উদ্ভাস এর পরীক্ষার হতাশা ও ভর্তি পরীক্ষায় ভালো করার উপায়

উদ্ভাস এ ভর্তি হওয়ার পর অনেক ভালো ছাত্রই সাপ্তাহিক পরীক্ষায় তেমন ভালো করতে পারে না। কম নম্বর পায়। কিন্তু কথা হল উদ্ভাস এর পরীক্ষার ফলাফল কি আসলেই গুরুত্বপূর্ণ!

প্রতি বছর হাজার হাজার ছাত্র ছাত্রি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তে ভর্তি হয়ার জন্য উদ্ভাস এ প্রস্তুতি গ্রহন করে থাকে। উদ্ভাস এর সাপ্তাহিক পরীক্ষা গুলো তে অনেকেই কম নাম্বার পায়। এতে করে অনেকেই হতাশায় ভুগে। কিন্তু আসলেই কি উদ্ভাস পরীক্ষার ফলাফল মেটার করে!

উত্তর টা আসলে আপেখিক। বিষয়টা বুজিয়ে বলা যাক। ধরা যাক কেউ একজন উদ্ভাস এক্সাম এ ২৫০ এ ১২০ পেল। তারপরের পরীক্ষায় ১০০, তারপরের পরীক্ষায় ৭০। এইখানে কিন্তু তার উন্নতির গ্রাফ নিম্ন মুখি। এই ক্ষেত্রে অবশ্যই তার বিপদে পরার সম্ভবনা আছে। আবার ধরা যাক কার উন্নতির গ্রাপ উরধমুখি, সে প্রথম এ ৭০/৮০ পেলেও প্রতিনিয়তই সে উন্নতি করছে এবং তার যে সমস্যা আছে ভিবিন্ন বিষয় এ টা সমাধান করছে। এখেত্রে অবশ্যই তার জন্য ভাল। তার ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সহ অন্যান্য ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল এর সম্ভবনা বেরে জায়। কিন্তু আমার বেক্তিগত মতে উদ্ভাস এর ইঞ্জিনিয়ারিং সাপ্তাহিক পরীক্ষা গুলো তে ২৫০ এ ১২৫-১৬০ ভালো মারক। কেউ এরকম নম্বর পেলে তার অন্তত ১ টা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তে জায়গা করে নেয়ার সম্ভবনা থাকে। তবে অবশ্যই চেষ্টা থাকতে হবে উন্নতির ধারা ঊর্ধ্বমুখী রাখা উচিত।

এখন হয়তো অনেকেই বলবে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। কি করব!তাদের বলছি আপনারা হতাস না হয়ে আপনাদের ভুল গুলো বার বার পড়েন, যেই সব বিষয় মনে থাকছে না বার বার দেখেন, সব কিছুর কনসেপ্ট ক্লিয়ার রাখেন, বেসি বেসি প্রস্ন ব্যাংক সমাধান করেন। ভার্সিটি ভর্তি পরীক্ষায় বিগত সালের প্রস্ন হুবুহু/ ঐ টাইপ এর অনেক আসে। তাই প্রশ্ন ব্যাংক সমাধান করার কোন বিকল্প নেই। পাশাপাশি উদ্ভাস এর প্র্যাকটিস বই পরতে পারেন। ইন শাআ আল্লাহ ভালো কিছুই হবে।

পরিশেষে একটা কথা বলতে চাই যে কখন হাল ছারলে চলবে না। ভর্তি পরীক্ষায় যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয়। লেগে থাকাটাই জরুরি, মেধা নয়। পরিশ্রম এর থেকেও মেধা বেশী শক্তিশালী বলে আমি মনে করি। তাইতো বলা হয় পরিশ্রমই সাফল্য এর চাবি কাঠি।

Level 0

আমি জিয়াম চৌধুরী নাউন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস