বন্যায় সাপের উপদ্রব: করণীয়
🐍🐍🐍🐍🐍🐍🐍
বন্যায় আশ্রয় হারিয়ে সাপ মানুষের কাছাকাছি এসে পড়ার ফলে সর্পদংশনের ঝুঁকি বাড়ছে।
কেবলমাত্র আমাদের সতর্কতা এই ঝুঁকি কিছুটা কমাতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসমর্থনযোগ্য তথ্য ভেসে বেড়াচ্ছে যা মানুষকে দিকভ্রান্ত করে দিতে পারে। যাদুমন্ত্র, কার্বলিক এসিড, লাইফবয় সাবান, রসুন সজনে ডাঁটায় কাজ হয় কি না তা অনিশ্চিত- কিন্তু নিচের বিষয়গুলো জানা থাকলে আশাকরি উপকৃত হবেন।
📍সন্ধ্যাবেলা, রাত বা ভোরে চলাচলের সময় আলো ব্যবহার করতে হবে।
📍রাতে উঁচু বিছানায় মশারি ব্যবহার করে ঘুমানো খুব গুরুত্বপূর্ণ।
📍 লাকড়ির স্তুপ, মাটির চুলা, গর্ত বা ঝোপঝাড়ে অসতর্কভাবে হাত পা দেয়া মোটেও ঠিক হবে না।
📍 আবাসস্থল ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় মুক্ত রাখতে চেষ্টা করতে হবে। বাড়ির উঠান ও আশপাশের ঝোপঝাড় সতর্কতার সাথে পরিষ্কার করে ফেলতে হবে।
📍 কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের আওতায় প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকের পরামর্শক্রমে এন্টিভেনম ইঞ্জেকশন প্রয়োগের ব্যবস্থা থাকে, তাই অবৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হবার কোনো দরকার নেই।
সকলের জন্য শুভকামনা।
পরমকরুণাময় আমাদের সহায় হোন।
আমি জেসমিন খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো টিউনটি। শুভকামনা রইল আপনার জন্য।