
স্ক্যাল্পারদের জন্য দারুন এক টুলস নিয়ে এলাম আজকে। এটি একদিকে হচ্ছে ট্রেডিং সিস্টেম, অন্য দিকে বলা চলে এক্সপার্ট এডভাইজার। দারুন এক কাজের জিনিস হচ্ছে ডলার ইনডেক্স মডিফায়ার। স্ক্যাল্পিং থেকে প্রতিমাসে ২৫% এর বেশি রিটার্ন আসা সম্ভব এই এক্সপার্ট ব্যবহারে। এক্সপার্ট কাজে না লাগিয়েও আপনি টেমপ্লেটটি ব্যবহার করে অনায়াসেই ট্রেড করে যেতে পারেন। তাছাড়া আপনি ইনডিকেটর গুলো আলাদা আলাদা ভাবে ইন্সটল করে নিয়ে নিজের মত করে সিস্টেম টাকে কাস্টমাইজড করে নিয়ে ট্রেড করতে পারবেন।
এক্সপার্ট এডভাইজারটি এক মিনিটের টাইমফ্রেমে কাজ করবে ভাল। আপনি যদি ম্যানুয়ালি ট্রেডিং সিস্টেমটি এপ্লাই করেন তাতেও এক মিনিটের টাইমফ্রেম ভাল হবে। শুধু ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে চাইলে আপনি অন্য চার্ট নিতে পারেন।
এই প্যাকেজটিতে আপনি একসাথে পাচ্ছেন প্রয়োজনীয় অনেক কিছু। এগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা চলে।
এখানে আপনি পাচ্ছেন একটি কমপ্লিট টেমপ্লেট। টেমপ্লেটটি ইন্সটল করে নিয়ে আপনি সরাসরি ট্রেডিং স্ট্রাটেজিটি এপ্লাই করে কাজ করে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনার তেমন কোন সমস্যায় পড়তে হবেনা। তবে চাইলে সেটিং এ চেঞ্জ করে নিতে পারেন আপনি। এখানে আছেঃ
dollar index modifié.tpl
Manual.txt

এই সিস্টেমের জন্য দরকারি সব ইন্ডিকেটর গুলো এক সাথে পাচ্ছেন এখানে। আপনি আলাদা আলাদা করে ইন্ডিকেটর গুলো ইন্সটল করে নিয়ে নিজের মত করে ট্রেড করতে পারবেন। প্রত্যেকটি ইন্ডিকেটর ভাল, ভাল কাজ করবে সিগন্যাল দেয়ার ব্যাপারে। এগুলো হলঃ
!MoneyLine2.mql4
Auto SL-TP Setter v1.mql4
basketEUR.mql4
Brooky EUR Strength2.mql4
Brooky_USD_Strength.mql4
Bull_Bears_alerts_1a.mql4
BusSellBasketTotal.mql4
Dollar Index retourné.mql4
Tick_on_Chart.mql4
ডলার ইনডেক্স মডিফায়ার ট্রেডিং স্ট্রাটেজিটি এপ্লাই করে এমন একটি এক্সপার্ট এডভাইযার হচ্ছে সুইস আর্মি এডভাইজার। দারুন ফরেক্স রোবট, মাসে ২৫% বা তার বেশি রিটার্ন আনার খমতা আছে এর।
P4L CandleTime.ex4
Swiss Army EA v1.51.ex4
আর সময় পেলে ঘুরে আসুন আমাদের ফোরাম থেকে। এখান থেকে
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
FACEBOOK ফটো ভেরিফায় সমাধান করি fbtool.waphall.com