
Tense তিন প্রকার।
যথাঃ1)present 2)past 3) future
Present indefinite tense
সঙ্গাঃযে sentense দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এরুপবোঝালে তাকে present indefinite tanse বলে।
চিনিবার নিয়মঃবাংলায় ক্রিয়া পদের শেষে করি কর, কর, করেন, করিস, খেলি, খেল, খেলেন, খেলিস, অর্থাৎ বাংলা ক্রিয়া পদের শেষে ই, এ, য়, ও যুক্ত থাকে।
গঠনঃsub+verb+মূল verb এর শেষে e/es যোগ করতে হয়+object
s/es যোগ করার নিয়মঃযে সকল verb এর শেষে o, ch, sh, xযুক্ত থাকে তারপরে esআর বাকি ক্ষেত্রে s যোগ করতে হয়।
negtive: sub+don't/doesn't+verb+object
Interrogative:do/does+sub+v1+ext
আজকের মতো এই টুকু কার tensetenseতীল তী করে শিখতে পরবর্তী পর্ব েের জন্য অপেক্ষা থাকবেন
আমি মামুন বাঙলাদেশী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসাধারণ