সবার আগে টিউন ইন্ডেক্স করার নিয়ম ২০২২

আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি তারা প্রায় সময় টিউন ইনডেক্সিং সমস্যায় ভুগে থাকে।  কিন্তু বর্তমান সময়ে আপনি কিছু টিউন ইন্ডেক্স করার নিয়ম অনুসরণ করলে আশা করা যায় ঘণ্টাখানেকের মধ্যেই আপনার পোস্টও গুগলে ইনডেক্স হয়ে যাবে।

আমার ওয়েবসাইটে যেভাবে দ্রুত টিউন ইনডেক্স হয়

ঠিক যেমনটা আমার ওয়েবসাইট goafta.com এর  টিউন এখন ঘণ্টাখানেকের মধ্যেই গুগলে ইনডেক্স হয়ে যায়।  আমি যে নিয়ম গুলো ফলো করে দ্রুত আমার পোস্টগুলো কে গুগল ইন্ডেক্স করায় সে অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। 

 

আশাকরি আমার আজকে এই ছোট্ট আর্টিকেলটি ব্লগার ভাইদের জন্য উপকারী ও সহায়ক একটি আর্টিকেল হতে যাচ্ছে।

 

যেসব বিষয় গুলো অনুসরণ করতে পারেন পোস্টকে দ্রুত ইনডেক্স করার জন্য : 

 

১ / ওয়েবসাইটে নিয়মিত টিউন করা [একসাথে ৩-৪টা টিউন না করে প্রতিদিন ১টি বা ২টি  করে টিউন করুন]

 

২/ প্রতিদিন দিনের একটি  নির্দিষ্ট সময়ে টিউন করুন। [প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টিউন করলে গুগলের বট আপনার সাইটকে নিয়মিত ক্রলিং করবে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময় অনুসরণ না করে যখন ইচ্ছা তখন টিউন করেন সেক্ষেত্রে গুগল আপনার সাইটকে অতিরিক্ত ক্রল করবে।  যার ফলে আপনার সাইটের  স্পিড স্লো হতে পারে]

 

 প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টিউন করার জন্য আপনি সিডিউল টিউনিং অনুসরণ করতে পারেন।  বিশেষ করে আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা তৈরি করা হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি সিডিউল টিউনিং খুব সহজেই করতে পারবেন।

 

৩/ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং গুগল API  সেটআপ করা। এই এপিআইটি  সেটআপ করলে সম্ভাবনা আছে আপনার টিউন গুলো দ্রুত ইন্ডেক্স হওয়ার। তবে ইনস্ট্যান্ট ইন্ডেক্স  ইনডেক্সিং(Rank Math) প্লাগিনটি বিশেষ করে নিউজ সাইট এবং জব সার্কুলার সাইটের জন্য বেশি কার্যকরী।

 

৪/ গুগল নিউজ এর জন্য আবেদন করুন।  আপনার ওয়েবসাইটটিতে গুগল নিউজ অ্যাপ্রভাল থাকলে টিউন গুলো দ্রুত ইন্ডেক্স হবে।

 

৫/ আপনার ওয়েবসাইটে ইতিমধ্যে যেসব পোস্টগুলো রেংকিংয়ে রয়েছে সেইসব টিউনের সাথে ইন্টার্নাল লিংক করুন।

 

৬/পিন্টারেস্ট,   বিং ওয়েবমাস্টারে আপনার ওয়েবসাইটটিকে সাবমিট করুন।  এই কারণেও আপনার টিউন গুলো দ্রুত ইন্ডেক্স হতে পারে।

 

৭/ শুরুর দিকে আপনার টিউন গুলোকে ম্যানুয়ালি সার্চ কনসোল থেকে  ইনডেক্স করার রিকোয়েস্ট করুন। এবং  সার্চ কনসোল থেকে থেকে লাইভ টেস্ট করে চেক করে নিন আপনার পোস্টটিতে কোন সমস্যা রয়েছে কিনা। যেমন : Discovered but no index, url unknown ইত্যাদি।

 

৮/  আপনার ওয়েব সাইটের টিউন গুলো যদি ইন্ডেক্স না হয় সেক্ষেত্রে সাইটের  সাইটম্যাপ  রিফ্রেশ করে দেখুন এবং robots.txt  ফাইল চেক করে দেখুন সবকিছু ঠিক রয়েছে কিনা।

৯/ এছাড়াও আপনার ওয়েব সাইটটিতে ‍SSL  সার্টিফিকেট হয়েছে কিনা চেক করুন।  যদি SSL  একটিভ থাকে তাহলে এটি আপনার জন্য প্লাস পয়েন্ট হবে।

 

অনেক সময় আমরা অনেকেই বিভিন্ন ধরনের নালড ও ক্র্যাক  থিম এবং প্লাগিন ব্যবহার  করার কারণে ওয়েবসাইটে বিভিন্ন সিকিউরিটি সমস্যা দেখা দেয়।  যেমন : Red screen deceptive অ্যালার্ট দিয়ে থাকে।  এই ধরনের সমস্যা হলে গুগল সবগুলো টিউন নৌ ইনডেক্স করে দেয়।

 

তবে আমার মতে ইনস্ট্যান্ট ইনডেক্সিং গুগল API  এবং গুগল নিউজ  সেটআপ করলেই  ইনডেক্সিং সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়।  এই দুইটি সার্ভিস আপনার ওয়েবসাইটের জন্যে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

 

এছাড়াও কিছু নির্দিষ্ট নিস রয়েছে যেমন : Money Earning মিস টাইপের ব্লগ টিউন গুলো ইন্টেক্স হতে একটু সময় নেয়।

 

নিয়মিত এই ধরনের ওয়েবসাইট সম্পর্কিত ব্লগ টিউন পেতে ফলো করুন আমার প্রোফাইল। এছাড়াও আজকের লেখায় আপনার কাছে কোন আইডিয়াটি ভালো লেগেছে অথবা কাজে আসবে মনে করেন তা টিউমেন্ট করে জানাতে পারেন।

 

অথবা ওয়েব সাইট সম্পর্কিত আপনার সমস্যা টিউমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব সমাধান করে দেয়ার।  ধন্যবাদ। 

 

Level 0

আমি ইমরান হোসেন তারা। Founder, Goafta.com, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস