ফ্রিল্যান্সিং এ কেন সফল হচ্ছি না?

আমি কাজ জানি

অনেক ব্যস্ততার মাঝেও আজ এই পোস্টটি লিখলাম। কারণ মেইল, ফোন, কমেন্ট, পোস্ট, ইত্যাদিতে গত ১ মাসে ১০০০+ পোস্ট এসেছে যার মুল কথা-ভাই আমি গ্রাফিক্স ডিজাইন জানি, ওয়েব ডিজাইন জানি, এসইও জানি, ওডেস্কে বিড করি কিন্তু কাজ পাচ্ছি না। আবার আমি এটাও জানি অনেকে সত্যি অনেক ভালো কাজ জানেন কিন্তু কাজ পান না। ভাই, আমরা সবাই জানি, ক্ষুদ্রের মধ্যেই বৃহত্তের সৃষ্টি। সব কিছু একসাথে শেখার চেষ্টা করবেন না। যেকোন একটা চাহিদা সম্পন্ন প্রোগ্রাম বেছে নিন। ওটার আগাগোড়া খেয়ে ফেলুন। ওটার মাষ্টার হয়ে যান। ইনফোনেট কেন, কোন প্রতিষ্ঠানই আপনাকে মাষ্টার বানাতে পারবেনা।

কারণ মাষ্টার হওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে ফলোও করলে চলবেনা, গুগল মামা তো আছেই, আর গ্রাফিক্স রিভার, ৯৯ডিজাইন, পিএসডিটুট্স সহ অনেক বড় বড় সাইট আছে। এ সব সাইটে আপনি শেখার পাশাপাশি তাদের করা ডিজাইন গুলো ফলোও করুন। তাদের টিউটোরিয়াল দেখে নিজে করার চেষ্টা করুন। এভাবে উক্ত ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে নিজের মত চিন্তা করে আরো কিছু ডিজাইন করুন। যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটা আপনার পোর্টফলিওতে ডিসপ্লে করুন। আর আপনার বুক, ইনফোনেট গ্রুফ ইত্যাদিতে আপলোড করে সবার ফিডব্যাক/পরামর্শ নিন। এতে করে সবার সাথে আপনার যোগাযোগ থাকলো, সবাই জানলো আপনি ভালো গ্রাফিক্স জানেন। সবাই যদি খুব ভালো ফিডব্যাক দেয় তাহলে গ্রাফিক্স রিভার, ৯৯ডিজাইন, এ আপনার ডিজাইন/পণ্যটি ডিসপ্লে করুন। অন্য সবারগুলো দেখে নিজ থেকে মিডিয়াম একটা দাম নিধারর্ণ করুন। যেমন $৫, তাহলে যতবার আপনার ডিজাইনটি বিক্রি হবে, আপনি ৫ ডলার করে পেয়ে যাবেন। আর যারা ওয়েব ডিজাইন করতে চান তারা ইনফোনেট থেকে শেখার পরও এডভ্যান্স শিখতে হলে w3schools.com থেকে শিখতে পারেন। যারা সবসময় অনলাইন থাকতে পারবেন না তারা w3schools এর অফলাইন ভার্সনটি নিয়ে নিতে পারেন। ওয়েব ডিজাইনের জন্য পিএইচপি, ওর্য়াডপ্রেস ভালো করে শিখুন, ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্সসহ বড় বড় মাকের্টপ্লেসে ওর্য়াডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর বিপুল চাহিদা। আপনি চাইলে আপনার করা থিমটি থিমফরেস্ট এ বিক্রি করতে পারেন। যতবার বিক্রি হবে প্রতিবার আপনি সমমূ্ল্য পাবেন।

