আপনার ফেসবুক থেকে একাউন্ট ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন
Level 0
১০ম শ্রেণি, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, রাজশাহী

সুপ্রিয় পাঠকগণ আসসালামুয়ালাইকুম আপনারা কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আমি যে টপিকটি নিয়ে টিউন করতে এসেছি সে টপিকটি আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, বন্ধুরা এটা খুব সহজ আপনি আপনার ফেসবুক থেকে একাউন্ট ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন।

 

প্রথমে আপনাদের জানিয়ে দেওয়া ভাল যে এই একাউন্ট ওয়ার্নিং কিভাবে আসে, তো মূলত এই একাউন্ট ওয়ার্নিং আসার মূল কারণ হচ্ছে কোন টিউন বা ভিডিও তে খারাপ টিউমেন্ট করা। তো আপনারা আজ থেকেই সতর্ক হয়ে যান কারন এই ওয়ার্নিং দেখার পর ও যদি আপনি খারাপ টিউমেন্ট করেন তাহলে আপনার আইডি চিরদিনের জন্য ডিজেবল হয়ে যাবে।

 

তো এই ওয়ার্নিং রিমুভ করার জন্য আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে, এবার আপনারা বলবেন কিভাবে আবেদন করব আর কি লিখব চিন্তার কোন কারন নাই আমি দিয়ে দিচ্ছি

 

Hello Facebook team,

Please remove the warning account. This option is from my Facebook profile. I know I made a mistake, I will try not to make this mistake again. Since this is my first mistake, I kindly request you to resolve this issue as soon as possible.

Plesse help!

 

এটা কপি করে নিবেন তারপর ফেসবুক এ ঢুকে থ্রি ডটে ক্লিক করুন তারপর হেল্প এন্ড সাপোর্ট এ ক্লিক করুন দিয়ে রিপোর্ট এ প্রবলেম এ ক্লিক করুন দিয়ে এই আটিকেল টি সেখানে পেস্ট করে দিন এবং একাউন্ট ওয়ার্নিং এর একটা ছবি সেখানে দিয়ে পাঠিয়ে দিন। এটাতে হবে ১০০% কিনা বলা যাচ্ছে না কিন্তু কারো হবে আবার কারো হবেনা। যাদের হবেনা চিন্তার কোন কারন নাই ১ বছর পর এই একাউন্ট ওয়ার্নিং নিজে নিজে রিমুভ হয়ে যাবে।

Level 0

আমি আজিজ মাহমুদ। ১০ম শ্রেণি, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

By Email Try it, its a new discovery in blogger.