
ফিন্যানশিয়াল মার্কেটে সোশ্যাল ট্রেডিং সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট। কিন্তু এটা হতে যাচ্ছে ট্রেডারদের জন্য সবচেয়ে বেশি লাভজনক প্লাটফর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্রেডারদের একটি বিশাল নেটওয়ার্কের আওতায় একত্রিত করে সোশ্যাল ট্রেডিং এর ট্রেডারদের একে অপরের দক্ষতা ব্যবহার করে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে। সব ধরনের ট্রেডারদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে তৈরি করা সম্ভব একটি সম্মিলিত ট্রেডিং পদ্ধতি যা সকল ট্রেডারকে লাভের মুখ দেখানোর জন্য যথেষ্ট।
একটি ভাল সোশ্যাল ট্রেডিং প্লাটফর্ম আপনাকে যেসব সুবিধা দিচ্ছেঃ
আপনি হাজার হাজার ট্রেডারদের ভিড়ে টপ ট্রেডারদের খুঁজে বের করার সুযোগ পাচ্ছেন।
টেডিং কমিউনিটির হাজার হাজার ট্রেডারদের সবার ট্রেডিং স্ট্রাটেজি এনালাইজ করে দেখতে পারবেন।
আপনি টপ ট্রেডারদের ফলো করতে পারছেন এবং তাদের ট্রেডিং স্ট্রাটেজি কপি করে নিজে ট্রেড করতে পারছেন।
আপনার পছন্দের ট্রেডার অথবা টপ ট্রেডারদের ফলো করার মাধ্যমে নিজেও প্রফিট করতে পারেন। একটা উইন-উইন সিচুয়েশন সৃষ্টি হয়।
ট্রেডাররা সব সময় ভাল সোশ্যাল ট্রেডিং প্লাটফর্ম খোঁজেন। তাই একটি আদর্শ ট্রেডিং প্লাটফর্ম এর সব বৈশিষ্ট্য মিলে যায় এমন ব্রোকারের সাথে কাজ করতে তারা আগ্রহী হয়। এই ক্ষেত্রে সব দিক বিবেচনায় Fxpro সহ আরও বেশ কিছু Broker হাউজের নাম টপ লিস্টে উঠে এসেছে। এরা ক্লায়েন্ট এবং পার্টনারদের জন্য সর্বচ্চ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
বিশেষ করে Fxpro Broker এর সোশ্যাল ট্রেডিং উপযোগী এডভান্সড টেকনোলোজি ট্রেডারদেরকে একে অপরের সাথে সহজে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দিচ্ছে। এই বিশাল ফরেক্স কমিউনিটির অংশ হওয়ার মাধ্যমে একজন ট্রেডার নিজের সফলতার জোরে হয়ে উঠতে পারেন ট্রেডারদের লিডার, ট্রেডিং এক্সপার্ট কিংবা একজন ভাল ম্যানেজার। এর ফলে তিনি সাধারণ ট্রেডারদের মধ্যে সুনাম করার পাশাপাশি প্রচুর মুনফা অর্জন করতে সমর্থ হবেন।
বিগিনার লেভেলের ট্রেডার এবং এক্সপার্ট ট্রেডার- উভয়ের পক্ষেই সোশ্যাল ট্রেডিং বেশ সুবিধাজনক। একজন ট্রেডার হিসেবে আপনি যতই অভিজ্ঞ হয়ে থাকুন না কেন অন্য ট্রেডারদের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে আপনার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার সুযোগ থেকেই যায়। আর যদি বিগিনার লেভেলের ট্রেডার হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য সোশ্যাল ট্রেডিং এর কোন বিকল্প নেই!
১. পপুলার ট্রেডারকে দেখে শিখতে পারছেন। তার ট্রেডিং স্ট্রাটেজি ফলো করতে পারছেন এবং সে অনুযায়ী ট্রেড করতে পারছেন।
২. যেকোনো ট্রেডারদের অনগোয়িং পারফরমেন্স মনিটর করতে পারছেন।
৩. অন্য ট্রেডারদের সাথে যোগাযোগ করার ফলে ভিবিন্ন বিষয়ে টিপস ও পরামর্শ নিতে পারছেন।
১. ফলোয়ার বাড়ানোর মাধ্যমে নিজের পপুলারিটি বৃদ্ধি করার সুযোগ পাচ্ছেন যা আপনাকে এক্সট্রা প্রফিট অর্জনের সুযোগ করে দিচ্ছে। কারন যত বেশি ট্রেডার আপনাকে ফলো করবে, প্লাটফর্ম থেকে আপনি তত বেশি কমিশন পাবেন।
২. ট্রেডার এক্টিভিটি দেখে নিয়ে মার্কেট এর অবস্থান সম্পর্কে ভালভাবে অবগত হওয়ার সুযোগ পাবেন।
৩. পপুলার ইনভেস্টর দের সাথে যোগ দেয়ার মাধ্যমে নিজের স্ট্রাটেজি আরও সমৃদ্ধ করে নেয়া যাচ্ছে।
৪. নিজের ট্রেডিং আইডিয়া, একটিভিটি ও স্ট্রাটেজি নিজের পার্সোনাল ব্লগে লিখে রাখার পাশাপাশি অন্যদের সাথে শেয়ার করতে পারছেন।
উপরিউক্ত সুবিধাগুলো প্রায় সব সোশ্যাল নেটয়ারকিং প্লাটফর্ম ব্যবহার করছে। এবার আসুন Fxpro সহ অন্যান্য কিছু এর কিছু ভাল ট্রেডিং প্লাটফর্ম এর ইউনিক কিছু ফিচার দেখে নেয়া যাকঃ
সেরা ট্রেডার, সেরা PAMM ম্যানেজার অথবা বেস্ট সিগন্যাল প্রভাইডার হওয়ার মাধ্যমে একজন ট্রেডার চলে আসতে পারেন ভাল ব্রোকারের এর টপ রেটিংস এর লিস্টে যেখানে সমস্ত ট্রেডিং কমিউনিটি আপনার সাকসেস সম্পর্কে জানবে। যার ফলে তিনি অল্প সময়ের মাঝেই পেয়ে যাবেন অসংখ্য ফলোয়ার যারা তাকে লিডার হিসেবে মানবে।
নতুন Fxpro সাইট সহ ভাল ভাল কিছু প্লাটফর্ম এ থাকছে নানা রকম ট্রেডিং প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ। বিভিন্ন টার্মস এবং কন্ডিশন বিচার করে একজন ট্রেডার খুঁজে নিতে পারেন তার জন্য উপযোগী টুর্নামেন্টটি। প্রত্যেকটি টুর্নামেন্টের থাকছে আলাদা শিডিউল। এখানে একজন ট্রেডার নিজের ট্রেডিং স্ট্রাটেজিকে সবচেয়ে লাভজনক প্রমান করে জিতে নিতে পারেন টুর্নামেন্টের জয়ের মুকুট।
একটি ভাল প্লাটফর্মে থাকছে ইউনিক এক ইনভেস্টমেন্ট সলিউশন যেখানে বাৎসরিক ৬০% রিটার্ন আসার সুযোগ রয়েছে। তাছাড়া অভিজ্ঞ ম্যানেজার বা সিগন্যাল প্রভাইডারদের PAMM একাউন্ট এ ইনভেস্ট করার মাধ্যমে কোন রকম এক্সট্রা এফোর্ট ছাড়াই একজন ট্রেডারের জন্য থাকছে প্রফিট অর্জনের সুযোগ।
এ সকল পার্সোনাল ক্যাবিনেট হচ্ছে একদম ঝামেলামুক্ত ও ইউজার ফ্রেন্ডলি। এখানে বিভিন্ন WIDGETS এর সাহায্য নতুন একাউন্ট খোলা, ডিপোজিট করা, বোনাস পাওয়া, বিনিয়োগ কিংবা কোন টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারছেন কেবলমাত্র মাউসের একটা ক্লিকের মাধ্যমে।
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর ভাই|