
অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা বলে থাকেন- ঐসব ট্রেডিং স্ট্রাটেজিকে আমরা ভাল স্ট্রাটেজি বলব যেগুলো খুব সিম্পল হয়। জটিলতায় ভরা যেসব স্ট্রাটেজি আছে সেগুলোকে ভাল স্ট্রাটেজি বলা যাবেনা। কারন এই সব স্ট্রাটেজি সবাই ব্যবহার করতে সমর্থ হয় না। তেমনই এক সিম্পল স্ট্রাটেজি হল মুভিং এভারেজ টানেল স্ট্রাটেজি।
মুভিং এভারেজ টানেল আসলেই খুব সিম্পল একটা স্ট্রাটেজি শেয়ার করব। সর্বপ্রথম এই স্ট্রাটেজির প্রস্তাবনা করেছিল টিওদোসি নামে একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জাপানী ফরেক্স ট্রেডার। পরবর্তীতে স্ট্রাটেজিটি দারুন সাকসেস রেটের কারনে বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে।
১ ঘন্টা টাইমফ্রেমে ভাল কাজ করে। চাইলে ৩০ মিনিটের টাইমফ্রেমেও ব্যবহার করা যাবে।
– 18 EMA এবং 28 EMA
– 5 WMA এবং 12 WMA
– RSI = 21
– 18 EMA এবং 28 EMA কে ইনপুট প্যারামিটারে গিয়ে লাল রঙ করে দিবেন। এটা আপনাকে একটা ট্রেন্ড এর শুরু ও শেষ বুঝতে সাহায্য করবে।
– 5 WMA কে করবেন নীল রঙ আর 12 WMA করবেন হলুদ রঙ। এগুলো আপনাকে শেখাবে কখন ট্রেডে এন্টার করবেন। তাছাড়া ট্রেন্ড কতটা স্ট্রং তা বুঝা যায়।
আপনি তখনই ট্রেডে এন্টার করবেন যখন লাল টানেলটি খুব সরু হয়ে যাবে।
১. যখন 5 WMA ও 12 WMA রেড টানেল ক্রস করে উপরে উঠে যায়।
২. টানেল কোর্স করার সময় বা পড়ে যদি 5 WMA গিয়ে12 WMA কে ক্রস করে উপরে চলে আসে তাহলে বুঝতে হবে ট্রেন্ডটা খুবই স্ট্রং।
৩. তবে আরএসআই ৫০ এর উপরে থাকবে।
১. যখন 5 WMA ও 12 WMA রেড টানেল ক্রস করে নিচে নেমে যায়।
২. টানেল ক্রস করার সময় বা পড়ে যদি 5 WMA গিয়ে12 WMA কে ক্রস করে নিচে চলে আসে তাহলে বুঝতে হবে ট্রেন্ডটা খুবই স্ট্রং।
৩. তবে আরএসআই ৫০ এর নিচে থাকবে।
১. লং পজিশন ক্লোজ করবেন
যখন5 WMA, 12 WMA কে ক্রস আবার নিচে চলে আসবে।
২. লং পজিশন ক্লোজ করবেন
যখন5 WMA, 12 WMA কে ক্রস আবার উপরে চলে আসবে।
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফরেক্স কী ভাই?