VGR V-937 Trimmer Review – কেমন হবে এই দাড়ি চুল কাটার মেশিনটি

VGR বাংলাদেশের বাজারে একটি অতিপরিচিত নাম না হলেও চাইনিজ এই ট্রিমার ও শেভার ব্রান্ডটি তার লুক, ব্যাটারি ব্যাকআপ এবং পারফর্মেন্স দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সকলের নিকট জনপ্রিয়তা আল্ভ করেছে। VGR এর যতগুলো ট্রিমার আছে এগুলোর মধ্যে VGR V-937 বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন।

প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমরা বিস্তারিত আলোচনা করবো VGR V-937 এর বিভিন্ন ফিচার, ভালো দিক, খারাপ দিক এবং কোথায় অরিজিনাল ভিজিয়ার ভি-৯৩৭ ট্রিমারটি কিনতে পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত।

আকর্ষণীয় বক্স

VGR V-937 এর যে দিকটি সবার আগে আপনাকে আকর্ষণ করবে সেটি হচ্ছে এর প্যাকেজিং। একটা সময় ছিলো ছেলেদের গিফট হিসেবে মানিব্যাগ, সানগ্লাস এবং ঘড়ি বেশ জনপ্রিয় ছিল তবে বর্তমান সময়ে ছেলেদের গিফট আইটেম হিসেবে ট্রিমার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই বক্সটি খুবই প্রিমিয়াম ভাবে ডিজাইন করা হয়েছে। দেখে আপনার কাছে ফোনের বক্সও মনে হতে পারে।

ট্রিমারের ডিজাইন

বক্স দিয়ে কি হবে যা কাজে লাগবে সেটি যদি ভালো না হয়। একদম চিন্তা করার কারন নেই। বক্স যেমনি প্রিমিয়াম জিনিসও তেমনি মাশআল্লাহ। ট্রিমারটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজে অনেক সময় হাতে নিয়ে কাজ করা যায়।

চারজিং ব্যাকআপ

ট্রিমারটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর চারজিং ব্যাকআপ। কোম্পানি দাবি করে এক চার্জে ৫০০ মিনিট চলে। তবে আমাদের টেস্টএ আমরা ৪৬৫ মিনিট পেয়েছি। যা অন্যান্য ট্রিমারের সাথে তুলনা করলে হিউজ। এই বাজেট রেঞ্জে কেমেই এর Kemei KM-809a ট্রিমারটির চারজিং ব্যাকআপও ভালো। একচারজে ৪ ঘণ্টা চলে।

ফাস্ট চারজিং

একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। অবাক করা বিষয় না? মাত্র দুই ঘণ্টা চার্জ দিয়ে ৫০০ মিনিট। পুরাই আগুন।

দাম

অরিজিনাল VGR V-937 ট্রিমারটির দাম কপি ট্রিমারের চেয়ে বেশি। তাই কম দাম পেয়ে অরিজিনাল বাদ দিয়ে কপি কেনা থেক বিরত থাকুন। অরিজিনাল VGR V-937 কিনতে ভিজিট করতে পারেন Trimmer World যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রিমার ও শেভার শপ।

Level 1

আমি ই এইচ পথিক। Blogger বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

~চুপচাপ নিজের বহুরুপ দেখে আমি নিজেই অবাক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস