Walton Primo GH11 Vs Other Smartphones : কোন স্মার্টফোনটি সেরা?

আজকের এই স্মার্ট-ফোনের তুলনামূলক আর্টিকেলে আমরা ওয়ালটনের Primo GH11 স্মার্ট-ফোনের সাথে itel Vision 3, TECNO SPARK GO 2022 এবং Symphony Z22 স্মার্ট-ফোনের তুলনা করব। এই তিনটি স্মার্ট-ফোনের সাথে প্রিমো জিএইচ১১ স্মার্টফোন তুলনা করে জানার চেষ্টা করব, কোন স্মার্টফোনটি সব দিক দিয়ে সেরা।

রিলিজ

চারটি স্মার্টফোনে মধ্যে আইটেল ভিশন ৩ স্মার্টফোন বাজারে আসে এই বছরের জানুয়ারি মাসে। টেকনো স্পার্ক গো এবং সিম্ফনি জেড২২ স্মার্টফোন বাজারে আসে ডিসেম্বর মাসে। আর ওয়ালটন প্রিমো জিএইচ১১ স্মার্টফোন বাজারে আসে ২০২২ সালের এপ্রিল মাসে। অর্থাৎ রিলিজের দিক দিয়ে ওয়ালটনের প্রিমো জিএইচ১১ স্মার্টফোন সবার থেকে লেটেস্ট।

ডিসপ্লে

টেকনো স্পার্ক গো ২০২২ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৫২ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে প্যানেল। যার ব্রাইটনেস লেভেল ২৬৯ পিপিআই। আইটেল ভিশন ৩ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে প্যানেল। সিম্ফনি জেড২২ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লেটিরও ব্রাইটনেস লেভেল ২৬৯ পিপিআই। প্রিমো জিএইচ১১ স্মার্ট-ফোনটিতেও ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৫২ ইঞ্চি সাইজের আইপিএস ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে রেজুলেশনের দিক দিয়ে চারটি স্মার্ট-ফোনই একই। প্রতিটি স্মার্ট-ফোনেরই ডিসপ্লে রেজুলেশন ১৬০০* ৭২০ পিক্সেল।

অর্থাৎ, ডিসপ্লের দিক দিয়ে ৪টি স্মার্ট-ফোনই একই অবস্থানে থাকছে।

হার্ডওয়্যার

টেকনো স্পার্ক গো ২০২২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও এ২০ চিপসেট। আইটেল ভিশন ৩ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে UniSoC SC9863A চিপসেট। সিম্ফনি জেড২২ স্মার্টফোনে ঠিক কোন মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে সে বিষয়টা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে প্রিমো জিএইচ১১ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপসেট। অর্থাৎ, চিপসেট বা প্রসেসরের দিক দিয়ে এগিয়ে থাকছে প্রিমো জিএইচ১১ স্মার্টফোন।

প্রতিটি স্মার্টফোনেই থাকছে ২ জিবি র‍্যাম। যদিও আইটেল ভিশন ৩ স্মার্ট-ফোনের ৩ জিবি এবং ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টও থাকছে। তবে, যেহেতু আমরা ২ জিবি র‍্যাম ভেরিয়েন্ট নিয়েই তুলনা করছি, তাই র‍্যামের দিক দিয়ে সবগুলো স্মার্ট-ফোনই সমান অবস্থানে থাকবে।

ক্যামেরা

ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে প্রিমো জিএইচ১১ স্মার্টফোন বাদে টেকনো স্পার্ক গো ২০২২, আইটেল ভিশন ৩ এবং সিম্ফনি জেড২২ প্রতিটি স্মার্ট-ফোনের রিয়ারেই থাকবে ডুয়েল ক্যামেরা মডিউল। শুধুমাত্র প্রিমো জিএইচ১১ স্মার্টফোনেই থাকবে ট্রিপল ক্যামেরা মডিউল। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনে প্রাইমারি হিসেবে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর। রিয়ার ক্যামেরা মডিউলের দিক দিয়ে এভাবে প্রিমো জিএইচ১১ স্মার্ট-ফোনই এগিয়ে।

টেকনো স্পার্ক গো ২০২২ বাদে প্রতিটি স্মার্ট-ফোনেরই ফ্রন্টে থাকবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর। শুধু টেকনো স্পার্ক গো ২০২২ স্মার্টফোনেই দেখা মিলবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সুতরাং, ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে টেকনো স্পার্ক গো ২০২২ স্মার্টফোনটি এগিয়ে।

সিকিউরিটি

প্রতিটি স্মার্টফোনেই প্রাইমারি সিকিউরিটি সুবিধা হিসেবে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সবগুলো স্মার্ট-ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামোটি একই মানের। এভাবে, সিকিউরিটি ফিচারের দিক দিয়ে চারটি স্মার্ট-ফোনের অবস্থান প্রায় একই।

ব্যাটারি

স্মার্টফোন কম দামি হোক কিংবা বেশি দামি, স্মার্টফোনে ঠিক কি পরিমাণ ব্যাটারি রয়েছে সেই বিষয়টি আমাদের তুলনার দিক দিয়ে অনেক বেশি উপরে থাকে। এখানে প্রিমো জিএইচ১১ বাদে প্রতিটি স্মার্টফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সুতরাং, ব্যাটারির দিক দিয়ে কিছুটা প্রিমো জিএইচ১১ পিছিয়ে থাকছে।

পরিশেষে

যদি দামের কথায় আসি আইটেল ভিশন ৩ স্মার্ট-ফোনের দাম ৮২৯০ টাকা। টেকনো স্পার্ক গো ২০২২ স্মার্ট-ফোনের দাম ৯৪৯০ টাকা। সিম্ফনি জেড২২ স্মার্ট-ফোনের দাম ৮১৯০ টাকা। অন্যদিকে, প্রিমো জিএইচ১১ স্মার্ট-ফোনের দাম ৭৫৯৯ টাকা। এখন যদি সবদিক বিবেচনা করে দেখি, দামের সাশ্রয় এবং সকল দিক হিসেবে প্রিমো জিএইচ১১ স্মার্টফোন সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। তাই আপনার বাজেট যদি ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে হয়, তখন আপনি স্মার্টফোন কিনতে চাইলে প্রিমো জিএইচ১১ এর দিকে যেতে পারেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস