কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন

Level 2
১ম বর্ষ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ

বর্তমান যুগে আমরা wifi এর সাথে সবাই পরিচিত। আমরা অনেকে জানিনা কিভাবে Wifi পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আপনি কি জানতে চান কিভাবে wifi পাসওয়ার্ড পরিবর্তন করে? তাহলে আজকের সকল তথ্য আপনার জন্য। আপনারা নতুন ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকেন  তাদের কাছে এটি একটি ঝালেমার বিষয়। তবে পাসওয়ার্ড পরিবর্তন করা এত টাও কঠিন বিষয় না। কিভাবে wifi পাসওয়ার্ড পরিবর্তন করে-সে সকল বিষয় জানতে পারবেন। আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনার ঘরে থাকা রাউটার থেকে কিভাবে সেটা জেনে নিবো। নিজেদের পরিচিত মানুষদের অনেক সময় আমরা wifi পাসওয়ার্ড দিয়ে থাকি। এতে করে দেখা যায় পাসওয়ার্ড একজন থেকে একাদিক মানুষের কাছে চোলে যায়। পরবর্তীতে একটু সমস্যার মুখ-মুখী হতে হয় আমাদের। আপনি জানেন পাসওয়ার্ড একজনের কাছে দেওয়া আছে। কিন্তু রাউটারে লগইন করলে দেখা যাই অনেক ডিভাইস কানেক্টেড হয়ে আছে।

 

এই অবস্থায় নিশ্চই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে মনে চাইবে স্বাভাবিক। পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনাকে সহজ কিছু বিষয় মানতে হবে। শেষ পর্যন্ত সকল তথ্য ভালো করে পড়লে আপনি সেই  রুলস গুলো জেনে যাবেন এবং রুলস ফলো করে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

 

Wifi পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে রাউটারে লগইন করতে হবে। কিন্তু অনেকে জানেনা কিভাবে রাউটারে লগইন করতে হয়। তারা বুজতেও পারে না কারা কারা  কানেক্ট হয়ে আছে। শুধু অনুভব করতে পারে ইন্টারনেট স্লো কিন্তু বুঝতে পারেনা। যদি আপনি এই সমস্যার মুখ মুখী হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য।

ওয়াইফাইয়ের কিছু বেসিক তথ্য


ওয়াইফাই কি? আমাদের অনেকের অজানা। আমরা যারা জানিনা তাদের জন্য ব্যসিক কিছু তথ্য দেওয়া হলো। wifi এর পূর্ণরূপ Wireless Fidelity। wifi হচ্ছে তাঁর বিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক সেবা।  যার ফলে হাতে থাকা যেকোনো স্মার্ট ডিভাইসের সাথে সহজে ইন্টারনেট কানেক্ট হয়ে যায়। মূলত উচ্চ রেডিও ফ্রিকোয়েন্সী ওয়েব ব্যবহার করে আমাদের ইন্টারনেট সেবা প্রদান করে।

 

ওয়াইফাই সাধারনত তিন ধরনের হয়ে থাকে, যেমন:

 

১. হটস্পট ওয়াইফাই

২. আইইইই ৮০২.১১

৩. লাই-ফাই

ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেক করবেন?


কিভাবে আমাদের wifi পাসওয়ার্ড বেরকরতে পারবো সেটা আমরা জানব। আমরা অনেক সময় আমাদের নিজেদের wifi ব্যবহার করে থাকি কিন্তু পাসওয়ার্ড জানিনা সেক্ষেত্রে আপনাকে প্রথমে tplinkwifi এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে এ্যডমিন অপশনে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে রাউটারে প্রবেশ করতে হবে। আপনি ইউজার নেম ও পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন তবে সেখানে ডিফোল্ট পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম admin, পাসওয়ার্ডও admin দিয়ে লগইন করতে হবে। তারপর wireless এ গিয়ে wireless security তে গেলেই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন।

আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে?


আমাদের অজান্তে অনেকে আমাদের wifi ব্যবহার করে থাকেন। যার ফলে আমাদের ইন্টারনেট স্লো অনুভব হয়। ইন্টারনেট স্লো হওয়ার পেছনে অতিরিক্ত উজারদের হাত রয়েছে। আপনার wifi উজার বেসি হলে ইন্টারনেট স্পিড কমে যাওয়া টা অস্বাভাবিক কিছু না। আপনার হাতে থাকা মোবাইল ফোন ধারা সহজে আপনি ব্যবহারকারী দেখতে পারবেন। কিন্তু কিভাবে?

 

উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে দেখতে চান তাহলে আপনাকে ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার নামে কটি পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করতে হবে। আয়ে  এতে করে আপনি খুব সহজে আপনার ইন্টারনেটে সংযুক্তদের দেখতে পারবেন। কোনো জামেলা ছাড়া সরাসরি ডাউনলোড করে ওপেন করলে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করতে শুরু করবে। সফটওয়্যারটি কাজ করা শুরু করলে স্ক্যানিং লেখা দেখে বুঝতে পারবেন। নিচে কানেক্টেডদের দেখাবে। আমরা অনেকে আইপি এড্রেস আর ম্যাক এড্রেস এর সাথে পরিচিত না তবে ভয় পাওয়ার কিছু নেয়।

 

আপনি শুধু ডিভাইসের নাম গুলো পড়বেন। সে ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাডাপ্টর নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখে  ধারণা পেতে পারেন। এতে করে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার ডিভাইসে আর কোনটা অন্যদের। যদি আপনি tp-link রাউটার ব্যবহার করে থাকেন তবে পিসি বা স্মার্ট ফোন প্রসেস এক ধরনের।

 

আপনাকে TL-WR841N (tplinkwifi.net) এই লিংকে প্রবেশ করে ডমিন ইউজারনেম  পাসওয়ার্ড দিয়ে রাউটার লগইন করতে হবে। সেখানে wireless এ গিয়ে wireless statistics এ গেলে দেখতে পারবেন আপনার wifi কে কে ব্যবহার করতেছে। সব কিছু ঠিক থাকলে আপনার wifi নিরাপদ রাখতে হবে। নিরাপদ রাখার একটাই পদ্ধতি পাসওয়ার্ড পরিবর্তন।

আপনার ওয়াইফাইয়ের নাম কিভাবে চেঞ্জ করবেন?

আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারলেও অনেকে জানিনা কিভাবে wifi  নাম পরিবর্তন করতে হবে। আগের মতো করে আপনাকে প্রথমে রাউটারে প্রবেশ করতে। তারপর। Wireless এ গিয়ে  Wireless Network Name এ ক্লিক করে সেভ করতে হবে। তাহলে আপনার wifi নাম পরিবর্তন হবে।

ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন?


wifi পাসওয়ার্ড পরিবর্তন করতে আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে পূর্বের পদ্ধতি অনুসরণ করতে হবে। রাউটার প্রবেশ করে। wireless এ ক্লিক করে wireless security ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন। তারপরে আগের পাসওয়ার্ড রিমুভ করে নতুন পাসওয়ার্ড টাইপ করে সেভ কবলে পরিবর্তন হয়ে যাবে।

 

Level 2

আমি ইমন সিকদার। ১ম বর্ষ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস