নারী দিবস উপলক্ষে একটি গল্প

আংকেল এই চকলেট টা রেখে আমাকে দশ টাকা দিয়ে দিন, !
৭ বছরের মেয়ের মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন দোকানী!

মেয়েটি আবার বললো, কি হলো আংকেল, , ? দিন?

-কেন মা? চকলেট টা কি ভালো না? মেয়াদ নেই?

-সব ঠিক আছে আংকেল!

-তাহলে ফেরত দিয়ে দিচ্ছ কেন মামনি?

-কাল স্কুল থেকে ফেরার পথে মা আপনার দোকান থেকে আমাকে এই চকলেট টি কিনে দিয়েছিল, , !
আমার মা তো টাকা রোজগার করে না, তাই বাজার করার পর যে টাকাটা বেঁচে গিয়েছিল, তা দিয়েই মা আমাকে চকলেট টা কিনে দিয়েছিল!

বাড়ি ফেরার পর দাদী, মা কে অনেক বকুনি দিয়েছে, বলেছে, ,
"মেয়েকে চকলেট কিনে দিতে হলে, নিজের টাকায় দিবা!
আর কোনোদিন এমন কাজ করবা না, !

-আমার এই চকলেট চাই না আংকেল, আপনি রেখে দিন

দোকানি অশ্রু শিক্ত চোখে বললেন, চকলেট টা তুমি রেখে দাও মা, , ! এই নাও তোমার দশ টাকা! তোমার দাদীকে দিও!

-না আংকেল, আপনি চকলেটটা রেখে দিন, মা বলেছে কেউ কিছু দিলে না নিতে!

মেয়েটি চকলেট টা দোকানে সাজিয়ে রাখা কৌটার উপর রেখে দশ টাকার নোট টা নিয়ে বাড়ির পথে অগ্রসর হলো!

আর দোকানি চোখ মুছে দোকান এর কাজে মন দিলেন"

Happy Woman's day to all

Level 0

আমি তৃষা দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস