কম্পিউটার এর টিপস্

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আমরা সকলে কম বেশি কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার ব্যবহার করতে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কিছু জানা থাকে কিন্তু মনে থাকেনা। আজ আপনাদের শিখিয়ে দেবো কিভাবে কম্পিউটার দিয়ে খুব তারাতাড়ি ও দ্রুত কিছু কাজ সম্পাদক করা যায়। কম্পিউটার এর অজানা টিপস্

    আসুন সহজ কিছু টিপস্ আপনাদের সাথে শেয়ার করি

*Windows key+R এটি দিয়ে ক্লিক করার পর Run বক্স আসবে। prefetach লিখে ইন্টার ক্লিক করতে হবে। সব ফাইল ডিলেট করার জন্য একটি বক্স আসবে। ওটা অন করলে ডিলেট অপশন আসবে তারপ ডিলেট করে দিন।

এভাবে করেই আপনি অনেক অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করতে পারবেন। Run
করার জন্য আরো কিছু word হলো
1.temp
2.%temp%
3.tree

    এইসব করলে কি হবে

অনেক বলে এইসব করার দরকার কি?আসলে এইসব করলে কম্পিউটার বা ল্যাপটপ এর গতি অনেক গুন বেড়ে যায় যার দরুন আপনার কম্পিউটার বা ল্যাপটপ অনেক টা দ্রুত কাজ করা শুরু করে দেয়।

  • প্রয়োজনীয় কিছু টিপস্
  • এখন আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আলোচনা করবো যা দ্বারা আপনি খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপ হ্যাগফি রাখতে পারবেন। আসুন বেশি কথা না বলে শুরু করি

    *আমরা সকলে কম বেশি আমাদের ল্যাপটপ এ বা কম্পিউটার এ অনেক সুন্দর বড় বড় ইমেজ ব্যবহার করি যা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এর সৌন্দর্যকে অনেক গুন বাড়িয়ে দেয়। কিন্তু আমরা এটা বুঝতেও পারিনাযে এটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য কত বড় ক্ষতি সাধন করছে। তাই কেউ ল্যাপটপ এ বা কম্পিউটার এ বড় বড় ইমেজ দেওয়া থেকে বিরত থাকুন।

    *আরো অনেক টিপস্ এন্ড ট্রিকস এর মধ্যে বড় একটি ট্রিকস্ হলো আমরা কম্পিউটার চালু হতে না হতেই application চালু করা শুরু করে দেই। এটি আমরা হয়তো জানতেও পারিনা বা বুঝতেও পারিনা যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ টি চালু হয়েছে কিনা। যদি কম্পিউটার বা ল্যাপটপ চালু না হওয়ার আগেই ল্যাপটপ বা কম্পিউটার এ আমরা আপ্লিকেশন চালু করি এতে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এর উপর অনেকবড় চাপ পড়ে যায়। তাই দয়া করে কেউ ল্যাপটপ বা কম্পিউটার চালু না হওয়া পর্যন্ত আপ্লিকেশন অন করবেন না।

    *কম্পিউটার বা ল্যাপটপ যত বেশি চালানো হয় তত তাড়াতাড়ি এর র‍্যাম কমে যায় যার কারনে কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যায় এই স্লো থেকে নিজের কম্পিউটার বা ল্যাপটপ কে বাচাঁতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো মাউস এর ডান দিকে ক্লিক করতে হবে তারপর অনেক গুলা অপশন আসবে তার মধ্য থেকে একটি properties নামে একটা অপশন আসবে। সেখানে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করলেই advanced System setting নামে একটি অপশন আসবে সেটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি ট্যাব এ নিয়ে আসবে। ওটা ক্লিক করার পর change নামে একটি অপশন থাকবে এটা ক্লিক করুন। initial size x mimimum size এ ইচ্ছে মত সাইজ দিন। তারপর ok তে ক্লিক করুন। তখন আপনার size সেট হয়ে যাবে।

    *আপনার কম্পিউটার বা ল্যাপটপ চালানোর সময় নাঝে মাঝে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এ একটু সমস্যা দেখা দেয় যার জন্য আমরা কম্পিউটার বা ল্যাপটপ চালু করতে পারিনা। তখন কিবোর্ড দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ এর del কি চিপে Bios অন করে ইন্টার করতে হবে। power management setup ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর power on my keyboard নির্বাচন করতে হবে। তারপর যেকোনো একটি আপনার পছন্দমত কিওয়ার্ড দিয়ে বাক করুন।

    আশাকরি এগুলা মনে থাকলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর সাধারণ যেই সমস্যা গুলো আছে তা থেকে আপনি মুক্তি পাবেন। ভাল থাকবেন আবারো অন্য একটি টিউন নিয়ে হাজির হব। ধন্যবাদ

    Level 1

    আমি নাহিদ শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

    আমি একজন জব পরীক্ষার্থী নতুন কিছু অনুসন্ধান করার ইচ্ছা আমার তাই তা আমি উপস্থাপন করবো ইনশা আল্লাহ।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস