৫-১০ হাজারের মধ্য বেশকিছু পপুলার স্মার্টফোন!

লো বাজেটে দারুন সব স্মার্টফোনের জন্য দেশের বাজারে ওয়ালটনের বিকল্প কোম্পানি খুঁজে পাওয়া দুষ্কর। ওয়ালটন প্রতিসময়ই তাদের স্মার্টফোন গুলো বাজারে নিয়ে আসে সেই সকল ক্রেতার কথা মাথায় রেখে যাদের বাজেট ১০ হাজার টাকার নিচে। আজকের সময়ের যদি নতুন একটি স্মার্টফোন কিনতে হয়! যেখানে বাজেট হবে ৫-১০ হাজার টাকার মধ্যে, তবে ওয়ালটনের বিকল্প অন্যকোন স্মার্টফোনের দিকে যাওয়া বলতে গেলে প্রায় অসম্ভব!

এই আর্টিকেলে আমি আলোচনা করব ৫-১০ হাজার টাকার মধ্যে ওয়ালটনের জনপ্রিয় কয়েকটি স্মার্টফোন সম্পর্কে। আমরা এই তালিকায় ৫টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব; আর এই স্মার্টফোন গুলো হচ্ছে, প্রিমো জিএইচ১০, প্রিমো জিএম৪, প্রিমো ইএফ১০, প্রিমো এফ১০, প্রিমো ই১২।

আমরা আজকের তালিকার এই ৫টি স্মার্টফোনের বেসিক ফার্স্ট ইম্প্রেশন ভিডিও এবং একনজরে তথ্যগুলো যুক্ত করে দেব। এতে করে আপনাদের সবার স্মার্টফোনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সুবিধা হবে।

প্রিমো জিএইচ১০

৭৯৯৯ টাকায় আজকের তালিকার আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ ১০ সাম্প্রতিক সময়ে ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটাপ সহ আরো অনেক কিছু।

একনজরে প্রিমো জিএইচ১০ স্মার্টফোন

  • অ্যান্ড্রয়েড ১১ গো সংস্করণ
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো জিএম৪

নতুন বছরের শুরুতেই ওয়ালটন নতুন এই জিএম সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছিল। এই স্মার্টফোন মডেলটির নাম প্রিমো জিএম৪। ৭৪৯৯ টাকায় প্রাইজ ট্যাগে ওয়ালটনের এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। দাম কম হলেও এই ফোনটিতে পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ক্ষমতার বিশাল বিগ ব্যাটারি!

একনজরে প্রিমো জিএম৪ স্মার্টফোন

  • ৪জি নেটওয়ার্ক প্রযুক্তি
  • অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৬.১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ফেস আনলক সিস্টেম
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো ইএফ১০

সম্প্রতি ওয়ালটন তাদের বাজেট লাইনআপ প্রিমো ইএফ সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে। আগেরবার বার এই সিরিজের অধিনে ওয়ালটনের প্রিমো ইএফ৯ বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, আশা করা যায় নতুন এই প্রিমো ইএফ সিরিজ একইভাবে বাজারে একটি শক্তপক্ত অবস্থানে থাকবে। স্মার্টফোনটির দাম ৬৯৯৯ টাকা।

একনজরে প্রিমো ইএফ১০ স্মার্টফোন: 

  • ৪জি কানেকটিভিটি
  • অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফেস আনলক
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো এফ১০

৫৭৯৯ টাকায় ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এফ১০। এফ সিরিজ বরাবরই ওয়ালটনের একটি বাজেট স্মার্টফোন সিরিজ। আর এফ১০ হচ্ছে সেই সিরিজের একদম নতুন সংযোজন। প্রিমো এফ১০ ফোনটিকে ওয়ার্ক এফিসিয়েন্ট রাখছে একটি ১.৪ গিগাহার্জ বাজ-স্পিডের কোয়াড কোর প্রসেসর; যার সাথে বান্ডেল হিসেবে মিলবে মালি টি-৮২০ জিপিইউ।

একনজরে প্রিমো এফ১০ স্মার্টফোন: 

  • ৪জি ভোএলটিই সাপোর্ট
  • অ্যান্ড্রয়েড ১০ গো সংস্করণ
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৫.৯৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ডুয়াল ক্যামেরা সেটাপ
  • ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

প্রিমো ই১২

প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন। স্মার্টফোনটির দাম ৫২৯৯ টাকা।

এক নজরে প্রিমো ই১২ স্মার্টফোন:

  • ৪জি কানেক্টিভিটি
  • ৫ ইঞ্চি এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে
  • ১.৪ গিগাহার্জ কোয়াডকোর সিপিইউ
  • মালি টি-৮২০ জিপিইউ
  • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
  • ২০০০ এমএএইচ ব্যাটারি


এই ছিল আজকের আলোচনায় থাকা ৫ থেকে ১০ হাজারের বাজেটে সেরা স্মার্টফোনগুলো। আর ভেতর আপনার দাম এবং চাহিদার সাথে যে স্মার্টফোনটি যায়, আপনি সেই স্মার্টফোনটিই কিনতে পারেন। সকল স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছর সার্ভিস ওয়ারেন্টি। স্মার্টফোনগুলো দেখতে এখনই চলে যেতে পারেন, আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে।

 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস