
আরএসআই ইন্ডিকেটর নিয়ে ফরেক্সে অসংখ্য স্ট্রাটেজি তৈরি হয়েছে। তবে দুটি আরএসআই, আরএসআই উইথ পিরিয়ড ২ এবং আরএসআই উইথ পিরিয়ড ১২ এর সমন্বয়ে সৃষ্টি এই সিস্টেম অলমোস্ট ১০০ ভাগ একিউরেট। ব্যাকটেস্টিং করে ভাল ফল পাওয়া গেছে। এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার। অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড করা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট থেকেই এই সিস্টেম উঠে এসেছে। আসুন দেখে নেই এই স্ট্রাটেজির আদ্যোপান্ত।
EUR/USD অথবা GBP/USD পেয়ার দুটিতে ভাল ট্রেড করা যাবে।
মূলত ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা ও চার ঘণ্টার টাইমফ্রেমে কাজ করে। তবে আপনি চাইলে ডেইলি টাইমফ্রেমেও ব্যবহার করে দেখতে পারেন।
যখন আরএসআই ২ নিচ থেকে উঠে এসে আরএসআই ১২ কে ক্রস করে উপরে উঠে যাবে এবং উঠতেই থাকবে।
যখন আরএসআই ২ উপর থেকে আরএসআই ১২ কে ক্রস করে নিচে নামবে এবং নামতেই থাকবে।
২০ পিপস বা আপনার পছন্দ মত। তবে মাঝে মধ্যে বিগ ট্রেন্ড পাওয়া গেলে বাড়িয়ে নিতে আপত্তি কি?
৩০ পিপস অথবা সুইং হাই- লো।
তেমন কোন নিয়ম নাই। আপনি আপনার ইচ্ছে মত করতে পারেন।
১. এই সিস্টেম প্রায় সব টাইমফ্রেমে কারজকর।
২. খুবই সিম্পল সিস্টেম।
৩. সিদ্ধান্ত ঠিক হওয়ার পসিবিলিটি অনেক।
১. ফেইকআউটগুলো ফিল্টার করা যায় না।
২. মাঝে মধ্যে ক্যান্ডেল ফরমেশন এর আগেই আরএসআই ক্রসওভার গায়েব হয়ে যায়।
৩. ফিশার ইনডিকেটর ব্যবহার না করলে আপনি ট্রেড সুযোগ বুঝতে গিয়ে ভুল করতে পারেন, তাই আশা করব আপনি এই স্ট্রাটেজির সাথে ফিশার ব্যবহার করবেন।
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THanKS