বর্তমানে থিম ফরেস্ট এ সবার্ধিক বিক্রিত ওয়ার্ডপ্রেস থিম হলো এভাডা যা ৪৫ ডলার দামে মোট ৮১১ বার বিক্রি হলো। আরো হাজারো পথ আছে আয়ের কিন্তু মূল কথা হলো আপনাকে ভালো কাজ জানতে হবে। ভালো কাজ জানলে ভাই, সবাই আপনার পেছনে ঘুরবে, আপনাকে কারো পেছনে ঘুরতে হবে না। আর আপনি চাইলেও এটা থেকে দুরে যেতে পারবেন না। যেমন আমার এপ্রিলে ফাইনাল পরীক্ষা কিন্তু একটা সিনিয়র ভাই আমাকে তার কম্পানির ব্রশিয়ার ডিজাইন করতে বল্লো, আমি অনেকজনের কথা বল্লাম যারা আমার চেয়ে গ্রাফিক্স এ সত্যিকার অর্থেই খুব ভালো, তা ছাড়া ওয়েব ডিজাইন শেখার প্রায় দু বছর ভালো কোনো ডিজাইন এ হাত পড়েনি। খুব ক্লোজ বড় ভাই(মাল্টিব্রান্ড অটোমোবাইল্স লিমিটেড এর মালিক জসিম ভাই) তাই না করতে পারিনি। ডিজাইনটি শুরু করলাম,

ফ্রন্ট পেইজটি কেউ চাইলে দেখতে পারেন। http://prntscr.com/wsema

আসল কথা হলো কাজ জানলে আপনাকে কাজ খুজতে হবে না, কাজ আপনাকে খুজে নেবে। ওডেস্ক কেন? দেশের যেকোন প্রিন্ট মিডিয়ায় আপনি ভালো স্যালারীতে জব করতে পারেন। আমার এক বন্ধু মাধ্যমিক পাশ করেই একটা ফার্মে ঢুকলো ডিজাইনার হিসেবে এখন চার বছর হলো তার স্যালারী ৬৫ হাজার!!!, সে ওডেস্কে কাজ করার সময়ই পায় না। আগ্রহীও নয় কারণ দেশীয় বড় বড় কম্পানির করেই কুলোতে পারে না। তাই মুল কথা হলো কাজ জানতে হবে। ব্যাসিক নয় এডভান্স, যেমন বেশীর ভাগই তো বাংলা পড়তে জানে কিন্তু কয়জন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়? তাই শুধু বাংলা রিডিং/ব্যাসিক নয়, শিখতে হবে এডভান্স(ডাক্তার/ইঞ্জিনিয়ার হতে হবে)

 

সফলতা হাতের মুঠোয়:

উপরের যেকোন প্রোগ্রামে মনে করুন আপনি নিজেকে দক্ষ করে তুললেন, এবার ওডেস্কে কাজ করতে চান। প্রথমে আপনার দরকার একাউন্ট করা, একাউন্ট ১০০% করা, আপনার দক্ষতা প্রমাণের জন্য উপযুক্ত পোর্টফলিও, পরীক্ষা দেওয়া। আর ১০০% নিশ্চিত কাজ পাওয়ার কৌশলগুলো দেখতে পারেন, আমার চারটি পাওয়ার পোস্ট থেকে। আরও কিছু কথা, কাজ পাওয়া বড় ব্যাপার নয়, ব্যাপার হলো ক্লায়েন্ট যা চায়, সেটা তার মনের মত করে করতে পারা। আর সময়মত সেটা শেষ করা। আপনি কাজ পেলেন কিন্তু সেটা সময়মত দিতে পারলেন না, হতে পারে আপনার এই কাজের উপর বায়ারের অনেক কিছু নির্ভর করে। তাই যেকোন ভাবেই হোক সময়মত শেষ করুন। আপনার কাজে সন্তুষ্ট হলে বায়ার বার বার আপনাকেই কাজ দেবে। আর যদি আপনি কাজটি সময়মত করতে না পারেন বা কাজে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আপনাকে ফিডব্যাক দিবে না, মনে রাখবেন, অনলাইনে কাজের ডলারের চেয়ে ফিডব্যাক বেশী গুরুত্বপুর্ণ। কারণ ভালো ফিডব্যাড অনেক বড় বড় কাজ, অনেক বেশী কাজ পেতে ৯০% ভুমিকা রাখবে।

 

টাকা পাওয়ার নিশ্চয়তা:

