এএমিপ কি? সেরা ১০টি এএমপি ব্লগার টেমপ্লেট ফ্রি

এএমিপ কি? সেরা ১০টি এএমপি ব্লগার টেমপ্লেট ফ্রি

আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীইত আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এএমিপ কি? এএমপি টেমপ্লেট ব্যবহার করার কারনে আপনার ওয়েবসাইটের গতি হবে দ্বিগুন। বিশ্বাস না হলে আমার সাইটটি দেখতে পারেন অথবা এএমপি টেমপ্লেট ইনষ্টল করে আপনি আপনার ওয়েব সাইট চেক করতে পারেন।

এটি বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। অ্যাডসেন্স বা অন্যান্য বিজ্ঞাপণ ডেস্কটপ যেমন দেখায় মোবাইলেও তেমন দেখাবে তাই আপনার উপার্জন আগের থেকে অনেক বেশি হবে।

গুগল আলাদাভাবে আপনার ওয়েব সাইট র‍্যাঙ্ক করে। এএমপি ওয়েব সাইট বর্তমানে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। গুগল এএমপি ব্লগার ব্যবহার করার জন্য এএমপি টেমপ্লেটগুলি ব্যবহার করতে হবে। আজ আপনাদের সাথে ১০টি এএমপি টেমপ্লেট শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি-তে নীচের লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

আশাকরি আপনাদের অনেক কাজে আসবে সমস্যা হলে জানাবেন।

নিজের ব্লগকে আরও সুন্দর করার জন্য আমরা সবাই খুঁজি সুন্দর একটি টেমপ্লেট। আপনারা যারা ব্লগে এডসেন্স ব্যবহার করবেন তাদের জন্য আজকের এই টেমপ্লেটটি থাকবে ফুল ভার্সন ফ্রিতে।

  Download Link : https://shorturl.at/7XHhk

 

 টেমপ্লেট ইউজার ফ্রেন্ডলি কি না, লোডিং টাইম কম কি না, রং, স্টাইল এসব বিষয় মাথায় রেখে আর আপনার ব্লগের সাথে সঙ্গতি রেখে টেমপ্লেট নির্বাচন করুন। আমার এই টেমপ্লেটটা অনেক ভাল লেগেছে।

ফুটার লিংক এডিট করার জন্য প্রথমে Blogger log in করে Template এ যান তারপর Edit html কিবোর্ড কমান্ড Ctrl+f চেপে <footer> এরপর এডিট করুন।

 

আর একটা কথা কারো ব্লগ অথবা এডসেন্স এপ্রুভ করানো লাগেল যোগাযোগ করতে পারেন। ইমেইল: [email protected]

website link: http://www.golammostafa.com

Level 0

আমি এসএমজি মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস