
হাজারো ব্রোকার আছে ফরেক্সের দুনিয়ায়। কিন্তু সব ব্রোকারই সমান নয়। আপনাকে খুঁজে নিতে হবে কোন ব্রোকারটি আপনার প্রয়োজন মিটাতে সক্ষম। এই জন্য আপনি ব্রোকারকে ১২ টি প্রশ্ন করবেন। যদি প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলে তাহলে তো ঠিক আছে। আর যদি না পান তাহল বুঝে নেবেন ব্রোকারটি আপনার জন সুবিধাজনক নয়।
ফরেক্সে যেহেতু কোন কেন্দ্রিয় লেনদেনের ব্যবস্থা নেই, তাই সমস্ত লেনদেন আপনাকে একটা ব্রোকারের সাথেই করতে হবে। আপনার ব্রোকারের সাইজ যদি বড় হয় তাহলে খুব অল্প সময়ে আপনি যে কোন লেনদেনের ফিডব্যাক পাবেন।
সাধারণত এই কাজে ব্রোকারের হাতে দুই ধরনের অপশন থাকে।
ক. ডিলিং ডেক্সঃ ব্রোকার নিজেই কাজ করে।
খ. নো ডিলিং ডেক্সঃ ব্রোকারের পক্ষে এক বা একাধিক ব্যাংক কাজ করে।
হেজিং হচ্ছে এমন এক সিস্টেম যেখানে আপনি একই সাথে একই কারেন্সি পেয়ারে বাই এবং সেল করতে পারছেন। মার্কেট কন্ডিশন অনিশ্চিত হলে এই পক্ষতি অনেক কার্যকর। কিন্তু ২০০৯ সালে আইন করে আমেরিকায় হেজিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমেরিকান ব্রোকারগুলিতে হেজিং বন্ধ হয়ে গেছে। কিন্তু আমেরিকার বাইরের ব্রোকারে এটা সম্ভব।
ফরে হচ্ছে এমন একটি ২৪ ঘন্টা খোলা মার্কেট। আপনাকে বুঝতে হবে আপনার ব্রোকারের কি অবস্থা, যে কোন সময় যে কোন বিষয়ে আপনি কি সাথে সাথে ব্রোকারের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন?
রোলওভার হল কোন একটা পজিশন (অর্ডার) এর একদিনের বেশি মেয়াদকালে পরবর্তী সময়ের প্রাপ্ত বা পদত্ত লাভ। ফরেক্স মার্কেটে প্রতিটি মুদ্রা একটি নির্দিষ্ট ইন্টারেস্ট হারের সাথে সম্পৃক্ত থাকে। আপনার ট্রেড গুলো শুধুমাত্র দুটি কারেন্সির মাধ্যমেই ঘটে না বরঞ্চ এর ভেতর দুটি ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট রেইট ও কাজ করে। এই ইন্টারেস্ট রেইটে আপনাকে ইন্টারেস্ট দেওয়া বা নেওয়া হবে (১ বছর) ৩৬৫ দিন হিসেবে আপনার ট্রেডটি যতদিন রোলভার হবে ততদিনের জন্য।
আমরা সবাই জানি স্প্রেড হচ্ছে ব্রকারের কমিশন। কিন্তু সব ব্রোকারের ক্ষেত্রে এই কমিশন সমান নয়। এবং এখানে নানা ধরনের কন্ডিশন দেওয়া থাকতে পারে। আপনাকে কন্ডিশনগুলো ভাল করে জেনে নিতে হবে।
……………………………………………………………………………………………………………………………………
আসুন এবার উপরের তথ্যের আলোকে আমরা আমাদের ব্রোকারকে ১২ টি প্রশ্ন করে জেনে নেই ফরেক্স ব্রোকার টি আসলে কেমনঃ
১. ফরেক্স ব্রোকার টি কতদিন যাবত কাজ করছে?
২. ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন?
৩. ব্রোকারের সাথে কি কোন নামকরা ব্যাংকের সম্পর্ক আছে?
৪. প্রাইস রেট কোট কি ব্রকার নিজেই করে না তার পক্ষে কোন ব্যাংক করে?
৫. ব্রোকারের স্প্রেড কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল?
৬. ফরেক্স ব্রোকার এ ট্রেড করার কোন রেস্ট্রিকশন আছে কিনা?
৭. হেজিং করতে পারবেন কিনা?
৮. একাউন্টে জমা টাকার বেশি লস করা যাবে কিনা?
৯. স্প্রেডের ইন্সাইডে কোন অর্ডার প্লেস করা যাবে কিনা?
১০. পজিটিভ রোলওভারে ইন্টারেস্ট পাওয়া যাবে কিনা।
১১. ব্রোকারের স্প্রেড কতটা টাইট?
১২. রোলওভার রেট ঠিক মত ডিসপ্লে করা হচ্ছে কিনা?
মনে রাখবেন ফরেক্সে ইনভেস্ট করার আগে আপনাকে ঠিক করে নিতে হবে আপনার বিনিয়োগের উদ্দেশ্য কি এবং সে জন্য কতটুকু রিস্ক নিতে আপনি প্রস্তুত? ট্রেডে সফল হওয়ার পেছনে ভাল ব্রোকার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সামান্য ভুলে আপনাকে বিশাল লসের মুখে পড়তে হতে পারে।
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি উইন্ডোস আপডেট দেয়ার পর নুতন করে XE থেকে ডেমো সফটওয়্যার ইন্সট্রল করতে পারছি না। ইন্সট্রল হতেই থাকে ঘণ্টার পর ঘণ্টা শেষই হয় না। এর সমাধান কি ??
আমি জিপি নেট ব্যাবহার করি এবং 2G নেটওয়ার্ক।এক সপ্তাহ আগে মডেম পুনরায় ইন্সটলও করে দেখেছি।