Graphic River এ ডিজাইন বিক্রি করার মাধ্যমে ইনকাম করুন। খুব সহজে। বিড করার ঝামেলা নাই!!!

Graphic-riverঅনলাইনে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। এসবের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, গুগলের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়, ইকমার্স, আর্টিকেল রাইটিং ইত্যাদি। তবে আমরা সচরাচর যেটি সম্পর্কে বেশি শুনে থাকি সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এখানে বিডের মাধ্যমে কাজ পেতে হয়। আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা এ আউটসোর্সিং করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করছে। আউটসোর্সিং করার মাধ্যমে তারা তাদের ক্যারিয়ারকে করেছে সাফল্যমন্ডিত। যদিও বিডের মাধ্যমে কাজ পাওয়াটা একটু কঠিন। কিন্তু একজন ডিজাইনার যদি বিডের মাধ্যমে কাজ না পান, তারপরও সে তার তৈরীকৃত ডিজাইনগুলি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারেন। তেমন একটি মার্কেটপ্লেস graphicriver.net হচ্ছে । আজ আমি  এই সাইটটি সম্পর্কে আলোচনা করব।

মনে করুন আপনি একজন ডিজাইনার। আপনি ভাবলেন এ ডিজাইনের কাজটি করে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন। প্রথমেই চিন্তা করলেন ফ্রিল্যান্সিং করবেন। সে অনুযায়ী বিভিন্ন ডিজাইনের কাজে বিড করতে শুরু করলেন। যদি আপনার ভাগ্য ভাল হয় তাহলে অল্প কিছু বিড করেও কাজ জুটে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নতুন ডিজাইনারদের জন্য কাজ পাওয়াটা বেশ কঠিন। তো আপনার যোগ্যতা থাকা সত্বেও আপনি যদি প্রথম দিকে কাজ না পান তাহলে আপনার মনে স্বাভাবিকভাবেই হতাশার সৃষ্টি হতে পারে। দেখা গেল এ হতাশার কারণেই আপনি বিড করা বাদ দিয়ে দিলেন এবং অনলাইনে উপার্জনের আশা ছেড়ে দিলেন। এক্ষেত্রে আমি শুধু বলব আপনার হতাশ হওয়ার মত কিছুই হয়নি। কারণ ডিজাইনারদের জন্য ফ্রিল্যান্সিং ছাড়াও অনলাইনে উপার্জনের আরো অনেক উপায় রয়েছে।

1

আপনি আপনার তৈরীকৃত ডিজাইনগুলি বিক্রি করেও অনলাইন থেকে আয় করতে পারেন। অনলাইনে আপনার ডিজাইন বিক্রি করার জন্য বেশ কিছু সাইট রয়েছে। এসব সাইটের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি সাইট হচ্ছে graphicriver.net. সহজ কথায় গ্রাফিক রিভার একটি অনলাইন বাজার। তবে এখানে আপনি প্রথাগত বাজারের ন্যায় একটি ডিজাইন একবার নয় বরং একাধিকবার বিক্রি করতে পারবেন। আপনার কাজ শুধু সুন্দর একটি ডিজাইন তৈরী করে জমা দেওয়া। ডিজাইনটি গ্রাফিক রিভার সাইট কতৃক গৃহীত হলে বাকি কাজ ওরাই আপনার জন্য করে দেবে। এরপর আপনার ডিজাইনের জন্য একটি মূল্য নির্ধারণ করা হবে। এ মূল্যটি আপনার ডিজাইনের কোয়ালিটির উপর ভিত্তি করে $১ থেকে $১০ পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে প্রতিবার বিক্রির জন্য আপনার ডিজাইনের নির্ধারিত মূল্যের 40% আপনাকে প্রদান করা হবে।

2

কি ডিজাইন করবেন

চলুন এবার দেখা যাক আপনি কি কি ডিজাইন এখানে সাবমিট করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিজাইন এখানে সাবমিট করা যায় যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশিওরস, ডিজাইন টেমপ্লেটস, ওয়েব এলিমেন্ট,  অবজেক্ট গ্রাফিক, টেক্সারস, ভেক্টর গ্রাফিকস, আইকনস ইত্যাদি। এছাড়াও আপনি ওয়েব ডিজাইনের বাটন, ফরমস, নেভিগেশন বার ইত্যাদি তৈরী করে আপলোড করতে পারেন।

3

আপনি এখান থেকে কী পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন সে আলোচনায় আমি পরে যাব। তার আগে আমি আরও কিছু বিষয় উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয় জানেন গ্রাফিক রিভার এনভাটো মার্কেটপ্লেসের আওতাভুক্ত একটি ওয়েবসাইট। এনভাটো মার্কেটপ্লেসের ডিজাইন সংক্রান্ত আরও কিছু সাইট রয়েছে। যাহোক বন্ধুগণ আমরা আমাদের মুল আলোচনায় ফিরে যাই। আপনি যদি গ্রাফিক রিভারে আপনার কোন ধরণের জিজাইন আইটেম বিক্রি করতে চান তাহলে আপনাকে আপনার ডিজাইনের কাজের ব্যাপারে কিছু লক্ষ্যমাত্রা আগে থেকেই নির্ধারণ করে রাখা খুব গুরুত্বপূর্ণ । এটি আপনার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে যা আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সহায়ক হবে।

যাদের গ্রাফিক রিভার সাইটে একাউন্ট নেই তারা আজই একটি একাউন্ট খুলে রাখতে পারেন। এখানে সাইনআপের প্রক্রিয়া অন্যান্য সাইটের মতই। তবে সাইনআপ করার সময় কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। নিম্নে বিষয়গুলি উল্লেখ করা হল:

১. প্রথমে ইউজারনেম, ইমেইল এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রাফিকরিভার সাইটে সাইন আপ করুন।

২. এরপর আপনার প্রোফাইল পেজটি পূরণ করুন আকর্ষণীয়ভাবে (এক্ষেত্রে আপনি নিজে কেমন সেটি না লিখে বরং কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে লিখুন।)

৩. এসমস্ত সেটিংস কমপ্লিট হয়ে গেলে আপনার ডিজাইন আপলোড করুন।

৪. একবার ডিজাইন আপলোড করা হলে গ্রাফিকরিভার সাইট কর্তৃপক্ষ ৭২ ঘন্টা সময়ের মধ্যে আপনাকে জানিয়ে দিবে আপনার ডিজাইনটি গৃহীত হয়েছে কি হয়নি।

৫. আপনার ডিজাইনটি একবার গৃহীত হয়ে গেলে সাইট কর্তৃপক্ষ এটির একটি মূল্য নির্ধারণ করে দেবে এবং এটি এই বিশাল মার্কেটপ্লেসে বিক্রয় শুরু হবে।

4

আয়ের পরিমাণ

মনে করুন আপনার আপলোডকৃত ডিজাইনটি গৃহীত হল এবং এটির মূল্য ধরা হল ২ ডলার। তাহলে এটি যদি মাসে ৩০ বার বিক্রি হয় তবে মাস শেষে আপনার আয়ের পরিমান দাড়াবে ৩০x২=৬০ ডলার। তো আপনি যদি মাসে ৫ টি ডিজাইন আপলোড করতে পারেন এবং সবগুলিই সাইট কতৃক গৃহীত হয় তাহলে আপনার মাসিক আয় হবে ৫x৬০=৩০০ ডলার।

পরিশেষে বলব যথাসম্বভ সুন্দর একটি ইউনিক ডিজাইন করুন। হতে পারে এটি কোন ভেক্টর গ্রাফিকস, আইকনস ইত্যাদি। আপনার ডিজাইন যত নান্দনিক এবং আকর্ষণীয় হবে এটির মূল্য তত বেশি ধরা হবে এবং বিক্রির পরিমানও অনেক বেড়ে যাবে। আর এর ফলে আপনার উপার্জনও ফুলে ফেঁপে উঠবে।

তো বন্ধুগন সামনে আবার হাজির হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

  পূর্বে এখানে প্রকাশিত হয়েছে। দেখে নিতে পারেন

Level 0

আমি Raselkhulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am happy to join techtunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ai website ta ekhon envato market place hoye gase, kaj kora jabe?

Level 0

এত টাকা তুলব কিভাবে….সেটাইত বলেন নাই

Level 2

TNX

Level 2

Vai Digine Uplode korbo kamne?