
আমরা বিভিন্ন প্রোডাক্ট ইনফরমেশন ট্র্যাকিং করার জন্য বারকোড ব্যবহার করে থাকি। এই বারকোড আবার বিভিন্ন এপ্লিকেশন বারকোড জেনারেট করার পর প্রিন্টার দিয়া বারকোড প্রিন্ট করে থাকি। আজকে আমি এমন এক পদ্দতি কথা জানাবো যে পদ্দতি মাধমে বারকোড ইনফরমেশন ধারণ করবে এবং তাহা PDF এবং ইমেজ আকারে কনভার্ট করে তাহা যে কোন প্রিন্টার দিয়া প্রিন্ট করতে পারি। নিম্নে তাহার বিস্তারিত আলোচনা করবো।
বারকোড জেনারেট করার জন্য তিনটি উপকরণ লাগবে
১.ZPL কম্যান্ড।
২.যে কোন প্রিন্টার হলে চলবে।
প্রথমে আমরা এই লিংক
Labelary এ
প্রবেশ করবো তার ZPL viewer এ প্রয়োজন মতো বারকোড ইনফরমেশন এবং কম্যান্ড ব্যবহার করবো. যেমনঃ উদাহরণ স্বরূপ নিচের কম্যান্ড গুলা ব্যবহার করেছি.
^XA
^FO150, 250^A0, 30^FDZipHoodieBlueXL28374
^FS
^FO175, 300^A0, 30^FDMADE IN CHINA^FS
^FO60, 120^BY3^BCN, 80, , , , A^FDB09YK4JTST^FS
^FO380, 200, 2^FS
^XZ
এবার নিম্নের ছবিতে খেয়াল করুন আমি প্রথমে যে রকম লেবেল size বারকোড প্রিন্ট করবো সেই size দিয়া দিয়েছি। যাহাতে বারকোড PDF রূপান্তন করার পর যেন হুবুহুব উল্লেখিত সাইজে PDF কনভার্ট হয়।

এবার এই ZPL কম্যান্ড এবং বারকোড ইনফরমেশন বসানোর পর pdf ডাউলোড করবো এখন এই ডউনলোড কৃত PDF ফাইল টি যে কোন প্রিন্টার দিয়া বারকোড প্রিন্ট করতে পারবো। এই PDF ফাইল তা যত চাই তত কপি প্রিন্ট করতে পারবো।
এখন এই বারকোড সিরিয়েল তুই ধরনের প্রিন্ট করা যায়.
১.static.
2.Dynamic.
ZPL command ব্যবহার করার উপকার হলো। বারকোড ডিজাইন সফটওয়্যারের দরকার নেই। শুধু বারকোড প্রিন্টর জন্য PDF ফাইল ব্যবহার করা যায়।
এ ছাড়াও নিচের ফরমেট অনুযায়ী ZPL থেকে কনভার্ট করতে পারি
ZPL, PNG.PDF.MULTI-লেবেল PDF.EPL

আমি ফরমান আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।