কম্পিউটার এর অজানা টিপস্ ৩

কম্পিউটার এর অজানা টিপস্

কমবেশি কম্পিউটার বা ল্যাপটপ চালাই। কম্পিউটার বা ল্যাপটপ চালানোর সময় আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। আমরা বুঝতে পারি না কোন নিয়মে কাজ করলে অনেক সহজে কাজ সম্পন্ন করে দিতে পারে। আমাদের এসব শর্টকাট নিয়ম জানা থাকলে আমাদের কাজ করার অনেক সময় বেঁচে যাবে এবং যা আমাদের সময়কে অনেক সুন্দর ভাবে কাজ করতে সহায়তা করবে। আজকে আমি আপনাদের সাথে সাতটি বিষয় চারটি নিয়ে আলোচনা করব, যা আপনাদের সময় বাঁচাবে এবং কাজের দক্ষতা বাড়াবে এবং আপনাদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ করে তুলতে পারবে। তাহলে আসুন সময় নষ্ট না করে শুরু করি আজকের নিয়ম প্রথমেই বলে নেই কম্পিউটার বা ল্যাপটপের সেই অভিজ্ঞতা দরকার তারা আমাদের টিউন বেশি বেশি ফলো করলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যা আপনাদের সবাইকে কাজ করার দক্ষতাকে সহজ করে দিবে এবং আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন।


মাউসের কাজ

১। একসাথে সব কিছু কপি করার সময় আমরা বুঝতে পারি না যে একসাথে সব কিছু কপি করতে হবে কিভাবে। এক্ষেত্রে আপনি যেই জিনিসটা কপি করতে চান সেই জিনিসটার উপর তিনবার ক্লিক করুন মাউস দিয়ে তাহলে সেই জিনিসটি কপি হয়ে যাবে।

২। টিপস এন্ড ট্রিকটি হচ্ছে। আমরা অনেক সময় ভুলবশত অনেক সাইডে ক্লিক করে থাকি যার ফলে আমরা সেই সাইট থেকে বের না হয়ে চলে আসি। এতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেননা আমরা তখন অন্য কোন কম্পিউটার বা ল্যাপটপে আমাদের পাসওয়ার্ড লগইন করে রাখার কারণে আমাদের প্রাইভেসি নষ্ট হয় যার জন্য আমাদের অনেক ডকুমেন্ট মানুষের হাতে চলে যায়।
সেই সমস্যা থেকে মুক্তার পাওয়ার জন্য আমাদের সকলকে একটু সচেতন হতে হবে এই সচেতনতা বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল
যখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সাইট অন্য কোন কম্পিউটার বা ল্যাপটপ থেকে অন করেছি তারপরে আমরা আপমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে
সেই সাইটটি অন করব এবং সেখানে সেটিং অপশনে ক্লিক করব তারপরে আমরা সেখানে লগইন প্রাইভেসিতে অন করব। অন করার পর পরে আমাদের sign out other side নামে একটি অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে তাহলে আমরা যদি অন্য কোন কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগইন করে থাকি তাহলে সেই সাইট থেকে তা অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

৩। আমরা অন্য কোথাও কম্পিউটার বা ল্যাপটপ চালানোর সময় সেই সাইটগুলোতে ফেসবুক বা অন্য কোন সাইট অন হয় না। সেই সমস্যা আর সম্মুখীন হলে আপনি এই সাইটটি ব্যবহার করতে পারেন। একটি নাম হলো প্রক্সি সাইট। প্রক্সি সাইট ব্যবহার করে আপনারা খুব সহজে অন্য কোন কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক অন করতে পারেন। এটি আপনার সময়কে যেমন বাতাবে সে তেমনি আপনাদের কাজটা অনেক সহজ করে দেবে।

আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইট তের মাধ্যমে কোন ফেসবুক বা গুগল ক্রোম এর খুব সহজে ব্যবহার করা যায়। যা আপনাদের দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করে দিতে পারে।

৪। আমরা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ চালানোর সময় অন্য কেউ যদি আসে তাহলে আমরা বিভ্রান্তির অবস্থায় পড়ে যাই। যার ফলে আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত। যদি আপনি দেখাতে না চান যে আপনি কম্পিউটারে বা ল্যাপটপে কোন কাজটি করতেছেন তাহলে আপনি এই ফর্মুলাটি এপ্লাই করতে পারেন। প্রথমে আপনাকে নিচে tesk view নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনারা বামদিকে উপরে তিনটি উইন্ডোজ অপশন পাবেন উইন্ডোজ টা ক্লিক করলে আপনারা যে কোন নতুন একটি উইন্ডোজ ওপেন করে খুব সহজে সেটাতে ক্লিক করতে পারবেন। যার ফলে আপনারা পরবর্তীতে যদি আবার সেই আগের উইন্ডোজ থেকে ফিরে যেতে চান তাহলে আবার সেখানে ক্লিক করলে আপনারা সেই আগের উইন্ডোজ এ ফিরে যেতে পারবেন

এখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে কিভাবে টেক্সট ভিউ অপশনটি ক্লিক করে আপনারা নতুন উইন্ডোজ সেটআপ করতে পারেন।

এখানে নতুন একটি উইন্ডোজ সেট হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার পুরাতন উইন্ডোজ থেকে বেরিয়ে এসে নতুন একটি উইন্ডোজ এ যেতে পারবেন।

৫। google ব্রাউজারে যখন অন করি তখন অনেকগুলো নামের মধ্যে আমাদেরকে একটি নাম সার্চ করতে হয়। সেক্ষেত্রে আমরা এই সুবিধাটি ব্যবহার করে যে কোন জিনিস বা যে কোন জিনিসের নাম খুব সহজে বের করতে পারবো। এটার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল CTRL +F ক্লিক করতে হবে। তারপর ডান দিকে একটি ডায়লগ বক্স আসবে সেই ডায়ালগ বক্সে আমাদের যে নামটি সার্চ দিতে হবে সেই নামটি লিখতে হবে তারপর সার্চ নামের একটি চিহ্ন আসবে সেটাতে ক্লিক করতে হবে। সহজে সেই নামটি সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবো

৭। আমি কম্পিউটার বা ল্যাপটপে কোন কিছুই স্ক্রিনশট করতে গেলে আমরা যে কোন অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেই কিন্তু পরবর্তীতে দেখতে পারি যে সেই অ্যাপগুলো কোন কাজেরই না। যার জন্য আমাদের সময় নষ্ট হয় এবং আমাদের কোন কাজও হয় না। তাই আমরা খুব সহজে কম্পিউটার বা ল্যাপটপের একটি একটি ক্রস অ্যাপস আছে সেটি অন করলে আমরা সহজেই কোন কিছুই স্ক্রিনশট নিতে পারব।

এখন কিছু সাধারণ টিপস বলে দিব, যা আপনাদের জীবনকে আরো সহজ করে দেবে
* CTRL+P এই কমান টি ব্যবহার করে আপনারা কোন টেক্সট কপি করতে পারবেন। যে আপনাদের সময়কে অনেক সহজ করে দেবে।

*CTRL +V এই কমার টি ব্যবহার করে আপনার কোন কিছু পেস্ট করতে পারবেন।

আজকে আপনাদের টিপস এন্ড ট্রিকস জানানো হলো, যে আপনাদের জীবনকে আরও সহজ করে দেবে। আমরা সকলে কমবেশি সবাই কম্পিউটার পাল অ্যাপটা ব্যবহার করে থাকি। কিন্তু অনেক কিছুই আমাদের আজও অজানা। এইরকম আরো ভালো ভালো সুন্দর সুন্দর টিপস পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। এবং আমাদের ফলো করুন তাহলে আপনারা আরো ভালো ভালো সুন্দর সুন্দর টিপস পাবেন। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে

Level 1

আমি নাহিদ শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

আমি একজন জব পরীক্ষার্থী নতুন কিছু অনুসন্ধান করার ইচ্ছা আমার তাই তা আমি উপস্থাপন করবো ইনশা আল্লাহ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস