ফরেক্স ইনডিকেটর Heiken ashi সাথে ডাউনলড লিংক

Heiken ashi :

হেইকেন আসি কেনডেল সাধারণ জাপানি কেনডেল থেকে ভিন্ন । জাপানি কেনডেলের মত হেইকেন আসি বারের শুরু ,শেষ,হাই ,লো দেখায় না।এখানে প্রতিটি কেনডেল হিসাব করা হয় মার্কেটের ফোরসের প্রভাবের উপর । উদাহরনঃ যদি সেলের(বেরিস) প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল লাল দেখাবে এবং যদি বাই(বুলিশ) প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল সবুজ দেখাবে। যারা ট্রেন্ড পুরোটা ধরতে চান তাদের জন্য হেইকেন আসি কেনডেল ভালো এবং সহজ অস্ত্র।

হেইকেন আসি ব্যবহারের নিয়মঃ

১।সেলের প্রভাব বেশি হলে মার্কেট ডাউনট্রেন্ড অর্থাৎ মার্কেটের নিচের দিকে নামার সম্ভাবনা বেশি।

হেইকেন আসি ব্যবহারের নিয়মঃ

১।সেলের প্রভাব বেশি হলে মার্কেট ডাউনট্রেন্ড অর্থাৎ মার্কেটের নিচের দিকে নামার সম্ভাবনা বেশি।

২। বাই প্রভাব বেশি হলে মার্কেট আপট্রেন্ড অর্থাৎ মার্কেট উপরের দিকে উঠার সম্ভাবনা বেশি।

৩। যখন ট্রেন্ড দুর্বল হয়ে যাবে তখন

রং পরিবর্তনের সাথে সাথে ট্রেন্ড পরিবর্তন হয়ে যাবে।

হেইকেন আসি এবং জাপানী কেনডেল চার্টের মধ্যকার পার্থক্যঃ

হেইকেন আসি থেকে ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় এবং ভালো ট্রেড ধরা যায় । হেইকেন আসি থেকে ট্রেইলিং স্টপ ধারণা পাওয়া যায়।মার্কেট আপ হলে ট্রেইলিং স্টপ হেইকেন আসি বারের শেষে বসাতে হবে। এবং মার্কেট ডাউন হলে ট্রেইলিং স্টপ বারের শুরুতে বসাতে হবে। বার পরিবর্তনের সাথে সাথে ট্রেইলিং স্টপ পরিবর্তন করতে হবে।
হেইকেন আসি এবং হেইকেন আসি স্মুথ ইনডিকেটরের সম্পর্কঃ
হেইকেন আসি অনেক দ্রুত ট্রেন্ড পরিবর্তন দেখায় কিন্তু স্মুথ অনেক পরে দেখায়। হেইকেন আসি স্মুথ ইনডিকেটর দিয়ে বড় ট্রেন্ড ধরা যায়। হেইকেন আসি স্মুথ দিয়ে সহজে ট্রেন্ড মনিটর করা যায় এবং সাধারণ হেইকেন আসি দিয়ে লাভজনক ট্রেড এন্ট্রি করা যায়।

এটি আপণার ট্রেডিং অনেক প্রভাব ফেলবে এটা ফ্রী ডাউনলড করুণ এখান থেকে

আর ঘুরে আসতে পারেন আমাদের ফোরাম থেকে এখান থেকে

Level 0

আমি মোহাম্মদ রাসেল মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস