
আপনি কি জানেন যে, বর্তমানে বাংলা ভাষায় Biporit নামের একটি নতুন ব্লগ সাইট তৈরি হয়েছে? -যদি না জেনে থাকেন, তাহলে জেনে রাখুন। বাংলা ভাষায় নির্মিত এই ব্লগ থেকে আপনি অনেক কিছুই পাবেন৷ যেগুলো আমাদের মতো আমজনতার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ।
এখন হয়তবা আপনি ভাবছেন যে, Biporit নামক এই ব্লগ থেকে আপনি এমন কি পেতে পারেন? আর বর্তমান সময়ে তো হাজার হাজার বাংলা ভাষায় নির্মিত ব্লগ আছে। তাহলে এতো ঢাকঢোল পিটিয়ে মানুষ কে বলার প্রয়োজন কি?।
তো যদি আপনার মনে এই প্রশ্ন টি জেগে থাকে, তবে আপনাকে নিচের আলোচিত আলোচনায় একটু চোখ রাখতে হবে। তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন।
বিপরীত হলো বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত জ্ঞানকোষ। যেখানে আপনি অনেক অজানা বিষয়ে জেনে নিতে পারবেন৷ যেমন, আপনি যদি কোনো টেকনোলজি বিষয়ে কোনো কিছু জেনে নিতে চান। তবে Biporit নামক এই ব্লগ থেকে সেই বিষয়ে অজানা তথ্য গুলো খুব সহজে জেনে নিতে পারবেন। কিংবা আপনি যদি স্বাস্থ্য কিংবা পড়াশোনা বিষয়ক কিছু জানতে চান। তাহলেও আপনি Biporit Blog থেকে জেনে নিতে পারবেন।
আমি শুরুতেই বলেছি যে, বিপরীত (Biporit) হলো একটি উন্মুক্ত জ্ঞানকোষ। যেখানে আপনি নানা ধরনের টপিক সম্পর্কে জেনে নিতে পারবেন। যেমন, Technology, Health, Education, Tranding info সহো অনেক কিছু। আর এই ব্লগ থেকে আপনি যেসব তথ্য জানতে পারবেন৷ সেই তথ্য গুলো মূলত সত্যতার সাথেই শেয়ার করা হবে। এবং এই ব্লগে শেয়ার করা ইনফো গুলো বিভিন্ন ট্রাস্টেট সোর্স (Trusted Source) থেকে নেয়া হবে।
দেখুন পৃথিবীতে সৃষ্ট প্রত্যেকটা সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্যে থাকে। ঠিক তেমনি ভাবে Biporit নামক ব্লগ টি কিন্তুু কোনো কারন ছাড়াই তৈরি করা হয়নি। বরং এই ব্লগটি তৈরি করার পেছনে বিশেষ কিছু উদ্দেশ্যে রয়েছে৷ তবে সেই গোপনীয় উদ্দেশ্যে গুলোর মধ্যে অন্যতম হলো, বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে জ্ঞান বিলিয়ে দেওয়া। অর্থ্যাৎ, সাধারন মানুষের কাছে যেসব বিষয় এখনও অজানা রয়েছে। সেই অজানা বিষয় গুলো কে জানিয়ে দেয়াই হলো Biporit এর মূল উদ্দেশ্যে।
যেহুতু এই ব্লগটি হলো একটি উন্মুক্ত জ্ঞানকোষ, তাও শুধু আপনি নয় বরং আপনার মতো জ্ঞানপিপাসু সব মানুষ এই ব্লগে লিখতে পারবেন। আর যদি আপনার লিখনশৈলী ভালো হয়। তাহলে আপনার পাঠানো লেখা গুলো বেশ যত্ন সহকারে এই ব্লগের মধ্যে পাবলিশ করা হবে। কারন, আপনি নিজে যা জানেন, তা অন্যদের মাঝে শেয়ার করা উচিত৷ এতে করে সাধারন মানুষের অনেক উপকার হবে৷
আপনি যদি তথ্যবহুল কোনো লেখা এই ব্লগে পাবলিশ করেন৷ তাহলে এর বিনিময়ে আপনি কিছু পরিমান টাকা আয় করতে পারবেন। তবে আপনি আসলে কত টাকা আয় করতে পারবেন৷ সেটা মূলত আপনার লেখার ধরনের উপর নির্ভর করবে৷ কিন্তুু Biporit চেস্টা করবে আপনার মেধার মূল্যায়ন করার।
এই ছিলো Biporit blog এর মূল পরিচয়। যদি আপনার এই ব্লগ সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছে থাকে। তবে আপনি এখানে ক্লিক করে সরাসরি এই ব্লগে ভিজিট করতে পারেন।
আমি নিরু ব্লগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।