H5N1 Virus: 5 কোটিরও বেশি মৃত্যু এই ভাইরাসে, ভবিষ্যৎ নিয়ে কী বলছে WHO?

 

H5N1 ভাইরাস কী?

বার্ড ফ্লু কথাটির সঙ্গে সকলেই অল্পবিস্তর পরিচিত। বার্ড ফ্লু সাধারণত 5 ধরনের ভাইরাস দ্বারা ছড়ায়। এগুলি হল: H7N3, H7N7, H7H9, H9N2 ও H5N1। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়েছে H5N1-কে। 1997 সালে চিনে এই ভাইরাসের প্রথম ঘটনা নথিভুক্ত হয়েছিল। এটি সামুদ্রিক পাখি, মুরগি, হাঁসের মতো পাখিদের দেহে ছড়িয়ে পড়েছে। ধীরে-ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

H5N1 ভাইরাস কতটা বিপজ্জনক?

করোনার মতো প্রাণঘাতী ভাইরাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধীরে-ধীরে বিলুপ্তির পথে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই H5N1 ভাইরাস কতটা বিপজ্জনক। বিজ্ঞানীরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ভাইরাসটিকে সত্যিই বিপজ্জনক হিসাবে বিবেচনা করছেন তারা। কারণ এর স্ট্রেন বহুবার পরিবর্তিত হয়েছে। এই ভাইরাসের কারণে মানুষের মৃত্যুর হার 60 শতাংশের বেশি, যা উদ্বেগের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, এই ভাইরাস যদি মানুষের মধ্য়ে দ্রুত ছড়াতে শুরু করে, তাহলে তা মারাত্মক ভয়াবহ আকার ধারণ করবে।

স্তন্যপায়ী প্রাণীরা এই ভাইরাস দ্বারা কীভাবে আক্রান্ত হচ্ছে?

প্রথমে পাখিরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তারপর তারা কোনওভাবে অন্যান্য প্রাণীর সংস্পর্শে এসে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। শুধু এভাবেই নয়, পাখিদের বিষ্ঠার সঙ্গেও এই ভাইরাস পরিবেশে মিশছে। তারপর সেই ভাইরাস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্তন্যপায়ী প্রাণীদের শরীরে ঢুকছে। বেশ কয়েকটি প্রতিবেদন থেকে সামনে এসেছে এক ভয়াবহ তথ্য; ইতিমধ্যেই এই ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আর সেই সব দেশে বহু স্তন্যপায়ী প্রাণী আক্রান্ত হয়েছে। সেই সব আক্রান্ত প্রাণীদের মধ্য়ে তালিকায় প্রথমে রয়েছে শীল মাছ এছাড়াও আক্রান্তের তালিকায় রয়েছে কুকুর, বিড়াল, শিয়াল, বন্য ভাল্লুক-সহ আরও অনেক প্রাণী। শুধুমাত্র 2023 সালে, পেরুতে H5N1 3, 000 টিরও বেশি শীল মাছের মৃত্যু হয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ভাইরাস ছড়ানোর ঘটনা প্রথম পাওয়া যায় স্পেনের একটি খামারে বেড়ে ওঠা মিঙ্কদের (বেজি জাতীয় প্রাণী) মধ্য়ে।

এই ভাইরাস কি মানুষের মধ্যেও ছড়াতে পারে?

বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার অনেক ঘটনা ঘটছে। যারা ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে, তারা এই ভাইরাসে আক্রান্ত বিভিন্ন পাখির সংস্পর্শে এসেছে। আর তা থেকেই মানুষের দেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ফ্লু নিয়ে উদ্বেগ প্রকাশ করে WHO জানিয়েছে, এই ভাইরাস এবার অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, তাই সতর্ক থাকা দরকার। তবে তারা জানাচ্ছে, ভাইরাস এত সহজে মানুষকে সংক্রমিত করতে পারবে না। তবে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির ক্রমাগত জেনেটিক পরিবর্তনের হয়। যদি H5N1 ভাইরাস মানুষের মধ্যে আরও সংক্রমণযোগ্য হয়ে ওঠে, তাহলে তা উদ্বেগের কারণ হবে নিঃসন্দেহে। বিজ্ঞানীদের অনুমান, এই ভাইরাস নিজের গঠন দ্রুত বদলাচ্ছে। সোজা কথায়, এটির মিউটেশন হচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এ নিয়ে সতর্ক করে বলা হয়েছে, যেভাবে এই ভাইরাসের গতিপ্রকৃতি বদলাচ্ছে, তাতে আগামী দিনে এটি আরও বেশি সংখ্যক মানুষের শরীরেও দানা বাঁধতে পারে। আগে থেকে প্রস্তুতি ও সচেতনতা থাকাটা তাই দরকার। ভবিষ্যতে এই ভাইরাসের হানা থেকে বাঁচার জন্য টিকারও প্রয়োজন হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।

Level 0

আমি ইফতেখার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস