ফরেক্স স্বল্প সময়ে ফতুর হয়ে যাওয়ার সহজ পথ জেনে নিন বিস্তারিত যা কেউ বলবে না

অনেকে শিরনাম দেখে অবাক হতে পারেন তবে আগেই বলি আমি আজ যা জানাব তা অনেকেই হয়ত জানেন না ফরেক্স সম্মপর্খে ভালো কথাই শুনে আসছেন সবাই আজ যা বলব তা উলট এবং সত্য প্রথমেই বলে নেই না জেনে কোন ধান্দাবাজ কমেন্ট করবেন না কাড়ন আমি ফরেক্স সম্মপরখে অনেক ভালই জানি বিশেষ করে এর কারিগরি পদ্ধতি । আমি ইউ এস এ থাকি এবং FXCM , Alphari এর মত ব্রোকার এ কর্মত ছিলাম এবং ফরেক্স ট্রেডিং তথা স্টক ট্রেডিং (Wall Street)  অনেক দিন ধরে জড়িত স্টক ট্রেডিং এ এখন জড়িত। এবার কাজের কোথায় আসি ।

ফরেক্স - কারেন্সি কেনা বেচার মার্কেট সবাই জানি অনেক তরুণ এবং নতুন রা আগ্রহী হচ্ছে এর সাথে এবং সর্বস্য হারাচ্ছে ফরেক্স এমন মার্কেট যেখানে আছে প্রচুর ঝুঁকি যা অন্য কোথায় (মানে কন বৈধ ব্যাবসায়) নেই প্রতিটা ফরেক্স ব্রোকার এ দেখবেন রিস্ক অয়ার্নিং দেয়া আছে ।

ফরেক্স অনেক বর মার্কেট তবে এখানে মাত্র ৫% লক লাভ করতে পারে বাকি ৯৫% লক লস করে ফরেক্স মার্কেট এ ফরেক্স মার্কেট এ  যারা সফল তাদের আছে বছর এর পর বছর এর অভিজ্ঞতা ফাইনান্সিয়াল এডুকেশন এবং কমপক্ষে ১৫,০০০ ইউ এস ডি বিনয়গ এটা একদম কম বিনিয়গ যারা সফল তাদের মধ্যে এরা প্রতিদিন ৮ ঘণ্টা মিনিমাম সময় বজায় করে ফরেক্স এর পেছনে এবার ভাবুন আপনি পারবেন করতে ফরেক্স ।

ফরেক্স যদি শিখতে চান লস করেই শিখতে হবে এর কন ব্যাতিক্রম নেই সব বর ট্রেডার অনেক টাকা লস করে ফরেক্স এ সফল আজ আপনি কত লস করতে পারবেন ৫/১০,০০০ ডলার লস করার ক্ষমতা আছে আপনার।

অবশ্যই স্টক ওয়ার্ল্ড ফাইনান্স সম্মপর্খে অনেক ভালো ধারনা প্রশিক্ষণ থাকতে হবে আপনার না থাকলে ফরেক্স আপনার জন্য না ।

ভালো ব্রোকার চুজ করা একটা ব্যাপার ব্রোকার হতে হবে অবশ্যই নো ডিলিং ডেস্ক কাড়ন ডিলিং ডেস্ক ব্রোকার নিজেরা ট্রেড করে এবং মানি মেক করে আপনার লস থেকে তাই ওইখানে যাবেন কিনা আগে ভাবুন হ্যাঁ এইটা ঠিক ওইখানে অনেক কম বিনিয়গ এ ট্রেড করা যায় বনাস নামের ফাঁদ আছে কিন্তু সবশেষে আপনি যা পাবেন তা হল সব টাকা লস ।

অনেকে এই এনালাইসিস ওই রোবট কত কিছু কইরা ফালাই লাস্ট এ মুখ কাল কইরা বইসা থেকে লস কইরা এমন আমি হাজার হাজার দেখছি ।

বাংলাদেশ ব্যাঙ্ক এর অনুমতি ছাড়া টাকা বিদেশে বিনিয়গ করা অবৈধ এবং বেয়ায়নি । ফরেক্স ট্রেডিং ব্রোকার বাংলাদেশ ব্যাঙ্ক বা কোন স্টক এক্সচেঞ্জ থেকে রেগুলেটেড না তাই তা বৈধ বলা চলে না তবে তা সম্পুর্ন অবৈধ ও না কাড়ন তাদের এন্টি মানি লন্ডারিং পলিসি থাকে এবং রেগুলেশন কোন না কোন দেশে থাকে । তবে যাই হক এটা বাংলাদেশ এ বিধ না এটা সত্য কথা আপনি কোন ভালো উকিল এর কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন ।

এত খারাপ হলে এত প্রচার প্রচারণা কেন কাড়ন আই বি কমিশন এবং এটি অনেক ভালো এমাউন্ট আপনি লাভ লস যাই করুন আপনার প্রতি ট্রেড এ সে কমিশন পেতে থাকে যা দিয়ে সে (আই বি) ভালই আয় করে । আপনাদের হয়ত মনে আছে কিছু দিন আগে ব্যাং এর ছাতার মত আমাদের দেশে গড়ে  উঠেছিল এম এল এম কোম্পানি যারা রাতারাতি কোটিপতি বানিয়ে দিত কন্তু মানুষ ফকির ছাড়া আর কিছুই হয় নি তখন কিভাবে আপনাকে পটাত মনে করুন এখন ফরেক্স এ তাই হচ্ছে । তখন তারা পটাত কাড়ন ভালো কমিশন পাবে এখন ও পটায় ভালো কমিশন এর আসায় এবং পায় ও কিন্তু যার লস যায় সে কিছুই পায় না ।

তবে কি ফরেক্স ভুয়া - আসলে না আমি কখনই বলি নি ভুয়া কিন্তু সবার জন্য না

  • আপনার যদি অনেক টাকা বিনয়গ করার ক্ষমতা থাকে
  • আপনার যদি সময় বজায় করার সময় থাকে
  • থাকে শেয়ার মার্কেট ওয়ার্ল্ড ফাইনান্স সম্মপরখে প্রচুর গ্ম্যান
  • থাকে শিখার আগ্রহ পরিশ্রম করার ক্ষমতা তাহলে আপনি হতে পারেন ফরেক্স এর একজন সফল ট্রেডার এবং হয়ত তখন অন্যা ব্যাসার চেয়ে আপনি এটাকেই ভালো মনে করবেন তবে এর জন্য অনেক কিছু প্রয়জন ।

অনেকে আছেন বাংলাদেশে যারা ভালো করছেন ট্রেডিং করে নট এস এ আইবি তাদের জন্য শুভ কামনা তাদের কাউকে জিজ্ঞাসা করলে আর সত্য জানতে পারবেন।

তবে আমার মতে ফরেক্স ব্রোকার এ স্টক ট্রেড করা কারেন্সি এর চেয়ে অনেক নিরাপদ আর যদি রিয়েল ব্রোকার এ করা যায় তাহলে আর ভালো ।

 

আর অনেক কিছু আছে ভাই যা এক পষ্ট এ বলা সম্ভব না জানতে চাইলে আমাকে ফেসবুকে নক করতে পারেন ।

facebook.com/jalalonline

[email protected]

Level 0

আমি জালাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

100% correct you are

সত্য কথা।

Level 0

আসলে আমাদের দেশের মানুষের অর্থনীতি এবং গ্রোথ সম্পর্কে জ্ঞান কম এবং সবাই অল্প সময়ে দ্বিগুন, তিনগুন, চারগুন টাকার মালিক হতে চায়৤ এটা পরিস্কার যে নো রিস্ক নো গেইন, হ্যাভ রিস্ক হ্যাভ গেইন, আপনি যদি অল্প সময়ে বড় ধরনের প্রোফিট করতে চান তাহলে আপনাকে বড় ধরনের লস খাবার প্রস্তুতি থাকতে হবে৤ আমি আমার অভিজ্ঞতা থেকে যতটা বুঝি, ব্যবসা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট থেকে বেশী প্রোফিট করা, ধরুন আপনি ব্যাংক হতে পাবেন সর্বো্চচ 10-12 পার্সেন্ট প্রতি বছরে, আর আমাদের এখানে সপ্তাহে 10-20 পার্সেন্ট প্রোফিট পেলে ও মন ভরে না, আর যখন সেখান থেকে কমে লস খায় , তখন হায় হুতাশ করে৤ প্রথমে আপনাকে গোল ফিট করতে হবে, এবং আপনার পুজি যদি অল্প হয় তাহলে প্রথমে পুজি ঠিক রেখে ব্যবসা করতে হবে, আর কন্টিনিউ ব্যবসা না করে, স্লাব, স্লাব প্রোফিট করে, পরবতৃী ইনভেস্টের জন্য অপেক্ষা করতে হবে, যা কি না আমাদের দেশের অনেকেই করতে পারে না, দেখা যায় প্রথমে ভালো প্রোফিট করে অপেক্ষা না করেই হুট হাট করে আবার বিনিয়োগ করে এবং ধরা খায়৤ ফরেক্স নিয়ে ও আমি অনেক অ্্যানালাইসিস করেছি এবঙ দেখেচি যে এতে বিনিয়োগ বেশী কিন্ত প্রোফিট কম ৤ ধন্যবাদ৤

এই পোস্ট না পরলে হয়ত জানতাম ি না । ধন্যবাদ আপনাকে

Level 0

Thanks ভাই।সত্য কথাটা অকপটে বলে গেলেন।সবাইতো শুধু লোভ দেখায়, লসের কথা খুব কম লোকেই বলে।