অনেকের অভিযোগ, ভাই কাজ শেষ করলাম কিন্তু বায়ার টাকা দিচ্ছে না, নানা রকম তাল বাহানা করছে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে, আমি আমার আগের পোস্ট গুলোতে উল্লেখ করেছি, কিভাবে ভ্যারিফাইড বায়ার চুজ করবেন, কোন কোন দেশের বায়ারের কাজ করবেন? এখানে অনেকগুলো কৌশলও আছে, এব্যাপারে আর বিস্তারিত বললাম না সবাই কষ্ট করে এই পোস্ট টি দেখুন। এরপর আসুন বায়ারের কাজ করলেন কিন্তু বায়ার টাকা দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করুন। তারপর আপনি ওডেস্ক কে জানান, ডানপাশে হেল্প এন্ড কমিউনিটি থেকে একদম নিচে টিকেট নামে একটা অপশন পাবেন। সেখানে নিউ হেল্প টিকেট এ যান। আপনার প্রবলেমের কথা বলে এন্ড ডিসপিউট এ আপনার এমাউন্ট দাবি করুন। ওডেস্কে প্রথমে বায়ারকে আপনার টাকা দিতে বলবে, ক্লায়েন্ট যদি সেটা গ্রহণ না করে তাহলে ওডেস্ক যাচাই বাচাই শুরু করবে এবং আপনার অভিযোগ সঠিক হলে ক্লায়েন্টকে জরিমানাসহ আপনার টাকা বুঝিয়ে দিতে হবে। সে যদি ৪৮ আওয়ার্স এর মধ্যে কোন এন্স না দেয় বা অভিযোগ অস্বীকার না করে তাহলে ওডেস্ক নিজেই তার একাউন্ট থেকে আপনার পাওয়া মিটিয়ে দেবে। তাই কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা ১০০%। আর যদি আপনি আওয়ারলি রেইটে কাজ করে তাহলে প্রতি ১৫ মিনিট পর পরই আপনার কাজের টাকা চলে আসবে।

আপনারা হাজারো প্রশ্ন করেন, ভাবলাম আজ সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু ভাই সময় কম, তাই অত্যান্ত সংক্ষেপে কয়েকজনের উত্তর দিলাম, তবুও আপনাদের আরো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। উত্তর দেওয়ার চেষ্টা করবো।

 

Level 0

আমি kochuripana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিঊনটি অনেক সুন্দর হয়েছে।আমি একজন নতুন ডিজাইনার অর্থাৎ শিখছি, আপাতত ফটোশপ শিখছি।তাই কোন কাজে বিড করছি না ভালভাবে শিখে বিড করব ভাবছি,আমার একটা প্রশ্ন সাধারণত ফটোশপের উপর কি ধরনের কাজ পাওয়া যায়?ধন্যবাদ।

    @ক্ষতিয়ান: comment er jonno donnobad,
    photoshoper upor onnek kaj pawa jai purbe jesob kaj illustrator a kora hoto akhon sei kaj gulo onayasei photoshop diye kora jai..jemon, logo design, banner design, flyer design, businees card design, brochure ittadi…

Level 0

Bangladesh vs Sri lanka Khela Dekhun Online Free>> http://www.vison21.com/2013/03/ten-cricket.html

Level New

ভাই কচুরীপানা, ফ্রীল্যান্স বা ওডেক্স এ কি ফটোশপ, ইলাস্ট্রেটর রিলেটেড কোন কাজ আছে? কারন আমি উল্লেখিত সফটওয়্যারে ডিজাইনের কাজ করি। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছি এবং আউটসোর্সিং এ আগ্রহী। টিউনার আমার গ্রশ্নের উত্তর দিলে ভাল হয়।

    @Ridwan Ahmad: photoshoper upor onnek kaj pawa jai purbe jesob kaj illustrator a kora hoto akhon sei kaj gulo onayasei photoshop diye kora jai..jemon, logo design, banner design, flyer design, businees card design, brochure ittadi…

আপনার একটা ইনফরমেশন একটু ভুল আছে। AVADA থিমটি এ পর্যন্ত ১৪০০০ বারের বেশি বিক্রি হয়েছে। আর সর্বাধিক বিক্রিত থিম হচ্ছে u-design , ২৫০০০ এর উপরে ৳৫৫ করে। আসলে নতুনদের জন্য এটা inspiration. আশা করি ভুল ধরাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    @অর্জুন: thnx, Orjun vai…actually amio dekhesi…avada’r ata notun version…r sobai link tite gele 811+ e dekhbe tai bola donnobad

apnar design er Audi car er picture ta aamr mobile er wallpaper. design ti sundor hoyse.

Level 2

ভালো লাগল, টিউনারকে ধন্যবাদ।

Level 0

Thank u uthsahitoow holam

Level 0

Bangladesh Railway job circular recently published, see details below
Bangladesh Railway job circular