সাইফুরসে ভর্তি হয়ে গ্যাঁড়াকলে

Level 2
হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা

বোবার মুখেও খৈ ফুটিয়ে তুলবো, তাও আবার বিশুদ্ধ ইংলিশে, এই হলো ন্যাচারাল স্পোকেন’, ‘চাকরির ভাইভাতে কাশি দিলেও তা ইংরেজিতে দিতে হয়’, ‘চৈতী তুমি কার’। এমনকি অভিভাবকদের টানতেও একটি বিজ্ঞাপণে একজন প্রধান শিক্ষকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সাইফুরসে কোর্স করায় অস্ট্রেলিয়া প্রবাসী পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে। ’

জানা যায়, সাইফুরসে বর্তমানে ইংলিশ স্পোকেন, রাইটিং, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, বিবিএ, এমবিএ ভর্তি কোচিং, ব্যাংক জব, বিসিএস কোচিংসহ নানা ধরনের কোচিং করানো হয়। শাখাভেদে ফির পরিমাণ ভিন্ন।

মিরপুর শাখায় ভর্তি হওয়া একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, ‘বিজ্ঞাপণ দেখে জানলাম একটি কোর্স করলে ইংরেজি শিখতে পারব। ভর্তি ফি ছয় হাজার টাকা। ভর্তিও হলাম। এখন দেখি স্পোকেন ও রাইটিংয়ের জন্য পৃথক কোর্স। মানে দিতে হবে দ্বিগুণ টাকা। এটা তো প্রতারণা। ’

‘ঠাসঠাস ইংরেজি বলতে আপনাকে করতে হবে সাইফুরসের জেনন মাস্টার প্রোগ্রাম’—এ রকম বিজ্ঞাপণ দেখে সাইফুরসে ভর্তি হয়েছিলেন চাকরিপ্রার্থী আদনান হোসেন। তিনি বলেন, গত অক্টোবরে সাইফুরসের পান্থপথ শাখায় আইইএলটিএস কোর্সে ১২ হাজার টাকা দিয়ে ভর্তি হই। ভর্তির সময় বলা হয়েছিল, এক ক্লাসে ২০ জন শিক্ষার্থী থাকবে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর দেখলাম শিক্ষার্থী ৬০ জন। এই কোচিং সেন্টার থেকে আইইএলটিএস করা শিক্ষার্থীরাই আমাদের ইংরেজি শেখাত। লেকচারার তার মতো লেকচার দিয়ে যেত, আমরা কিছুই বুঝতাম না।

কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে শিক্ষকরা লজ্জা দিতেন, তাই প্রশ্নও করা যেত না। অথচ ভর্তির সময় বলেছিল, হাতে ধরে শেখাবে। তবে কর্তৃপক্ষ বলছে, এভাবেই ক্লাস করতে হবে। তাই দেড় মাসের মতো ক্লাস করেছি। এর পরও আমাকে পুরো টাকাই দিতে হয়েছে। ইংরেজিতে আগের চেয়ে আমার কোনো উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। আসলে টাকাটাই পানিতে গেছে। ’

সাইফুরসের বর্তমান প্রধান সাইফুর রহমান খান। তাঁর বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। সাইফুরস কর্তৃপক্ষ তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষক হিসেবে পরিচয় দিলেও তিনি আসলে খণ্ডকালীন শিক্ষক ছিলেন বলে জানা যায়। ঢাকার বাইরে প্রতিটি জেলায়ই সাইফুরস কোচিংয়ের শাখা থাকলেও তা চলছে ইজারার মাধ্যমে। অভিযোগ রয়েছে, ঢাকার বাইরে সাইফুরসের বিভিন্ন শাখায় শিক্ষকরাই ভালো ইংরেজি জানেন না।

ভর্তি হওয়ার আগে যাচাই করার জন্য আনুরধ রইল।

Saifurs Spoken English Course details information.

 

Level 2

আমি ফেরদৌস মোল্লা। হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

* অজানাকে জানার জন্য পথে চলছি। আজব ব্যাপার হল, পথ এক দারুন বন্ধু, এই পথে চলতে চলতে গন্তব্যের পথ হারায় ফেললে, ঐ পথ ই আবার, পথের সন্ধান করে দেয়। মায়ার বাধন ছেড়ে যেতে বড় কষ্ট হবে, তবুও একদিন ছেড়ে যাব । এটাই সত্য। * নিজের কাজ নিজে করতে পছন্দ করি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস