ফ্রিল্যান্সিং করতে হলে জানতে হবে… ” অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি “- পর্ব-০২ (” আপনি কি ফ্রীলান্সিং কে প্রোফেসনালি মন মেনে নিতে পারছেন?? যদি পারে থাকেন তবে…..”)

কাজ জানেন কিন্তু নতুন হিসেবে আপনার কোন পোর্টফলিও নাই,তাই না? অন্যদের থেকে ধার করা পিএসডি অথবা স্যাম্পল নিজে ডিজাইন বা কোডিং করে বায়ারকে দেখাচ্ছেন? এটা আপাত দৃষ্টিতে খারাপ কিছু দেখছি না। তবে…
আপনি আপনার করা স্যাম্পল গুলো কিভাবে বায়ারকে দেখাচ্ছেন? ফ্রী কোন ইমেজ অথবা ফাইল শেয়ারিং সাইট থেকে? যেমন অনেকেই ড্রপবক্স থেকে হোষ্ট করে বায়ারকে বিডে স্যাম্পল হিসেবে দেখান। এখানেই প্রবলেম! :O
আপনি যাকে কাজের স্যাম্পল দেখাচ্ছেন সে কিন্তু প্রোফেসনাল। বুঝা গেছে ব্যাপারটা? তাই সে এমন কাউকে হায়ার করতে চাইবে যে রেডিমেড প্রোফেসনাল। আপনার কোডিং বা ডিজাইন এক্সপার্টনেস ভাল কিন্তু উপস্থাপনটাই হল ফ্রী কিছু দিয়ে। আপনি কি মনে করে কাজ পাবেন? ৮০% গ্যারান্টি দিলাম কাজ পাবেন না বায়ারের থেকে! কারণ প্রোফেসনালিজমে “ফ্রী” এর অবস্থান “শূন্য”! আর বাকি ২০% আনএক্সপেক্টেড!
portfolio
তাই,লাইভ প্রোজেক্ট দেখাতে না পারলেও অন্তত নিজের একটা পোর্টফলিও সাইট পেইড ডোমেইন দিয়ে করে ফেলুন। ডিজাইন রাখুন সিম্পল এবং সেখানে আপনার যাবতীয় কাজের স্যাম্পল সাজিয়ে বায়ারকে রেফারেন্স করুন। একটি পোর্টফলিও সাইট আপনাকে আপনার ব্রান্ডিং হিসেবে সাপোর্ট দিবে সবার কাছে। হয়তো ভেবে বসবেন, আয় রোজগার না হতেই পেইড ডোমেইন + হোষ্টিং কিনতে বলছি। একবার চিন্তা করে দেখুন, যে বায়ার আপনাকে কাজ দিবে, বা আপনার যার থেকে কাজ নিবেন সে আপনার কোন বিষয়টি দেখে কাজ দিবেন? বিষয়টি হচ্ছে আপনার “উপস্থাপনা”। ভালমানের উপস্থাপনা আপনার জন্য সেই বায়ারের মনে শুরুতেই জায়গা করে নিবে। আর আপনার কাজে পাওয়ার সুযোগও বেড়ে যাবে অনেকাংশে।
তবে, ডাইরেক্ট আপনার পোর্টফলিও সাইটের লিঙ্ক যেমনঃ (www.myfakesite.com) দিয়েন না ভুলেও। সরাসরি আপনার কাজের লিঙ্ক দিন। কারণ, বায়ারের এতো সময় নাই আপনার কাজ খুঁজে,দেখে তারপর আপনাকে হায়ার করবে। বায়াররা চায় স্ট্রেইট ফরওয়ার্ড বিড।
প্রোজেক্ট সিলেক্ট করে ভাল মত প্রতিটি লাইন পড়ুন তারপর প্রথমেই Hi বা Hello বলে সম্বোধন করুন। কখনও Sir বলে সম্বোধন না করাই উত্তম। এরপর যে কাজে বিড করবেন সেটা সম্পর্কে ২/৩ লাইনে বলুন এবং সাথে সর্বোচ্চ ৩টা কাজের স্যাম্পল উল্লখে করুন। এখানে বলে রাখা ভাল, অনেক বায়ারই একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল দেখানোর কথা বলেন দেন। তিনি যতটা চাইবেন ততটা দিন,যদি আপনার থাকে। নয়তো সর্বোচ্চ ৩টা উল্লেখ করুন। তবে কেউ বলুক আর না বলুক একগাধা স্যাম্পল শেয়ার করা কখনই উচিৎ নয়। তাই বায়ারের কাজের সাথে মিলে যায় এমন স্যাম্পল দিন এবং তারপর সময় এবং আপনার কাজে প্রাইজ দিয়ে বিড সাবমিট করুন।
কি বুঝা গেল ব্যাপারটা?
লিখাটি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখা। আশা করি নতুনদের কিছু হলেও কাজে আসবে।আপনাদের শুভ কামনায়…………শেষ করছি।

আমার লেখাগুলো ভালো লাগলে আমার বাংলা ব্লগ সাইট - এ এক্টিভ থাকার জন্য অনুরোধ করছি।

Level 0

আমি Sumon Web expert। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

acha ekdom jara new amar moto tara suru ta kivabe korte pare? i mean kon kaz theke start kora valo hobe? ei khetre apnar dik nirdeshona ki?

ভাই আমি আর একটু জানতে চাই। প্লিজ হেল্প

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।