ফিডলার এক্সপার্ট এডভাইজার ফরেক্স ট্রেডারদের জন্য ডাউনলোড লিঙ্ক সহ!!!!

ফিডলার এক্সপার্ট এডভাইজার কি?

আজ আমরা যে ফ্রি এক্সপার্ট এডভাইজারটি সম্পর্কে জানব তা হল ফিডলার এক্সপার্ট এডভাইজার। এটি একটি ফুলি অটোমেটেড এক্সপার্ট এডভাইজার যা মেটাট্রেডার ৪ প্লাট ফরমের জন্য তৈরি হয়েছে। এবং শুধু মাত্র ফরেক্স মার্কেটে যেকোনো কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করার জন্য উপযোগী।

 ফিডলার কীভাবে কাজ করে?

এটা মূলত গ্রিদ মারটিঙ্গেল সিস্টেমে কাজ করে। মার্কেটে প্রথম এন্টি টি ট্রিগার করে দেয় এমন একটি সিগন্যাল যা দুটি exponential moving averages (EMA) দ্বারা ট্রিগার করা  হয়। একটি হচ্ছে স্লো exponential moving averages (EMA), অন্য টি হচ্ছে ফাস্ট exponential moving averages (EMA)। স্লো টা দিয়ে মার্কেটের জেনারেল ডিরেকশন টা বুঝা যায়। অন্যটা সিগন্যাল বুঝতে সহায়ত করে একে।

 রোবটের সুবিধাঃ

১. এটা খুবই সিম্পল এবং ব্যবহার করা সহজ।

২. একই সাথে একাধিক কারেন্সি পেয়ার এ কাজ করে যেতে পারে।

৩. অনেক মডারেট রিস্ক থেকে ভাল প্রফিট আয় করা যায়।

৪. এটা মারটিংগেল সিস্টেমটা অনেক সুন্দর ভাবে ব্যবহার করে থাকে।

ধরনঃ ফুলি অটোমেটেড ফরেক্স এক্সপার্ট
প্লাটফর্মঃ মেটাট্রেডার ৪
প্রডিউসারঃ এগ্রোল্যাব কোম্পানি
লাইসেন্সঃ ফ্রি
কারেন্সি পেয়ারঃ EURUSD, GBPUSD, AUDUSD, NZDUSD, EURGBP, USDCHF, USDJPY
ক্যাটাগরিঃ গ্রিড মারটিঙ্গেল
টাইমফ্রেমঃ H1
ট্রেডিং টাইমঃ যেকোনো
প্রয়োজনীয় ডিপোজিটঃ
from 6000$ for USD or EUR accounts with minimal lot 0.01
from 600$ for USD cent or EUR cent accounts with minimal lot 0.1
from 60$ for USD cent or EUR cent accounts with minimal lot 0.01

ফ্রিতে এখান থেকে ডাউনলড করুণ

যেভাবে ইন্সটল করবেনঃ

আপনি জাস্ট ডাউনলোডের পর ex4 ফাইলটি কপি করে আপনার MQL4\Experts ফোল্ডারে রেখে দিন। ব্যাস হয়ে গেল!

কীভাবে সেটিংস ঠিক ঠাক করবেনঃ

Flag_Stop (TRUE/FALSE):এটা ট্রু দেয়া থাকলে রোবটটি কারেন্ট বাস্কেট ক্লজ হওয়ার আগে আর ট্রেড করবে না।
Reverse (TRUE/FALSE): এটা ট্রু দেয়া থাকলে ফার্স্ট এন্ট্রি হবে ট্রেন্ড এর বিপরীত। এটা ফলস দেয়া থাকলে ফার্স্ট এন্ট্রি হবে ট্রেন্ড ফলোয়িং।
Period_Fast: পিরিয়ড অফ দা ফার্স্ট মুভিং এভারেজ।
Period_Slow: পিরিয়ড অফ দা সেকেন্ড মুভিং এভারেজ।

এইছারাও সেট করে নিতে পারেনঃ
GridStepPips
TakeProfitPips
StopLossPips
MaxGridLevel
LotSize

আর হা এই রকম এক্সপার্ট এডভাইজার ফ্রিতে পেতে ঘুরে আসুন এখান থেকে

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস