ইমোর ট্রিকস্

আগেরবার আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে নেক্সট টিউন এ আমি ইমোর ট্রিকস্ নিয়ে হাজির হবো। সে কথা মত আজকে হাজির হলাম। কেমন আছেন সকলে হয়তো অনেক ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউন

প্রথমে একটি কথা না বললেই নয়, যারা আমার আমার টিউনি এখনো ফলো করেনি তারা ফলো করে নিন। আপনাদের সহযোগিতায় আমার কাম্য।


ইমোর প্রাইভেসির সেটিং

আমরা সবাই ইমো কমবেশি চালিয়ে থাকি। কিন্তু অনেক সেটিং সম্পর্কে আমরা আজও অজানা। ইমোতে ক্লিক করার পর বাম দিকে ক্লিক করে প্রোফাইলে যাবেন। এখান থেকে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে যাবে। ওখানে যাওয়ার পর আপনাকে টিউন কোড নামের একটি অপশন পাবেন সেখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনার ফোনের ইমো অন্য কোন ফোনে লগইন করা থাকলে সেখান থেকে লগ আউট হয়ে যাবে।


দুইটি emo একাউন্ট বা তারও অধিক ইমু একাউন্ট একসাথে চালানো যায়

আপনি চাইলে দুটি ইমো একাউন্ট বা তারও অধিক ইমো অ্যাকাউন্টের সাথে চালাতে পারেন সে ক্ষেত্রে করনীয় কি। তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে বাম দিকে প্রোফাইলে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করার পর আপনি সুইচ অ্যাকাউন্ট নামের একটি অপশন পাবেন, সেখান থেকে আপনি আপনার আরেকটি ইমো অ্যাকাউন্ট লগ ইন বা লগ আউট করে নিতে পারবেন অনায়াসে। এভাবে আপনি দুটি বা তারও বেশি একাউন্ট অল্টারনেট করে চালাতে পারেন।


ইমুর ছবি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে

শুনলে অবাক লাগলে হোয়াটসঅ্যাপের মতো ইমোতেও এই ফিউচারটি রয়েছে। যার কারণে আপনি আপনার ইমোর ছবি প্রোফাইল চেক কোন কিছু আপনি আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারেন এবং তা খুব সহজে। তার জন্য যেটা করতে হবে তা হলো প্রথমে আপনাকে বামদিকে প্রোফাইলে ক্লিক করতে হব। তারপর সেটিংসে ক্লিক করার পর স্টোরেজ এন্ড ডাটা নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনি আপনার ফোনে কি কি নিতে চান অডিও, ভিডিও সব চলে আসবে। অসাধারণ এই ফিচার টি ব্যবহার করে আপনি অনায়াসে এবং কম সময়ের মধ্যেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তার জন্য আপনাকে বাড়তি কোন কষ্ট পোহাতে হবে না।

    অহেতুক কেউ এসএমএস দিলে তাকে ব্লক করতে পারবেন

আমরা অনেক সময় ইমো অন করার সঙ্গে সঙ্গে অনেক নোটিফিকেশন আছে, অনেক অপরিচিত মানুষের আমাদের মেসেজ দিয়ে থাকে, যার কারণে আমরা বীরাবনার শিকার হই। সমস্যা এন ওর জন্য আপনি যা করবেন তা হলো, আপনি বাম দিকের প্রোফাইলে যাবেন। তারপর সেখান থেকে আপনি ব্লক মেম্বার নামের একটি অপশন পাবেন।

আরো কিছু কিছু কমন ফিচার নিয়ে আলোচনা করব তা হল

*আপনি চাইলে গ্রুপ কলও করতে পারেন আবার সিঙ্গেল কল করতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনাকে বামদিকে প্রোফাইলে যেতে হবে। সেখানে কল নামের একটি অপশন পাবেন এভরি কল। সেখানে ক্লিক করলে আপনি যাদেরকে কল দিতে পারবেন সেই অপশন গুলো চলে আসবে। যার ফলে আপনি শুধুমাত্র কয়েকজনকে একসাথে কানেক্টে রেখে আপনি কথা বলতে পারবেন। এটি ইমোর একটা দুর্দান্ত ফিচার।

*ইমোর আরেকটি ফিচার নিয়ে কথা বলব তা হচ্ছে, আপনি ইমোর স্ট্যান্ড কোড নাম্বার দিয়েও যে কারো সাথে আপনার ইমো আইডি শেয়ার করতে পারে। তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো ইমোতে ক্লিক করে বাম দিকে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে চারটি স্কয়ার এর মত একটি অপশন আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার স্ক্যান কোট বের করে সেটা ডাউনলোডও করতে পারেন আবার তা কারো সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা আমার টিউনটি শুনলেন। তার জন্য আপনাকে দের কে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে পাশে থাকবেন।

Level 1

আমি নাহিদ শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

আমি একজন জব পরীক্ষার্থী নতুন কিছু অনুসন্ধান করার ইচ্ছা আমার তাই তা আমি উপস্থাপন করবো ইনশা আল্লাহ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস