট লিখছেছ ভাই |

Level 0

আপনার সাইট এ Reg. / অ্যাকাউন্ট খোলা যায় না।

Level 0

যদি পারেন তাহলে ডাউনলোড লিঙ্ক টা সরাসরি দিন

Level 0

Why showing “You do not have permission to access this page….”