আপনার ওয়েবসাইট এর জন্য দারুন বাংলাদেশী আড কম্পানী

ppcঅনেক দিন পর লিখতে বসলাম।আজ আমি একটি নতুন বাংলাদেশি আড কম্পানির সাথে পরিচয় করিয়ে দেব ।এরা নতুন হলেও এদের হাতে প্রচুর আড আছে।
আসুন এদের বৈশিস্ট গুলো যেনে নেইঃ

১। এরা ওয়াল্ড ওয়াইড আড প্রদর্শন করে।
২। অটো অপ্রুপ। সব সাইটেই আড প্রদর্শন করাতে পারবেন।
৩।পার ১০০০ ভিঊ তে ১৮-৮ ৳ বা ১.৮০-0.৫০ টাকা/পার ক্লিক।
৪।কন্টেন্ট অনুযায়ী আড প্রদর্শন করতে পারবেন।
৫।লাইভ ডেস বোর্ড।
৬। সাইজ অনুযায়ী ক্লিক রেট
৭।চেক ,ব্যাঙ্ক,বিকাশে পেমেন্ট নেওয়ার সুবিধা।
৮।৫০০ টাকা মিনিমাম পে আউট
কিভাবে রেজিস্টার করবেন?
প্রথমে এই লিঙ্ক এ যান।
তারপর রেজিস্টার করুন।মেইল কনফার্ম করুন। place এ ক্লিক করে আপনার পছন্দের আড জোন দেখে নিন।
new place ক্লিক করুন। আড প্লেসের যেকোন টাইটেল দিন। আড সাইজ নির্বাচন করুন । submit এ ক্লিক করুন।next page এ zone e আপনার পছন্দ মত অপ্সন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে অই অড সাইজ নিবাচন করাই ভাল। ডোমেইন নেইম দিয়ে সাবমিট করুন । আড কোড সাইটে সাবমিট করুন।আর আয় করুন।

আমি Banner - 320 x 100 (Mobile Banner),Banner - 970 x 90 (Large Leader board, Banner 728 x 100 আড সাইজ ব্যবহার করতে বলব।কারন এতে সবসময় আড থাকে।

আজকের মত বিদায় নিচ্ছি।দেখা হবে পরের টিঊনে।

Level 0

আমি তুর্য আহামেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটের ঠিকানাটা দিন

ধন্যবাদ। সবই বুজলাম। বাট, এরা যে কত দিন ট্রাষ্ট থাকবে কে জানে!! এই রকম যে কত সাইট তৈরি হল আর গেল, তার তালিকা করতে গেলে প্রায় ৫০ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের একটি বিজ্ঞাপন সাইট রয়েছে আমাদের অ্যাড. কম। কিন্তু সেখান হতে কতজন টাকা/পেমেন্ট পেয়েছেন তা নিয়ে টিটিতে কেউ টিউন করেনি কিংবা চোখে পড়েনি। আসলে এই রকম বেশ কিছু সাইট তৈরি হয় মূলত ভিজিটর রিভিউ পাওয়ার জন্য। যাইহোক যদি ভাল হয় তো আর সবার ভাল হবে।

আসলে এই সাইট টি অনেক বড বড কম্পানির আড ইউজ করে।আর এর ডিজাইন আমার দেখা মতে ফ্রী নয়।তাই ফেক হওয়ার সুযোগ কম।আর আমাদের আড সত্যি একটি ভাল আড কম্পানি।এবং আমিও টাকা পেয়েছি।