সাবধান !! ডাটা এন্ট্রি অপারেটরগণ… “datawork505 থেকে”

শুরু করা যাক আজকের টিউন datawork505 নিয়ে!!

আমি নিজে ঠকেছি, এই জন্য Techtunes এর সব মেম্বরদের আগে থেকে সতর্ক করে দিতে চাই। datawork505 হচ্ছে data Entry করার একটা Group যেখানে data entry কাজ করা যায় বা data entry এর কাজ নিতে হয় । DataWork505 নামে এই group টি  ধোঁকাবাজ । তাদের Email হচ্ছে [email protected] এবং Skype ID হল datawork505

তো skype এ ওদের সাথে Contact করলে ওরা দুইটা Link দেবে। একটা Software আর একটা PDF file আকারে নির্দেশিকা । নির্দেশিকাতে বলা আছে কাজ পেতে গেলে ৩৫০ টাকা বিকাশে পে করে আপনাকে User id & Password নিতে হবে । এবং পে করার ৩০ মিনিটের মধ্যে আমাদের support center থেকে আপনার সাথে Contact করা হবে ।

তো আমি নির্দেশিকা দেখে skype এ ওদের সাথে কথা বলে ওদের বিকাশ account নাম্বার টা নিলাম এবং ৩৫০ টাকা পে করলাম । তারপর ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ তো দুরের কথা ২ / দুই  দিন পেরিয়ে গেল কোন যোগাযোগ করেনি বা ইমেইল এ ও কোন বাত্রা পাঠায়নি । এখন skype এ ফোন দিলে ফোন রিচিভ করে না , SMS করলে sms এর কোন Replay করে না ।

তাই আপনারা একটু সতর্ক থাকবেন datawork505 থেকে ।

Skype : ruhulunsmart
FB : facebook.com/ruhulunsmart

Level 0

আমি Ruhul Amin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমার কাছ থেকে প্রায় ৪-৫ মাস আগে এভাবে ঠক খাওয়েছে। ওদের নাম্বারে কল দিলেও রিসিভ করে না। এবং এখন নাম্বার বন্ধ।
ওরা ওদের ইমেইল অটো রিপ্লে করে রেখেছে। যার জন্য মেসেজ দিলেই , আপনাকে মেসেজ দিই……।
পুরাই ভুয়া এই dataworke505 ওদের মত চিটার কে সামনে পাইলে। ওর জীবনের মত চিটারের শিক্ষা দিয়ে দিতাম…………
আমি পোস্টটি করতে চেয়েছিলাম , আপনি করাতে ভালই হল……।
সবাই সতর্ক থাকবেন এই চিটার এর ফাদ থেকে…।

Level 0

সর্তকতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ।

কাজ করে টাকা আয় করব , ব্যায় নয়।
যদি ব্যায়ই করতে হয় তাহলে ব্যবসা করব অন্যকে দেব কেন ?
সত্‍পন্থা অবলম্বনকারীরা কখনই কাজ দেয়ার বিনিময়ে আপনার কাছে টাকা চাইবেনা ..
তাই একটু সতর্ক হলেই এধরনের প্রতারণা এড়ানো যাবে ..

Level 0

thanks for sugggg

আমিও আপনার মতো ঠকেছি । 🙁

Level 0

আমিও এই ফান্দে পরতে নিছিলাম……… যাইহোক পরে ভালো করে খোজ খবর নিয়ে দেখি এইসব ভুয়া…….. তাই আর বিকাশ তো করিই নি উল্টো মেইলে তাদের ইচ্ছামত ধোলাই দিয়েছিলাম…….. তারা কাজের এ্যডের মধ্যে টাকার কথা লিখে না পরে মেইল করলে টাকার কথা বলে………

Level 0

আমিও ভাই ওদের সঙ্গে যোগাযোগ করছিলাম ৩-৪ মাস আগে। যখন ওরা আমার থেকে টাকা চাইল তখনি বুঝলাম যে ওরা ভুয়া। তাই আর টাকা পাঠাই নাই, কারন টাকা দিয়ে কাজ পাওয়া, আর Destiny তে কাজ করা আমার কাছে একই কথা।