“No Woman, No Cry”- Bob Marley

"NO Woman, NO Cry" এই গানটি Bob marley তার বন্ধু Ford কে নিয়ে লিখেছেন, সেই Jamaica যেখানে তিনি তার বন্ধুর সাথে বড় হয়েছেন। কিন্তু গানটি আমি অন্যভাবে অর্থ খুজতে চেষ্টা করি, প্রতিটি গান ও কবিতার অর্থ লেখক বা গায়কের কাছে এক রকম অপরদিকে পাঠক বা শ্রোতার কাছে ভিন্ন রকম হতেই পারে।

এ গানটি শুনলেই আমার কাছে মনে হয় পৃথিবীতে যদি নারী না থাকতো তবে পৃথিবীর এই জনসংখ্যা বৃদ্ধি হতো না বা হলেও হয়তো অন্য পদ্ধতিতে হতে পারতো। আজকে যদি পৃথিবী নারী শূন্য হয়ে পড়ে, তাহলে এই পৃথিবী অতি দ্রুতই নিজ থেকে শেষ হয়ে যাবে। একজন বাচ্চা প্রসাবকালে পৃথিবীতে এসে যে কান্না করে সেটা পৃথিবীকে বাচিয়ে রাখার কান্না। সে কান্নার অর্থই কিন্তু আবার নিশ্চিত মৃত্যু ডাক।

এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে মানুষই হয়তো একমাত্র প্রানী যে, তারা জানেন তাদের মৃত্যু অবধারিত। তবুও তারা হতাশ কিংবা বিষন্নতায় ভেংগেচুরে যায় না। আর এ কারনেই আমি মানুষকে শ্রেষ্ঠ প্রানী মনে করি। তাদের যে বেচে থাকার ধৃষ্টতা ও মৃত্যুকে জেনেশুনে আলিংগন করার ক্ষমতা অন্য কোন বর্গের প্রানীকূলের আছে কিনা এখনও জানা যায়নি। তারা তাদের জীবিত অবস্থায় জীবনকে উপভোগ করে এবং মৃত্যু পরবর্তী অন্তত জীবনে স্বর্গ প্রত্যাশা করে। মানুষের ভালোবাসা, ত্যাগ, জ্ঞান ইত্যাদি নানা আপেক্ষিক বিষয়ের ক্ষমতা এই মহাবিশ্বে বহুমাত্রিক ও পরিমাপে ইনফিনিটি। নেগেটিভ কিছু আছে, সেটার ব্যাখা ভিন্ন।

আরেকটি বিষয়, "মানুষ মাত্রই পাগল (কোন এক দার্শনিক বলেছেন)। যদি কেউ নিজেকে পাগল না মনে করলে, তাকে গুরুতর পাগল হিশেবে ধরা উচিত"!
আবার জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছেন- "মানুষের জীবন উদ্দেশ্যহীন। সে একটি জিনিস পাওয়ার পর নতুন আরেকটি জিনিসকে পেতে চায়। তার চাহিদা অপরিসীম"।

সুতরাং একজন পাগল বা উদ্দেশ্যেহীন মানুষের মধ্যে নেগেটিভ কিছু থাকবে সেটাকে মেনে নেওয়া স্বাভাবিক প্রাকৃতিক নির্বাচনের অংশ হয়ে থাকবে। মৃত্যু ভয়কে জয় করা মানুষ, মানুষের রিদয় জয় করুক। ভবিষ্যৎ পৃথিবী যেন মানুষে মানুষকে ভালবাসার পৃথিবী হয়। সাময়িক সময়কে মূল ধরলে পরজনমে কূল হবে না।

ধন্যবাদ

Level 1

আমি মোঃ আল আমীন। CEO, Utpadok.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস