
ফরেক্স মার্কেট এ স্ক্যাল্পার হচ্ছেন একজন মহাব্যস্ত ট্রেডার। প্রতি ৫ বা ১০ পিপস মুনাফা হওয়ার সাথে সাথেই পজিশন চেঞ্জ করার একটা প্রক্রিয়া চলে সারাক্ষন। বুঝে শুনে ট্রেড করার গেলে এই উপায়ে প্রচুর লাভ করা সম্ভব। কিন্তু সঠিক উপায়ে রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারলে বা সিগন্যাল বুঝতে ঝামেলা করলে বিরাট লসও হয়ে যেতে পারে।
তাই আজ স্ক্যাল্পারদের সুবিধার জন্য আজ নিয়ে এলাম দারুন এক ইনডিকেটর। দারুন নির্ভরযোগ্য এই ইন্ডিকেটর এর সাহায্যে আপনি স্ক্যাল্পিং করে প্রচুর মুনাফা করতে পারবেন। এর নাম হচ্ছে আল্টিমেট প্রো স্ক্যাল্পার ইন্ডিকেটর (ইউপিএস)।
আল্টিমেট প্রো স্ক্যাল্পার বা ইউপিএস হল দারুন এক সহজে ব্যবহারযোগ্য বাই/সেল স্ক্যাল্পিং ইন্ডিকেটর। আপনাকে শুধু ট্রেডিং চার্ট এর উপর ইনডিকেটর থেকে প্রাপ্ত সিগন্যালগুলো ফলো করতে হবে। যখনই নতুন এন্ট্রি সিগন্যাল পাওয়া যায়, ইউপিএস একটা পপআপ সাউন্ড করবে , পাশাপাশি ইমেইলে সাহায্যে আপনাকে এলারট করে দেবে। ইন্ডিকেটরটির সাথে একটা বিল্ট-ইন ইনফরমার ফিচার রয়েছে যা আপনাকে ট্রেডিং সিদ্ধান্ত নিতে দারুন সাহায্য করবে।
অনলাইনে অনেক সোর্স থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে বেশিরভাগ সোর্সই রিলাইয়েবল না। স্ক্যাম থাকতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আলাদা করে আপলোড করে দিলাম মিডিয়াফায়ারে।
প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে আপনি মেটাট্রেডার ৪ এর লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন। তা না হলে এই ইনডিকেটর ভালভাবে কাজ করবে না। মেটাট্রেডারের বিল্ড ৬০০ এর নিচের কোন ভার্সনে ইন্ডিকেটরটি ব্যবহার না করার অনুরোধ থাকল।
১. ডাউনলোড করা ইন্ডিকেটর ফাইলটি কপি করুন।
২. MQL4/Indicators ফোল্ডারে ফাইলটি প্যাস্ট করুন।
১. মেটাট্রেডার ওপেন করুন।
২. View তে ক্লিক করে navigator অথবা CTRL+N প্রেস।
“ন্যাভিগেটর” নামে একটা উইনডো উঠে আসবে। এখানে “কাস্টম ইন্ডিকেটরস” এ ক্লিক করুন।
এখানে আপনি “আল্টিমেট প্রো স্ক্যাল্পার” ইন্ডিকেটরটি দেখতে পাবেন। এই ফাইলে ডাবল ক্লিক করে ওকে তে ক্লিক করুন, এটা আপনার চ্যাটে লোড হবে।
– ১ মিনিট এবং ৫ মিনিট
– সব মেজর পেয়ার
– সবচেয়ে ভাল কাজ করে GBP/JPY, EUR/USD, GBP/USD and USD/JPY
আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।